পার্ক সি-সু

দক্ষিণ কোরীয় ফুটবল খেলোয়াড়

পার্ক সি-সু (কোরীয়: 박지수, ইংরেজি: Park Ji-soo; জন্ম: ১৩ জুন ১৯৯৪) হলেন একজন দক্ষিণ কোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কে লিগ ১-এর ক্লাব গিমছন সাঙ্গমু এবং দক্ষিণ কোরিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

পার্ক সি-সু
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপার্ক সি-সু
জন্ম (1994-06-13) ১৩ জুন ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থানকিয়াংসাংবুক, দক্ষিণ কোরিয়া
উচ্চতা১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থানরক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
গিমছন সাঙ্গমু
জার্সি নম্বর৪২
যুব পর্যায়
২০১০–২০১২ইনছন ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০১৩ইনছন ইউনাইটেড(০)
২০১৪উইজাংবু২০(১)
২০১৫–২০১৮গুংনাম১২৯(৬)
২০১৯–কুয়াংচৌ৩৮(১)
২০২১সুওন (ধার)১৪(০)
২০২১–গিমছন সাঙ্গমু (ধার)(০)
জাতীয় দল
২০০৯দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-১৭(০)
২০২১দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩(০)
২০১৮–দক্ষিণ কোরিয়া(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩:২৯, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:২৯, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৯ সালে, সি-সু দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; দক্ষিণ কোরিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

ব্যক্তিগতভাবে, সি-সু বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৭ সালে কে লিগ চ্যালেঞ্জের সেরা একাদশে অন্তর্ভুক্তি অন্যতম। দলগতভাবে, সি-সু এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি গুংনামের হয়ে, ১টি কুয়াংচৌর হয়ে এবং ১টি দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

পার্ক সি-সু ১৯৯৪ সালের ১৩ই জুন তারিখে দক্ষিণ কোরিয়ার কিয়াংসাংবুকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সি-সু জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২][৩][৪]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ