পারকিনসন রোগ

(পার্কিন্সন রোগ থেকে পুনর্নির্দেশিত)

পারকিনসন রোগ (ইংরেজি: Parkinson's disease) হল এক প্রকারের নিউরো-ডিজেনারাটিভ বা স্নায়বিক রোগ বা স্নায়ু-অধঃপতনজনিত রোগ। রোগটি বিভিন্ন নামে পরিচিত যেমন: পারকিনসোনিসম (Parkinsonism) বা প্যারালাইসিস এজিট্যান্স (Paralysis agitans) বা শেকিং পালসি (Shaking Puosy)। এই রোগটি সবচেয়ে পরিচিত নিউরো-ডিজেনারাটিভ রোগের মধ্যে দ্বিতীয়[৩]।ধারণা করা হয় যে, মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষ ক্ষতিগ্রস্ত হলে এই রোগ হয়। এই রোগের প্রাথমিক বৈশিষ্ট্য হল স্নায়ুতে প্রিসাইনাপ্টিক প্রটিন-এর জমা হওয়া। তাছাড়া প্রাথমিক উপসর্গগুলি হল ব্রাডিকাইনেশিয়া (Bradykinesia) এবং একাইনেশিয়া (Akinesia), রিজিডিটি (Rigidity) এবং ট্রেমর (Tremor)।

পারকিনসন রোগ
প্রতিশব্দপারকিনসন রোগ, ইডিওপ্যাথিক অথবা প্রাথমিক পারকিনসন, হাইপোকায়নেটিক রিজিড সিনড্রোম, মারাত্মক পক্ষাঘাত, ঝাঁকুনিসহ পক্ষাঘাত
একটি মানুষের মধ্যে দুটি স্কেচ (একটি সামনে দিক থেকে এবং আরেকটি ডান দিক থেকে), সঙ্গে একটি অভিব্যক্তিহীন মুখ । তিনি নিচু হয়ে এগিয়ে যাচ্ছেন এবং সম্ভবত হাঁটা অসুবিধা হচ্ছে।
উইলিয়াম রিচার্ড গোয়ার্সকৃত পারকিনসন রোগের অঙ্কিত চিত্র, যা প্রথম প্রকাশিত হয় আ ম্যানুয়্যাল অফ ডিজিযেস অফ দ্যা নার্ভাস সিস্টেম (১৮৮৬)
বিশেষত্বস্নায়ুবিজ্ঞান
লক্ষণঝাঁকুনিদার, অনমনীয়তা, ধীরগতির নড়াচড়া, হাঁটা অসুবিধা
জটিলতাডিমেনশিয়া, বিষণ্নতা, দুশ্চিন্তা
রোগের সূত্রপাত৬০ উর্ধো
কারণঅজানা
ঝুঁকির কারণকীটনাশক প্রকট করা, মাথায় আঘাত
রোগনির্ণয়ের পদ্ধতিউপসর্গ উপর ভিত্তি করে
পার্থক্যমূলক রোগনির্ণয়ডিমেনশিয়া উইথ লিউ বডিস, প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি, ইসেনসিয়াল ট্রেমর, এন্টিসাইকোটিক use[১]
চিকিৎসাঔষধ, শল্যচিকিত্সা
ঔষধএল-ডোপা, ডোপামিন এগোনিস্ট
আরোগ্যসম্ভাবনাসম্ভাব্য আয়ুষ্কাল ~ ১৫ বছর[২]
সংঘটনের হার৬.২ মিলিয়ন (২০১৫)
মৃতের সংখ্যা১১৭,৪০০ (২০১৫)

শ্রেণিবিন্যাস

প্রাইমারী পারকিন্সোনিজম[৪]

  • প্যারালাইসিস এজিট্যান্স বা পারকিনসন রোগ বা ইডিয়প্যাথিক পারকিন্সোনিজম।

সেকেন্ডারি পারকিন্সোনিজম[৪]

  • পোষ্ট-এনকেফালাইটিক = পোষ্ট-এনকেফালাইটিক লিথার্জিকা।
  • টক্সিন = এম পি টি পি, ম্যাঙ্গানিজ, কার্বন মনোঅক্সাইড।
  • ড্রাগস বা ঔষধ = রেসারপিন,আলফা মিথাইলডোপা।
  • টিউমার
  • ট্রমা

রোগের কারণ

ডোপামিন হ্রাস

উপসর্গ ও লক্ষণ

  • দূর্বলতা।
  • মাথায় কিংবা হাতে মৃদু কম্পন অনুভব করা।
  • বিষাদগ্রস্ত।
  • ভাবলেশহীণ অভিব্যক্তি এবং চোখের পাতায় কম কম্পন।
  • পেশির অনমনীয়।
  • ধীরগতিতে চলাফেরা।
  • ভারসাম্য রক্ষায় অপারদর্শীতা।
  • বিশ্রামের সময় মাথায় কিংবা হাতে মৃদু কম্পন অনুভব করা।
  • বিভ্রান্তি এবং স্মৃতীশক্তির বিলোপ।

রোগের কারণ

তথ্যসূত্র

শ্রেণীবিন্যাস
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন