ফিফা বিশ্বকাপ ট্রফি

ফিফা বিশ্বকাপ ট্রফি (ইংরেজি: FIFA World Cup Trophy) বিশ্বকাপ ফুটবলের মূল পুরস্কারটির নাম। এটিকে ফরাসি ভাষায় আদিতে "ভিক্তোয়ার আলিয়ে" (Victoire alliée) ডাকনাম দেয়া হলেও সর্বসাধারণের কাছে এটি "বিশ্বকাপ" বা "কুপ দ্যু মোঁদ" (Coupe du Monde) নামেই পরিচিত ছিল। পরে ১৯৪৬ সালে ফিফার সাবেক সভাপতি জুল রিমে-র স্মরণে এটিকে "জুল রিমে শিরোপা" নামে নামকরণ করা হয়। জুল রিমে শিরোপাটি মূলত গ্রিক বিজয়ের দেবী নিকে-র একটি স্বর্ণমূর্তি ছিল, যেটি আবার উপরে একটি অষ্টকোণী পেয়ালা (কাপ) ধরে ছিল।

ফিফা বিশ্বকাপ ট্রফি
২০১৮ সালে ফিফা বিশ্বকাপ ট্রফি
বিবরণফিফা বিশ্বকাপ বিজয়ী
পুরস্কারদাতাফিফা
প্রথম পুরস্কৃত১৯৩০ (জুল রিমে শিরোপা)
১৯৭৪ (বর্তমান)
বর্তমানে আধৃত আর্জেন্টিনা
ওয়েবসাইটফিফা বিশ্বকাপ ট্রফি - FIFA.com
জুল রিমে শিরোপার একটি অবিকল প্রতিমূর্তি, ইংল্যান্ডের জাতীয় ফুটবল জাদুঘরে প্রদর্শিত। মূল শিরোপাটি ১৯৮৩ সালে ব্রাজিল থেকে চুরি হয়ে যায় ও আজ পর্যন্ত নিখোঁজ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শিরোপাটি ছিল ১৯৩৮ সালের বিশ্বকাপজয়ী ইতালি দলের নিকটে। নাৎসিদের হাত থকে শিরোপাটিকে রক্ষা করার জন্য ফিফার সহ-সভাপতি ও এফআইজিসি-এর সভাপতি ইতালির অধিবাসী অত্তোরিনো বারাস্সি খুব সন্তর্পণে এটিকে একটি ব্যাংক থেকে তুলে রোমে নিয়ে যান এবং একটি জুতার বাক্সের ভেতরে ভরে তাঁর নিজের বিছানার নিচে লুকিয়ে রাখেন।[১]

ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৬৬ সালের বিশ্বকাপ ফুটবল শিরোপা প্রতিযোগিতার চার মাস আগে ১৯৬৬ সালের ২০ই মার্চ তারিখ ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে আয়োজিত একটি উম্মুক্ত প্রদর্শনী থেকে শিরোপাটি চুরি হয়ে যায়।[২] মাত্র সাতদিন পর খবরের কাগজে মোড়ানো অবস্থায় এটি পিকেল্স নামক একটি কুকুর দক্ষিণ লন্ডনের আপার নরউড অঞ্চলের শহরতলীর বাগান এলাকা থেকে উদ্ধার করে।[৩]

ব্রাজিল ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করার পর শিরোপাটিকে তাদেরকে স্থায়ীভাবে দিয়ে দেয়া হয়।[৪] এটিকে রিউ দু জানেইরু-তে অবস্থিত ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে একটি তাকে সাজিয়ে রাখা হয়েছিল, যার সম্মুখভাগ ছিল বুলেটরোধক কাচ দ্বারা নির্মিত।

১৯৮৩ সালের ১৯শে ডিসেম্বর কাঠের অংশটি ভেঙে শিরোপাটি পুনরায় চুরি হয়ে যায়,[৫] চার ব্যক্তিকে দায়ী করা হয় এবং জেরা করা হয়[৬] কিন্তু শিরোপাটি আর পাওয়া যায়নি।

কনফেডারেশন তাদের নিজেদের জন্য ইস্টম্যান কোডাক ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে ১.৮৮ কেজি (৩.৯৭ পা.) স্বর্ণ দ্বারা একটি প্রতিমূর্তি (রেপ্লিকা) তৈরি করিয়েছে। ব্রাজিলের রাষ্ট্রপতিকে ১৯৮৪ সালে এই প্রতিমূর্তিটি উপহার দেয়া হয়।[৬]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ