ফুনাফুটি

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র তুভালুর রাজধানী ও অ্যাটল (প্রবাল) দ্বীপ

ফুনাফুটি (ইংরেজি: Funafuti) পশ্চিম-মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র টুভালুকে গঠনকারী নয়টি অ্যাটল বা প্রবালপ্রাচীর দ্বীপের মধ্যে বৃহত্তম দ্বীপ। দ্বীপগুলি অস্ট্রেলিয়া থেকে ৩৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ফুনাফুটি অ্যাটলটি ৩০টি খণ্ডদ্বীপ নিয়ে গঠিত। খণ্ডদ্বীপগুলি ২০ মিটার থেকে ৪০০ মিটার প্রশস্ত হতে পারে এবং এদের সর্বমোট আয়তন মাত্র ২.৪ বর্গকিলোমিটার। ফুনাফুটির খণ্ডদ্বীপগুলি একটি উপহ্রদ বা লেগুনকে ঘিরে রেখেছে; লেগুনটির দৈর্ঘ্য ২১.৬ কিলোমিটার এবং প্রস্থ ১৬ কিলোমিটার। লেগুনে জাহাজের নোঙর ফেলার সুব্যবস্থা আছে। মালবাহী জাহাজগুলির এখানে প্রবেশ করতে পারে এবং ফোঙ্গাফালে খণ্ডদ্বীপে বন্দরের সুব্যবস্থা উপভোগ করে। তুভালুতে কেবল ফুনাফুটি দ্বীপেই স্থায়ী জনবসতি রয়েছে। ফুনাফুটি তুভালুর রাজধানী।[১] আরও সঠিক করে বলতে গেলে ফোঙ্গাফালে খণ্ডদ্বীপটি দেশের রাজধানী। ফোঙ্গাফালেতে একটি হোটেল, হাসপাতাল ও আন্তর্জাতিক বিমানবন্দর আছে।

ফুনাফুটি
Funafuti
অ্যাটল (প্রবালপ্রাচীর দ্বীপ)
মানেয়াপা এবং বিমানবন্দর, ফুনাফুটি অ্যাটল (প্রবালপ্রাচীর দ্বীপ), তুভালু
মানেয়াপা এবং বিমানবন্দর, ফুনাফুটি অ্যাটল (প্রবালপ্রাচীর দ্বীপ), তুভালু
ফুনাফুটি অ্যাটলের বিমানচিত্র
ফুনাফুটি অ্যাটলের বিমানচিত্র
ফুনাফুটি টুভালু-এ অবস্থিত
ফুনাফুটি
ফুনাফুটি
টুভালুতে ফুনাফুটি অ্যাটলের অবস্থান
স্থানাঙ্ক: ০৮°৩১′ দক্ষিণ ১৭৯°১২′ পূর্ব / ৮.৫১৭° দক্ষিণ ১৭৯.২০০° পূর্ব / -8.517; 179.200
দেশ / রাষ্ট্রটুভালু
আয়তন
 • মোট২.৪ বর্গকিমি (০.৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১২)
 • মোট৬,০২৫
 • জনঘনত্ব২,৫০০/বর্গকিমি (৬,৫০০/বর্গমাইল)
আইএসও ৩১৬৬ কোডTV-FUN

ফুনাফুটির জলবায়ু ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য প্রকৃতির। এখানে প্রতি মাসেই বৃষ্টিপাত হয়। গড় তাপমাত্রা সারা বছর ধরেই ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে।

১৯৪৩ সালে এখানে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়।

ফুনাফুটিতে প্রায় ৬ হাজার লোকের বাস, যা তুভালুর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। স্থানীয় অধিবাসীরা পলিনেশীয় জাতির লোক। তারা সম্ভবত সামোয়া থেকে এসেছিল।[২][৩] ফুনাফুটির লোকেরা মূলত কৃষিজীবী। তারা তারো, কলা ও আখের চাষ করে। এখানকার মাটি বেলে ধরনের ও অনুর্বর। তা সত্ত্বেও এখানে উৎপাদিত কোপরা (শুকানো নারিকেল শাঁস) রপ্তানি করা হয়।

ছবিতে ফুনাফুটি

ফুনাফুটি সৈকত (২০১৩)

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ