পরবর্তী তাং

পরবর্তী তাং (৯২৩ - ৯৩৭) ছিল চীনের ইতিহাসে পাঁচ রাজবংশ ও দশ রাজ্য কাল সময়ের একটি স্বল্পস্থায়ী সামন্তান্ত্রিক রাজবংশ। লি চুনসু ৯২৩ সালে এই রাজবংশ প্রতিষ্ঠা করেন, যা ৯৩৭ সাল পর্যন্ত স্থায়ী ছিল।[১]

পরবর্তী তাং

唐 / 後唐
৯২৩–৯৩৭
     পরবর্তী তাং 後唐
     পরবর্তী তাং 後唐
অবস্থাসাম্রাজ্য
রাজধানীডামিং
(৯২৩)
লুওইয়াং
(৯২৩–৯৩৬)
প্রচলিত ভাষাচীনা ভাষা
সরকাররাজতন্ত্র
সম্রাট 
• ৯২৩–৯২৬
লি চুনসু (ঝুয়াংঝং)
• ৯২৬–৯৩৩
লি সিইউয়ান (মিংঝং)
• ৯৩৩–৯৩৪
লি চংহৌ
• ৯৩৪–৯৩৬
লি চংকে
ঐতিহাসিক যুগপাঁচ রাজবংশ ও দশ রাজ্য কাল
• ডামিংয়ে প্রতিষ্ঠিত
মে ৯২৩
• খিতান ও শি জিংতাং কর্তৃক পরাজিত
জানুয়ারি ১১ ৯৩৭
পূর্বসূরী
উত্তরসূরী
জিন (পরবর্তী তাং)
পরবর্তী লিয়াং (পাঁচ রাজবংশ)
ছি (পাঁচ রাজবংশ)
পূর্ববর্তী শু
পরবর্তী জিন (পাঁচ রাজবংশ)
লিয়াও রাজবংশ
পরবর্তী শু
বর্তমানে যার অংশ China
The preceding entity of the Later Tang was the State of Jin, which was established by Li Keyong in 895 under the Tang Dynasty and existed as a state in 907–923.

চারজন পরবর্তী তাং সম্রাটের প্রথম তিনজন ছিল শাতুও বংশদ্ভুত।[২] তাং নামটি ব্যবহার করা হয় তাদের তাং রাজবংশ (৬১৮–৯০৭) এর পুনরূদ্ধারকারী হিসেবে বৈধ করার জন্য। যদিও পরবর্তী তাং রাজবংশ ৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু তারও পূর্বে জিন (৯০৭–৯২৩) নামে একটি রাজ্য বিদ্যমান ছিল।

পরবর্তী তাং প্রতিষ্ঠা

৯০৭ সালে তাং রাজবংশের পতন হলে ঝু ওয়েন পরবর্তী লিয়াং রাজবংশ প্রতিষ্ঠা করলে এবং লি কেয়ং জিন রাজ্য (বর্তমান শানসি প্রদেশ প্রতিষ্ঠা করলে তাদের মধ্যে বিবাদের শুরু হয়। এই বিবাদ লি কেয়ংয়ের মৃত্যুর পর তার পুত্র লি চুনসুর জিন রাজ্য বিস্তার ও পরবর্তী লিয়াং রাজবংশকে পরাজয় পর্যন্ত স্থায়ী ছিল।

লি কেয়ং শক্তিশালী খিতানদের সাথে মৈত্রী স্থাপন করেন। উত্তর প্রান্তরের শাতুওরা ছিল তাদের প্রধান মৈত্রী যাদের নিয়ে তিনি রাজ্য জয় এবং বিস্তার করেন। লি চুনসু ৯২৩ সালে পরবর্তী লিয়াং রাজবংশকে পরাজিত করে এবং তাং রাজবংশের পুনরূদ্ধারকারী হিসেবে নিজেকে পরবর্তী তাং সম্রাট বলে ঘোষণা দেন এবং তার রাজধানী লুওইয়াংয়ে স্থানান্তর করেন।[২]

পরবর্তী তাং রাজত্বকাল

পরবর্তী তাং তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী রাজবংশ ছিল, যা মাত্র তের বছর রাজত্ব করে। লি চুনসু এই রাজবংশ প্রতিষ্ঠার তিন বছর জীবিত ছিলেন। ৯২৬ সালে রাজকর্মকর্তাদের এক বিদ্রহে তিনি খুন হন। লি কেয়ংয়ের পালক পুত্র লি সিইউয়ান সিংহাসনে অধীন হন, কিন্ত খিতানদের সাথে তার সম্পর্ক তিক্ত হতে থাকে। বাকি দশ বছর বিভিন্ন আন্তঃদ্বন্দ্বে লিপ্ত হয় এবং ৯৩৬ সালে লি সিইউয়ানের জামাতা শি জিংতাং ও তার সহচর শাতুও বিদ্রোহ করে এবং পরবর্তী জিন রাজবংশ প্রতিষ্ঠা করে।[২]

পরবর্তী তাং অঞ্চলের বিস্তৃতি

পরবর্তী তাং অঞ্চলের বিস্তৃতি পরবর্তী লিয়াংদের চেয়ে বেশি ছিল। তারা পরবর্তী লিয়াংয়ের অঞ্চলসমূহ এবং শানসি প্রদেশ অন্তর্গত নিজেদের অঞ্চলে আধিপত্য বিস্তার করে। বেইজিংয়ের কিছু অঞ্চল ও শানসির যেসব অংশ পরবর্তী লিয়াংদের অধিগত ছিল না, তারা সেসব অঞ্চলেও তাদের রাজত্ব প্রতিষ্ঠা করে। তাদের সবচেয়ে বেশি বিস্তার ঘটে ৯২৫ সালে যখন তার শু রাজ্য (বর্তমান সিচুয়ান) জয় করে। পরবর্তী তাংদের দাপট কমতে থাকলে তাদের পতনের এক বছর আগে ৯৩৪ সালে পরবর্তী শু রাজ্য প্রতিষ্ঠিত হয়।[২]

পরবর্তী তাং শাসক

সমাধির নামমরণোত্তর নামপারিবারিক নাম ও দেওয়া নামপ্রথাগত চীনা নামরাজত্বকালযুগের নাম ও সময়কাল
ঝুয়াংঝং (莊宗)অত্যন্ত ক্লান্তিকর[৩]লি চুনসু (李存勗)পারিবারিক নাম ও দেওয়া নাম৯২৩–৯২৬তংগুয়াং (同光) ৯২৩–৯২৬
মিংঝং (明宗)অত্যন্ত ক্লান্তিকর[৩]লি সিইউয়ান (李嗣源) বা লি ডান (李亶)পারিবারিক নাম ও দেওয়া নাম৯২৬–৯৩৩তিয়ানচেং (天成) ৯২৬–৯৩০
চাংসিং (長興) ৯৩০–৯৩৩
-মিন (閔)লি চংহৌ (李從厚)পারিবারিক নাম ও দেওয়া নাম৯৩৩–৯৩৪য়িংশুন (應順) ৯৩৩–৯৩৪
-মোডি (末帝)লি চংকে (李從珂)পারিবারিক নাম ও দেওয়া নাম৯৩৪–৯৩৭চিংতাই (清泰) ৯৩৪–৯৩৭

পরবর্তী তাং শাসক পরিবার

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ