প্লেহাউজ ডিজনি

প্লেহাউজ ডিজনি ছিল একটি আন্তর্জাতিক আনুষ্ঠানিক ব্লক এবং স্যাটেলাইট ও কেবল টেলিভিশন চ্যানেলের ব্র্যান্ড, যেটির মালিক ছিল দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির ডিজনি–এবিসি টেলিভিশন গ্রুপের ডিজনি চ্যানেলস ওয়ার্ল্ডওয়াইড ইউনিট। এটি যুক্তরাষ্ট্রের থেকে উৎপত্তি হয় ডিজনি চ্যানেলে একটি সকাল বেলার আনুষ্ঠানিক ব্লক হিসেবে। এটিতে দুই থেকে সাত বছরের শিশুদের জন্য লাইভ-অ্যাকশন এবং অ্যানিমেটেড অনুষ্ঠান প্রচারিত হতো।

প্লেহাউজ ডিজনি
নেটওয়ার্কডিজনি চ্যানেল
সম্প্রচার শুরু৬ এপ্রিল ১৯৯৭; ২৭ বছর আগে (1997-04-06) (প্রাক-উদ্বোধন, ডিজনি চ্যানেল প্রিস্কুল ব্লক হিসেবে)
১ ফেব্রুয়ারি ১৯৯৯; ২৫ বছর আগে (1999-02-01) (দাপ্তরিক, প্রেহাউজ ডিজনি হিসেবে)
বন্ধ১৩ ফেব্রুয়ারি ২০১১; ১৩ বছর আগে (2011-02-13)
(ডিজনি জুনিয়রে পরিবর্তন)
২০১১-২০১৩ (বিশ্বব্যাপি)
উৎপত্তি দেশযুক্তরাষ্ট্র
মালিকডিজনি চ্যানেলস ওয়ার্ল্ডওয়াইড
(দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি)
প্রধান দপ্তরবারব্যাঙ্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
পূর্বেডিজনি চ্যানেল প্রিস্কুল ব্লক (১৯৯৭–৯৯)
সহযোগী নেটওয়ার্কডিজনি চ্যানেল
ডিজনি এক্সডি
Format৭২০পি (এইচডিটিভি)
৪৮০আই (এসডিটিভি)
মূল ভাষা(সমূহ)ইংরেজি
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটhttp://tv.disney.go.com/playhouse

২০১১ সালের ১৪ ফেব্রুয়ারিতে ডিজনি চ্যানেলে প্লেহাউজ ডিজনি ব্লকটি ডিজনি জুনিয়রের পরিবর্তন করা হয়। পরের দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বাহিরে প্লেহাউজ ডিজনির নামে সমস্ত ব্লকসমূহ ডিজনি জুনিয়রের পরিবর্তন করা হয়, এবং সবশেষে ২০১৩ সালের ১ সেপ্টেম্বরে রুশ ডিজনি চ্যানেলে প্লেহাউজ ডিজনি ব্লকটি ডিজনি জুনিয়রের পরিবর্তন করা হয়।

ইতিহাস

প্লেহাউজ ডিজনির উদ্বোধনের পূর্বে বড় শিশুদের জন্য অ্যানিমেটেড অনুষ্ঠান সহ ডিজনি চ্যানেলে এটির ১৯৮৩ সালে উদ্বোধনের থেকেই সকাল বেলায় প্রাক-প্রাথমিক লক্ষ্যে অনুষ্ঠান প্রচারিত হতো।

১৯৯৭ সালের ৬ এপ্রিলে ডিজনি চ্যানেল একটি পরিবর্তন সহ্য করছিল যেটি এটি একটি বিজ্ঞাপন-মুক্ত সাধারণ কেবল চ্যানেলে রুপান্তর হওয়ার শুরুর সূচিত করেছিল, এবং এটির প্রাক-প্রাথমিক ব্লক তাঁদের পদোন্নতির জন্য যে রকমের গ্রাফিক্স প্যাকেজ যেটি চ্যানেলের দুপুর বেলার শিশুতোষ অনুষ্ঠানে ব্যবহার হতো সেই একই রকমের গ্রাফিক্স ব্যবহার করা শুরু করে। ১৯৯৮ সালে ডিজনি চ্যানেলের প্রাক-প্রাথমিক ব্লক তিনটি নতুন অনুষ্ঠান প্রচার করার পর (পিবিএন্ডজে অটার, রোলি পোলি ওলি (কানাডার অ্যানিমেশন স্টুডিও নেলভানার প্রয়োজনায়), এবং লাইভ-অ্যাকশন অনুষ্ঠান আউট অফ দ্য বক্স) ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারিতে ব্লকটি প্লেহাউজ ডিজনির নামে রুপান্তর করা হয়।

প্লেহাউজ ডিজনির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছিল বেয়ার ইন দ্য বিগ ব্লু হাউজ, যেটি ছিল জিম হেনসন টেলিভিশনের থেকে ১৯৯৭ সালের অক্টোবর মাস থেকে প্রচারিত একটি শিক্ষাবিষয়ক পুতুল নাচ অনুষ্ঠান একটি ভালুকের অভিযানের ব্যাপারে; ওই সালের অনুষ্ঠানটি টিভি গাইড "শিশুদের জন্য টপ ১০ নতুন অনুষ্ঠান" এর মধ্যে নাম করেছে।[১] এটির প্রথম তিনটি বছরে প্লেহাউজ ডিজনি প্রতি সপ্তাহের দিনে পূর্ব সময়ে সকাল ৮:৩০ থেকে দুপুর ২:৩০টার পর্যন্ত এবং সপ্তাহান্তের দিনে পূর্ব সময়ে সকাল ৬টার থেকে ১০টার পর্যন্ত সম্প্রচার করতো। প্রতি অনুষ্ঠানের পরে, যেগুলো চলচ্চিত্রের বাদে ২৩ মিনিটের জন্য প্রচারিত হতো, বাকি সময়ে সংক্ষিপ্ত রেখাংশ এবং মিউজিক ভিডিও (যেটির পরবর্তী "ফিট বিট" এর নামে প্রচারিত হতো) অথবা অর্জিত অনুষ্ঠান থেকে পর্ব প্রচারিত হতো।

২০০১ সালের ১৬ এপ্রিলে প্লেহাউজ ডিজনি মোশন গ্রাফিক্স কোম্পানি বিহাইভের তৈরি করা অন-এয়ার গ্রাফিক্স ব্যবহার করা শুরু করে;[২] অভিনেত্রী অ্যালিস বিসলি যুক্তরাষ্ট্র ব্লকের ঘোষক হতে শুরু করে, এবং তা হতে থাকলেন ২০০৭ সালের ৩০ মার্চ পর্যন্ত। রেডিও ডিজনি প্লেহাউজ ডিজনিকে ক্রস-পদোন্নতি করার জন্য এটির "মিকি অ্যান্ড মিনি টিউন টাইম" ব্লকটির নাম প্রেহাউজ ডিজনির পরিবর্তন করে, এবং ২০০২ সালে রেডিও ডিজনিকে পদোন্নতি করার জন্য প্লেহাউজ ডিজনি টিভি ব্লকটি এটির "ফিট বিট" কৌশলটি "বিবিস মিউজিক টাইম" এর নামে পরিবর্তন করা হয়। ২০০১ সালের ২৫ জুনে ডিজনি-এবিসি কেবল নেটওয়ার্কস গ্রুপ প্লেহাউজ ডিজনি চ্যানেল উদ্বোধন করার সিদ্ধান্তের ঘোষণা দেয়, একটি সহচর ডিজিটাল কেবল এবং স্যাটেলাইট চ্যানেল যেটি ডিজনি চ্যানেলের ব্লকের মতোই একই দর্শকদের জন্য অনুষ্ঠান প্রচারিত করবে;[৩][৪] পরে সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে, কিন্তু ২০০২ এবং ২০০৭ সালের মধ্যে ডিজনি-এবিসি ইন্টারন্যাশনাল টেলিভিশন পরে আন্তর্জাতিক মার্কেটে প্লেহাউজ ডিজনি চ্যানেলের হিসেবে উদ্বোধন করে, যেমন কানাডা, আফ্রো-ইউরেশিয়া, এবং লাতিন আমেরিকা। ২০০১ সালের ফক্স ফ্যামিলি চ্যানেলটিকে ক্রয় করার অংশে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি দ্য উইগলস এর সম্প্রচারের স্বত্ব পায়; দ্য উইগলস প্লেহাউজ ডিজনিতে প্রচারিত হওয়া শুরু হয় ২০০২ সালের জুনে এবং এটির প্রচারের সময়ে ব্লকের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে এক হোলো।

ডিজনি চ্যানেলের মতো প্লেহাউজ ডিজনি একটি বিজ্ঞাপন-মুক্ত সার্ভিস ছিল, কিন্তু এটি সংক্ষিপ্ত "প্রোমোশনাল স্পটস" (যেগুলো হচ্ছে ব্লকের দর্শকদের লক্ষ্য করা ডিজনির পণ্যের জন্য সংক্ষিপ্ত রেখাংশ) প্রচারিত হতো, সাথে – ২০০২ সালে শুরু – অবলিখন স্পনসরশিপ (ম্যাকডোনাল্ড’স এর মতো কোম্পানির সাথে[৫]) অনুষ্ঠানের মাঝখানে বিরতির মধ্যে প্রচারিত হতো।[৬] (প্রাক-প্রাথমিক অনুষ্ঠান যেগুলো প্লেহাউজ ডিজনি ব্লকের বাহিরে প্রচারিত হতো মধ্য সময়ে ভোর ৩টার থেকে সকাল ৭টার পর্যন্ত, ডিজনির বিনোদনী পণ্যের জন্য প্রোমোশনাল শর্টস অন্তর্ভুক্ত করা ছিল যেগুলো ডিজনি চ্যানেলের দুপুর এবং সন্ধ্যাবেলার অনুষ্ঠানসূচীতে দেখা যাতো). ২০০২ সালের ৩০ সেপ্টেম্বরে প্লেহাউজ ডিজনি ডিজনি চ্যানেলের অন-এয়ার ব্র্যান্ডিং এর সাথে মিলানোর জন্য তাঁদের লোগোটি পাল্টিয় দেয়। ব্লকটি এটির পুরোনো ইন্টারস্টিশাল অংশটি বাতিল করার জন্য সেই মাসে "ক্লে" নামের একটি ম্যাস্কট উপস্থাপিত করে।

২০০৭ সালের ৩১ মার্চে উহ এবং আহ, দুটি পুতুলের বানর (যারা প্লেহাউজ ডিজনির উহ, আহ অ্যান্ড ইউ সংক্ষিপ্ত অনুষ্ঠানে মূল চরিত্র ছিল), ক্লে কে পাল্টিয়ে হয়ে যায় ব্লকের মূল হোস্ট। ২০০৭ সাল থেকে প্রতি গ্রীষ্মকালে প্লেহাউজ ডিজনির সম্প্রচারের সময় চার ঘণ্টার জন্য অবস্থিত থাকে (সকাল ৬টার থেকে ১০টা)। ডিজনি চ্যানেলের নিজস্ব অনুষ্ঠান থেকে পর্ব প্রচারিত করা হয় শেষ সকালে এবং আগের দুপুরে, কিন্তু সপ্তাহান্তের দিনে ব্লকটি সাত ঘণ্টার জন্য প্রচারিত করতে থাকলো। সেই সময়ে, প্লহাউজ ডিজনি ব্লকটির সম্প্রচারের সময় সপ্তাহের দিনে ভোর ৪টার থেকে দুপুর ২টা এবং সপ্তাহান্তের দিনে ভোর ৪টার থেকে সকাল ৯টার পর্যন্ত বাড়ানো হয়।

ডিজনি জুনিয়র

২০১০ সালের ২৬ মেতে ডিজনি-এবিসি টেলিভিশন গ্রুপ ডিজনি জুনিয়র উদ্বোধন করার ঘোষণা দেন, যেটি প্লেহাউজ ডিজনিকে পাল্টিয়ে হবে যুক্তরাষ্ট্রে ডিজনি চ্যানেলে ব্লক এবং একটি নতুন স্বতন্ত্র কেবল এবং স্যাটেলাইট চ্যানেলের জন্য নতুন ব্র্যান্ড, সাথে যুক্তরাষ্ট্রের বাহিরে সমস্ত প্রেহাউজ ডিজনি ব্র্যান্ড করা চ্যানেল এবং ব্লকগুলো পাল্টাবে।[৭][৮] ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারিতে প্লেহাউজ ডিজনির ১৪ বছরের সম্প্রচার বন্ধ হয়ে যায়, সাথে এটির শেষ প্রচারিত অনুষ্ঠান সংক্ষিপ্ত অনুষ্ঠান হ্যান্ডি ম্যানি'স স্কুল ফর টুলস এর একটি পর্ব, প্রচার হয় পূর্ব সময়ে দুপুর ১:৫৫টায়।

২০১১ সালের ১৪ ফেব্রুয়ারিতে ডিজনি জুনিয়র ব্লকটি যাত্রা শুরু করে।[৯][১০][১১][১২] কিছু প্লেহাউজ ডিজনি থেকে অনুষ্ঠান, যেমন মিকি মাউস ক্লাবহাউজ, স্পেশাল এজেন্ট ওসো, ইম্যাজিনেশন মুভার্স, হ্যান্ডি ম্যানি, এবং লিটল আইনস্টাইনস, আবার প্রচার হওয়া শুরু করে ডিজনি জুনিয়র ব্লকে। ব্লকটির পরিবর্তনের পরে ম্যাস্কটসমূহ উহ এবং আহ অবসর করে এবং এটির কিছু পুরোনো অনুষ্ঠান বাতিল করা হয় (কিন্তু উহ, আহ অ্যান্ড ইউ অল্প সময়ের জন্য ডিজনি জুনিয়রের ওয়েবসাইটে উপলব্ধি করা ছিল ২০১১ সালের ১৮ জুলাইর ফ্যান ফেভরেটস উইক এর অংশে এবং এটি কেবল চ্যানেলেও প্রচার করা হতো)। উপরন্তুভাবে এগুলোর পর্ব ২০১১ সালের ৬ জানুয়ারির হিসেবে ডিজনি জুনিয়রের ইউটিউব চ্যানেলে উপলব্ধি করা আছে।

২০১২ সালের ২৩ মার্চে ডিজনি জুনিয়র কেবল চ্যানেলটি সম্প্রচার শুরু করে, মূলে নিজস্ব এবং প্লেহাউজ ডিজনির থেকে অনুষ্ঠান প্রচারিত করে (প্লেহাউজ ডিজনির অনুষ্ঠান বেশিরভাগ চ্যানেলের রাতারাতি অনুষ্ঠানসূচীতে প্রচার হতো ২০১৪ সালের মাঝখানের পর্যন্ত, যখন আরও প্লেহাউজ ডিজনির অনুষ্ঠান বন্ধ হয় এগুলোর শেষ পর্ব প্রচারিত হওয়ার পর এবং পুনঃপ্রচার হওয়া বন্ধ হওয়ার পর)।[৮][১৩] ডিজনি জুনিয়র ধারাবাহিক নাটক প্রচার করার চ্যানেল সোপনেট এর জায়গা নিয়ে নেয়, এটি প্রচুর সাবস্ক্রাইবারের কাছে পৌঁছানোর জন্য (পে টেলিভিশনে ৭.৫ কোটি গৃহের কাছে পৌঁছে গেছিল সোপনেট)। একটি স্বয়ংক্রিয় সোপনেট ফিড চলতে থাকলো কিছু প্রোভাইডারে যেগুলো তখনো ডিজনি জুনিয়র উপলব্ধি করার রাজি হয়নি অথবা ডিজনি জুনিয়রের সাথে সোপনেট উপলব্ধি করার অবশ্যক ছিল[১৪][১৫] জেনারেল হসপিটাল এর একটি পর্ব প্রচার করার পর সোপনেট ২০১৩ সালের ৩১ ডিসেম্বরে পুরোপুরি সম্প্রচার বন্ধ করার পর্যন্ত।[১৬]

অনুষ্ঠানসমূহ

আন্তর্জাতিক

১৯৯৯ সালের ২৮ সেপ্টেম্বরে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে ডিজনি চ্যানেলে প্লেহাউজ ডিজনির নামে ব্লকের উদ্বোধনের সাথে ব্র্যান্ডটি আন্তর্জাতিকভাবে প্রসারিত করে। ২০০০ সালের ২৯ সেপ্টেম্বরে ডিজনি টেলিভিশন ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের স্কাই ডিজিটাল প্ল্যাটফর্মে প্লেহাউজ ডিজনি চ্যানেলের সাথে টুন ডিজনি এবং ডিজনি চ্যানেল +১ এর উদ্বোধন করে।[১৭] ২০০৯ সালের ৪ এপ্রিলে এগমন্ট গ্রুপ সহচর প্লেহাউজ ডিজনি ম্যাগাজিনের উদ্বোধন করে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে যেটি এই চারটি জনপ্রিয় অনুষ্ঠানকে লক্ষ্য করেছে, মিকি মাউস ক্লাবহাউজ, মাই ফ্রেন্ডস টিগার অ্যান্ড পুহ, হ্যান্ডি ম্যানি, এবং লিটল আইনস্টাইনস। প্রতি ইস্যুতে রেয়েছে "টু ডু" পৃষ্ঠা এবং অভিভাবক এবং শিশুদের জন্য শিক্ষাবিষয়ক ধরনের উপর ভিত্তি করা প্রস্তাবিত কার্যক্রম। ২০০৪ সালের জুলাই মাসে সম্প্রচার সময় কমানোর পরে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে প্লেহাউজ ডিজনি ব্লকটি বন্ধ হয় যায়।[১৮] ২০১১ সালের ৭ মেতে ডিজনি জুনিয়রের রুপান্তরের আগে ওখানে প্লেহাউজ ডিজনি চ্যানেলটি উপলব্ধ ছিল।[১৯]

২০০৭ সালের ৩০ নভেম্বরে অ্যাস্ট্রাল মিডিয়া কানাডায় প্লেহাউজ ডিজনির চ্যানেল উদ্বোধন করে, ডিজনি-এবিসি টেলিভিশন গ্রুপের সাথে একটি ব্র্যান্ড লাইসেন্সিং চুক্তির মাধ্যমে; চ্যানেলটি ফ্যামিলি চ্যানেলের মাল্টিফ্লেক্স চ্যানেল হিসেবে চলতো, যেটি জানুয়ারি ২০১৬ এর পর্যন্ত ডিজনি চ্যানেলের সাথে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানের কানাডীয় স্বত্বের আনুষ্ঠানিক বিতরণ চুক্তি অনেক সময়ের জন্য বজায় রেখেছিল। ২০১০ সালের ৫ জুলাইতে অ্যাস্ট্রাল মিডিয়া প্লেহাউজ ডিজনি কানাডীয় ফরাসি চ্যানেলের উদ্বোধন করে। কানাডীয় ইংরেজি এবং ফরাসি চ্যানেলগুলো ডিজনি জুনিয়রের পরিবর্তন করা হয় ২০১১ সালের ৬ মেতে।[২০]

আন্তর্জাতিক ব্লক এবং চ্যানেলের তালিকা

মার্কেটধরনপূর্বেউদ্বোধনের তারিখপ্রতিস্থাপনপ্রতিস্থাপনের তারিখ
যুক্তরাজ্য[২১]চ্যানেলডিজনি চ্যানেলে ব্লক২৯ সেপ্টেম্বর ২০০০ডিজনি জুনিয়র৭ মে ২০১১[১৯]
+১ টাইমশিফ্ট চ্যানেল৩ নভেম্বর ২০০৭[২২]ডিজনি জুনিয়র +১
এবিসি১ এ ব্লকগ্রীষ্মকাল ২০০৬[২৩]২৬ সেপ্টেম্বর ২০০৭[২৪]
যুক্তরাষ্ট্রডিজনি চ্যানেলে ব্লক১ ফেব্রুয়ারি ১৯৯৯[৪]ডিজনি জুনিয়র১৪ ফেব্রুয়ারি ২০১১[২৫]
স্পেনচ্যানেল২০০১ডিজনি জুনিয়রজুন ২০১১[২১]
ইসরায়েলচ্যানেল২০০৯ডিজনি জুনিয়র১৮ জুলাই ২০১১
ইউরোপ, মধ্যপ্রাচ্য, ও আফ্রিকাচ্যানেলজেটিক্স প্লে১ সেপ্টেম্বর ২০১০ডিজনি জুনিয়র১ এপ্রিল ২০১১
ব্লক২০০৪ডিজনি জুনিয়র১ এপ্রিল ২০১১
দক্ষিণ আফ্রিকাচ্যানেল২০১০ডিজনি জুনিয়র১ জুন ২০১১
রাশিয়াডিজনি চ্যানেলে ব্লক১০ আগস্ট ২০১০ডিজনি জুনিয়র১ সেপ্টেম্বর ২০১৩
রোমানিয়াব্লক১৯ সেপ্টেম্বর ২০০৯ডিজনি জুনিয়র১ জুন ২০১১
এশিয়াব্রক[২৬]১ জুন ২০০৪ডিজনি জুনিয়র১১ জুলাই ২০১১[২৭]
অস্ট্রেলিয়াসেভেন নেটওয়ার্ক এ ব্লক২০০৩[২৮]২০০৮
ডিজনি চ্যানেলে ব্লক[২৯]ডিজনি জুনিয়র২৯ মে ২০১১
চ্যানেলডিসেম্বর ২০০৫[২৯]ডিজনি জুনিয়র২৯ মে ২০১১[৩০]
ফ্রান্স[২১]চ্যানেল২ নভেম্বর ২০০২ডিজনি জুনিয়র২০১১
এইচ সিমুলকাস্ট চ্যানেল২০০৯ডিজনি জুনিয়র২০১১
ব্লক[২৬]২০০২ডিজনি জুনিয়র২৮ মে ২০১১
তাইওয়ানব্লক২০০৪ডিজনি জুনিয়র১ সেপ্টেম্বর ২০১১
জাপানব্লকডিজনি জুনিয়র৩ জুলাই ২০১১
হংকংচ্যানেল২ এপ্রিল ২০০৪[৩১]ডিজনি জুনিয়র১১ জুলাই ২০১১[৩২]
মালয়েশিয়াচ্যানেল২০০৪[৩৩]
সিঙ্গাপুরচ্যানেল২০০৪[৩৩]
ইন্দোনেশিয়াচ্যানেল২০০৪[৩৩]
জার্মানিচ্যানেল১০ নভেম্বর ২০০৪[৩৪]ডিজনি জুনিয়র১৪ জুলাই ২০১১[২১]
থাইল্যান্ডচ্যানেলজানুয়ারি ২০০৫[৩৫]ডিজনি জুনিয়র১১ জুলাই ২০১১[২৭]
কম্বোডিয়াচ্যানেল২০ জুন ২০০৫[৩৬]
ভিয়েতনামচ্যানেল২০০৫[৩৭]
ফিলিপাইনচ্যানেলব্লকডিসেম্বর ২০০৫[৩৮]
দক্ষিণ কোরিয়াচ্যানেলমে ২০০৬[৩৯]
ভারতডিজনি চ্যানেলে ব্লক২০০৬[৪০]ডিজনি জুনিয়র২০১১
আর্জেন্টিনাআর্তেয়ার চ্যানেলে ব্লক২০০৭[৪১]
স্ক্যান্ডিনেভিয়াব্লক২০০৪ডিজনি জুনিয়র১০ সেপ্টেম্বর ২০১১
সুইডেনচ্যানেল২০০৭
নরওয়েচ্যানেল২০০৬
ডেনমার্কচ্যানেল২০০৬
ফিনল্যান্ডচ্যানেল২০০৬
আইসল্যান্ডচ্যানেল২০০৬
কানাডা
(অ্যাস্ট্রাল মিডিয়া চলিত[৪২])
চ্যানেল৩০ নভেম্বর ২০০৭[২০]ডিজনি জুনিয়র[৪৩]৬ মে ২০১১
ফরাসি ভাষার চ্যানেল
(প্লেহাউজ ডিজনি তেলে)
৫ জুলাই ২০১০[৪৪]ডিজনি জুনিয়র
লাতিন আমেরিকাচ্যানেল (তিনটি ফিড)১ জুন ২০০৮[৪৫]ডিজনি জুনিয়র১ এপ্রিল ২০১১[৪৬]
পর্তুগালডিজনি চ্যানেলে ব্লক২৮ নভেম্বর ২০০১ডিজনি জুনিয়র১ জুন ২০১১
মধ্য ও পূর্ব ইউরোপচ্যানেলজেটিক্স প্লে২০১০ডিজনি জুনিয়রজুন ২০১১
ব্লক১৯ সেপ্টেম্বর ২০০৯ডিজনি জুনিয়রজুন ২০১১
পোল্যান্ডচ্যানেল১ সেপ্টেম্বর ২০১০[৪৭]ডিজনি জুনিয়র২০১১[২১]
চেক প্রজাতন্ত্র
স্লোভাকিয়া
ব্লক[৪৮]২০১০ডিজনি জুনিয়র১ জুন ২০১১
ইতালি[২১][৪৯]চ্যানেল২০০৫ডিজনি জুনিয়র২০১১
+১ টাইমশিফ্ট চ্যানেল২০০৯ডিজনি জুনিয়র +১২০১১
তুরস্কচ্যানলজেটিক্স প্লে১ সেপ্টেম্বর ২০১০ডিজনি জুনিয়র২০১১
নেদারল্যান্ডস
বেলজিয়াম
চ্যানেল৩ মে ২০১০[৫০]ডিজনি জুনিয়র১০ সেপ্টেম্বর ২০১১[৫১]
ডিজনি চ্যানেলে ব্লক

স্লোগানসমূহ

  • "শেখা কল্পনা দ্বারা চালে" (১ ফেব্রুয়ারি ১৯৯৯ – ২৯ সেপ্টেম্বর ২০০২)
  • "ভাবো এবং শেখো" (৩০ সেপ্টেম্বর ২০০২ – ৩০ মার্চ ২০০৭)
  • "প্রতিদিন নতুন কিছু আছে!" (৩১ মার্চ ২০০৭ – ১৩ ফেব্রুয়ারি ২০১১)

আরও দেখুন

  • নিক জুনিয়র – একটি প্রাক-প্রাথমিক ডিজিটাল কেবল এবং স্যাটেলাইট চ্যানেল যেটি ১৯৮৮ থেকে ২০০৯ সালের পর্যন্ত নিকেলোডিয়নে একটি আনুষ্ঠানিক ব্লক হিসেবে উৎপত্তি হয়। চ্যানেল হিসেবে চালু হয় ২০০৯ সাল থেকে।
  • ইউনিভার্সাল কিডস – একটি ডিজিটাল কেবল এবং স্যাটেলাইট চ্যানেল যেটিতে নিজস্ব অনুষ্ঠানের সাথে পিবিএস থেকে প্রাক-প্রাথমিক অনুষ্ঠান প্রচারিত হয়; পূর্বে "স্প্রাউট"
  • ডিজনি জুনিয়র – প্লেহাউজ ডিজনির উপরে ভিত্তি করা একটি চ্যানেল যেটি ২০১১ সাল থেকে একটি আনুষ্ঠানিক ব্লক হিসেবে এবং ২০১২ সাল থেকে একটি চ্যানেল হিসেবে চলে

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন