ফুজিকো ফুজিও

ফুজিকো ফুজিও দু'জন জাপানি মাঙ্গা শিল্পীর দ্বারা গঠিত একটি মাঙ্গা রচনা যুগলের একটি ছদ্মনাম. তাদের আসল নাম হিরোশি ফুজিমোতো (藤本 弘, Fujimoto Hiroshi, ১৯৩৩ - ১৯৯৬)[১][২] এবং মোতো আবিকো (安孫子 素雄, Abiko Motoo, জন্ম: ১৯৩৪ -2/২০২২) ছিলেন মাঙ্গার দুই জন লেখক। তারা ১৯৫১ সালে এ বিষয়ে একটি চুক্তি করে। ১৯৫৫ সালে তারা উভয়ে ফুজিকো ফুজিও নাম ব্যবহার করেন। ১৯৮৭ সালে তারা চুক্তি ভঙ্গ করে। তারা নানা রকম গল্পে ও অঙ্কন কাজে একই নাম ব্যবহার করলেও তাদের নামে হালকা পার্থক্য ছিল। আবিকো ব্যবহার করতেন ফুজিকো ফুজিও এ। আর ফুজিমোতো ব্যবহার করতেন ফুজিকো এফ. ফুজিও। তারা তাদের কর্মজীবনে প্রচুর পুরস্কার লাভ করেছে। যেটি ডোরেমনের জন্য। ডোরেমন সবচেয়ে বেশীদিন চলমান সিরিজ। ডোরেমন রচনার জন্য অনেক পুরস্কার লাভ করেছেন। ডোরেমনকে জাপানের সংস্কৃতির প্রতিক বলা হয়। [৩]

ফুজিকো ফুজিও
স্থানীয় নাম
藤子 不二雄
জন্মহিরোশি ফুজিমোতো (藤本 弘)
মোতো আবিকো
(安孫子 素雄)
ফুজিমোতো: (১৯৩৩-১২-০১)১ ডিসেম্বর ১৯৩৩ তাকাওকা, তোয়ামা, জাপান
আবিকো: (১৯৩৪-০৩-১০)১০ মার্চ ১৯৩৪ কাওয়াসাকি, কানাগাওয়া, জাপান
মৃত্যুফুজিমোতো: ২৩ সেপ্টেম্বর ১৯৯৬(1996-09-23) (বয়স ৬২) শিনজুকু, টোকিও, জাপান
অবিকো: ৬ এপ্রিল ২০২২(2022-04-06) (বয়স ৮৮) কাওয়াসাকি, কানাগাওয়া, জাপান
ছদ্মনামফুজিকো ফুজিও (সাধারণ,১৯৫৩–১৯৮৮)
ফুজিকো এফ. ফুজিও (ফুজিমোতো,১৯৮৯–)
ফুজিকো ফুজিও এ (আবিকো,১৯৮৮–)
পেশামাঙ্গা শিল্পী
উল্লেখযোগ্য রচনাবলি
উল্লেখযোগ্য পুরস্কার
  • শোগাকুকান মাঙ্গা পুরস্কার (২টি কাজ ১৯৬৩ সালে, ডোরেমন ১৯৮২ সালে)
  • তেজুকা ওসামু সাংস্কৃতিক পুরস্কার (এফ এর ডোরেমন)
  • তেজুকা ওসামু সাংস্কৃতিক পুরস্কার বিশেষ পুরস্কার (এ এর মাঙ্গা মিচি ইত্যাদি।)
সক্রিয় বছর1951–1987 (act under one name)
–1996 (F,A act in each)
–2022 (Only A)
ফুজিকো ফুজিও

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ