ফেরেন্তসভারোসি তোরনা ক্লাব

ফেরেন্তসভারোসি তোরনা ক্লাব (সাধারণত ফেরেন্তসভারোস (হাঙ্গেরীয়: [ˈfɛrɛnt͡svaːroʃ]), ফেরেন্তসভারোসি, ফ্রাদি অথবা এফটিসি নামে পরিচিত) হচ্ছে ফেরেন্তসভারোস ভিত্তিক একটি হাঙ্গেরীয় পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে হাঙ্গেরির শীর্ষ স্তরের ফুটবল লীগ নেমজেতি বয়নকশাগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৮৯৯ সালের ৩রা মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ফেরেন্তসভারোসি তাদের সকল হোম ম্যাচ ফেরেন্তসভারোসের গ্রুপামা এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২২,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সের্হি রেবরভ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন গাবোর কুবাতভ। হাঙ্গেরীয় রক্ষণভাগের খেলোয়াড় গের্গও লভরেনচিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ফেরেন্তসভারোসি
পূর্ণ নামফেরেন্তসভারোসি তোরনা ক্লাব
ডাকনামএফটিসি এবং ফ্রাদি, জোলদ সাসোক (সবুজ ঈগল)
জোলদ-ফেহেরেক (সবুজ এবং সাদা)
সংক্ষিপ্ত নামFTC
প্রতিষ্ঠিত৩ মে ১৮৯৯; ১২৪ বছর আগে (1899-05-03)
মাঠগ্রুপামা এরিনা[১]
ধারণক্ষমতা২২,০০০
সভাপতিহাঙ্গেরি গাবোর কুবাতভ
ম্যানেজারহাঙ্গেরি সের্হি রেবরভ
লিগনেমজেতি বয়নকশাগ ১
২০১৯–২০১ম (চ্যাম্পিয়ন)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ফেরেন্তসভারোসি এপর্যন্ত ৬৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩১টি নেমজেতি বয়নকশাগ ১, ১টি নেমজেতি বয়নকশাগ ২ এবং ২৩টি হাঙ্গেরীয় কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, ফেরেন্তসভারোসির সেরা সাফল্য হচ্ছে ১৯৭৪–৭৫ উয়েফা কাপ উইনার্স কাপের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা সোভিয়েত ক্লাব দিনামো দিয়েভের কাছে ৩–০ গোলে পরাজিত হয়েছে।

অর্জন

ঘরোয়া

  • নেমজেতি বয়নকশাগ ১
    • চ্যাম্পিয়ন (৩১): ১৯০৩, ১৯০৫, ১৯০৬–০৭, ১৯০৮–০৯, ১৯০৯–১০, ১৯১০–১১, ১৯১১–১২, ১৯১২–১৩, ১৯২৫–২৬, ১৯২৬–২৭, ১৯২৭–২৮, ১৯৩১–৩২, ১৯৩৩–৩৪, ১৯৩৭–৩৮, ১৯৩৯–৪০, ১৯৪০–৪১, ১৯৪৮–৪৯, ১৯৬২–৬৩, ১৯৬৪, ১৯৬৭, ১৯৬৮, ১৯৭৫–৭৬, ১৯৮০–৮১, ১৯৯১–৯২, ১৯৯৪–৯৫, ১৯৯৫–৯৬, ২০০০–০১, ২০০৩–০৪, ২০১৫–১৬, ২০১৮–১৯, ২০১৯–২০
    • রানার-আপ (৩৬): ১৯০২, ১৯০৪, ১৯০৭–০৮, ১৯১৩–১৪, ১৯১৭–১৮, ১৯১৮–১৯, ১৯২১–২২, ১৯২৩–২৪, ১৯২৪–২৫, ১৯২৮–২৯, ১৯২৯–৩০, ১৯৩৪–৩৫, ১৯৩৬–৩৭, ১৯৩৮–৩৯, ১৯৪৩–৪৪, ১৯৪৫, ১৯৪৯-৫০, ১৯৫৯–৬০, ১৯৬৫, ১৯৬৬, ১৯৭০, ১৯৭০–৭১, ১৯৭২–৭৩, ১৯৭৩–৭৪, ১৯৭৮–৭৯, ১৯৮১–৮২, ১৯৮২–৮৩, ১৯৮৮–৮৯, ১৯৯০–৯১, ১৯৯৭–৯৮, ১৯৯৮–৯৯, ২০০১–০২, ২০০২–০৩, ২০০৪–০৫, ২০১৪–১৫, ২০১৭–১৮
  • নেমজেতি বয়নকশাগ ২
    • চ্যাম্পিয়ন (১): ২০০৮–০৯
    • রানার-আপ (১): ২০০৬–০৭
  • হাঙ্গেরীয় কাপ
    • চ্যাম্পিয়ন (২৩): ১৯১২–১৩, ১৯২১–২২, ১৯২৬–২৭, ১৯২৭–২৮, ১৯৩২–৩৩, ১৯৩৪–৩৫, ১৯৪১–৪২, ১৯৪২–৪৩, ১৯৪৩–৪৪, ১৯৫৫–৫৮, ১৯৭১–৭২, ১৯৭৩–৭৪, ১৯৭৫–৭৬, ১৯৭৭–৭৮, ১৯৯০–৯১, ১৯৯২–৯৩, ১৯৯৩–৯৪, ১৯৯৪–৯৫, ২০০২–০৩, ২০০৩–০৪, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৬–১৭
  • হাঙ্গেরীয় সুপার কাপ
    • চ্যাম্পিয়ন (৬): ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫, ২০০৪, ২০১৫, ২০১৬
  • হাঙ্গেরীয় লীগ কাপ
    • চ্যাম্পিয়ন (২): ২০১২–১৩, ২০১৪–১৫

ইউরোপীয়

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:ফেরেন্তসভারোসি তোরনা ক্লাবটেমপ্লেট:নেমজেতি বয়নকশাগ ১

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ