পেরুর ভূগোল

পেরু প্রশান্ত মহাসাগরের প্রান্তে অবস্থিত দক্ষিণ আমেরিকার মধ্য-পশ্চিম অঞ্চলের একটি দেশ। এটি সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, বলিভিয়া এবং চিলির সাথে এর স্থল সীমানা রয়েছে, যার মধ্যে ব্রাজিলের সাথে এর স্থল সীমানা দীর্ঘতম।

পেরু ভূগোল
মহাদেশদক্ষিণ আমেরিকা
স্থানাঙ্ক১০°০০′ দক্ষিণ ৭৬°০০′ পশ্চিম / ১০.০০০° দক্ষিণ ৭৬.০০০° পশ্চিম / -10.000; -76.000
আয়তন২০তম
 • মোট১২,৮৫,২১৫.৬ কিমি (৪,৯৬,২২৪.৫ মা)
 • স্থলভাগ৯৯.৬০%
 • জলভাগ০.৪০%
উপকূলরেখা২,৪১৪ কিমি (১,৫০০ মা)
সীমানা৭,৪৬১ কিমি (৪,৬৩৬ মা)
সর্বোচ্চ বিন্দুহুয়াসকারান
৬,৭৬৮ মিটার (২২,২০৫ ফু)
সর্বনিম্ন বিন্দুবেওভার ডিপ্রেশন
−৩৪ মিটার (−১১২ ফু)
বৃহত্তম হ্রদতিতিকাকা হ্রদ ৫৯,৯৪৭ কিমি (২৩,১৪৬ মা)
এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল৯,০৬,৪৫৪ কিমি (৩,৪৯,৯৮৪ মা)

পরিসংখ্যান

আয়তন:
স্থলভাগ: মোট স্থলভূমি ১৩,৭৯,৯৯৯   বর্গ কিলোমিটার;
জলভাগ: মোট জলভাগের পরিমান ৫,০০০   বর্গ কিলোমিটার।

সামুদ্রিক আয়ত্ত্ব:
মহীসোপান: ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪ কিমি; ২৩০.২ মা);
টেরিস্ট্রিয়াল সমুদ্রসীমা: ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪ কিমি; ২৩০.২ মা);
বিশেষ অর্থনৈতিক এলাকা: ৯,০৬,৪৫৪ কিমি (৩,৪৯,৯৮৪ মা)।

ভূমির ব্যবহার:

  • আবাদযোগ্য ভূমি: ৩%;
  • স্থায়ী শষ্য: ০.৫%;
  • স্থায়ী চারণভূমি: ২১%;
  • বন ও কাঠের জন্য ব্যবহৃত: ৬৬%।

সেচের আওতাভূক্ত ভূমি: ১২,৮০০   বর্গ কিলোমিটার।

নগরায়ন

পেরুর প্রশাসনিক মানচিত্র।

দেশের সবচেয়ে জনবহুল শহর রাজধানী লিমা। লিমার মহানগরের জনসংখ্যা ১ কোটিরও বেশি। পেরুর দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপার জনসংখ্যা ৯,৮৯,৯১৯ এবং দেশের উত্তরাঞ্চলের ক্রমবর্ধমান শহর ট্রুজিলোর জনসংখ্যা ৯,৩৫,১৪৭। পেরুর উন্নত শহরগুলি দেশটির উপকূলীয় অঞ্চল এবং উত্তরে অবস্থিত। পেরুর লোকসংখ্যা ৩২.১ মিলিয়ন।[১] পেরুতে নগরায়নের হার ৭৯.২%, এবং এটি বার্ষিক ১.৫৭% হারে বৃদ্ধি পাচ্ছে।[২] লিমা আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় শহরগুলোর একটি এবং এখানে দেশের মোট জনসংখ্যার ৩১.৭% 'এর বসবাস।[৩] পেরুর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ২৫ জন বা বর্গ মাইলে ৫৭ জন।[৪]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ