বার্মিংহ্যাম সিটি ফুটবল ক্লাব

বার্মিংহ্যাম সিটি ফুটবল ক্লাব (ইংরেজি: Birmingham City Football Club; এছাড়াও বার্মিংহ্যাম সিটি এফসি, অথবা শুধুমাত্র বার্মিংহ্যাম সিটি নামে পরিচিত) হচ্ছে বার্মিংহ্যাম ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৭৫ সালে স্মল হিথ অ্যালায়েন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, অতঃপর ১৯৮৮ সালে ক্লাবের নাম পরিবর্তন করে স্মল হিথ রাখা হয়। ১৯০৫ সালে পুনরায় নাম পরিবর্তন করে বার্মিংহ্যাম ফুটবল ক্লাব এবং সর্বশেষ ১৯৪৩ সালে বর্তমান নামে নামকরণ করা হয়।[৬] বার্মিংহ্যাম সিটি তাদের সকল হোম ম্যাচ বার্মিংহ্যামের সেন্ট অ্যান্ড্রু'সে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৯,৪০৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আইতোর কারাঙ্কা। ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড় হার্লি ডিন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

বার্মিংহ্যাম সিটি
পূর্ণ নামবার্মিংহ্যাম সিটি ফুটবল ক্লাব
ডাকনামব্লুজ[১][২]
প্রতিষ্ঠিত
  • ১৮৭৫; ১৪৯ বছর আগে (1875)
  • স্মল হেলথ এলায়েন্স হিসেবে
মাঠসেন্ট অ্যান্ড্রু'স
ধারণক্ষমতা২৯,৪০৯[৩]
স্থানাঙ্ক৫২°২৮′৩২″ উত্তর ১°৫২′০৪″ পশ্চিম / ৫২.৪৭৫৫৬° উত্তর ১.৮৬৭৭৮° পশ্চিম / 52.47556; -1.86778
মালিকট্রিলিয়ন ট্রফি এশিয়া[৪]
ম্যানেজারইংল্যান্ড জন ইউস্টেস[৫]
লিগইএফএল চ্যাম্পিয়নশিপ
২০২২–২৩১৭তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

স্মল হিথ ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবলের প্রতিষ্ঠাতা সদস্য এবং উক্ত বিভাগের প্রথম চ্যাম্পিয়ন ছিল। তাদের ১৯৫০-এর দশক ও ১৯৬০-এর দশকের প্রথম দিকে এই ক্লাবের সবচেয়ে সেরা সময় অতিবাহিত হয়েছে। উক্ত সময়ে প্রথম স্তরের ফুটবল লিগে তারা সর্বোচ্চ ৬ষ্ঠ স্থান দখল করেছিল এবং ১৯৫৬ সালে এফএ কাপের ফাইনালে উঠতে সমর্থ হয়েছিল। এছাড়াও ১৯৬০ ও ১৯৬১ সালে আন্তঃ-শহর ফেয়ার কাপের ফাইনালে পৌঁছেছিল। তারা ১৯৬৩ সালে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে লিগ কাপ শিরোপা জয়লাভ করার মাধ্যমে তাদের একমাত্র বড় শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল। এই ক্লাবের সবচেয়ে বাজে সময় কাটে ১৯৮৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত; এসময় তারা শীর্ষ স্তরে খেলার যোগ্যতা অর্জনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। তারা ফুটবল লিগের তৃতীয় স্তরে দুই বার অবনমিত হয় এবং লেল্যান্ড ডিএএফ কাপ এবং অটো উইন্ডস্ক্রিন শিল্ড জয়লাভ করে।

অর্জন

উৎস: [৭]

দ্বিতীয় বিভাগ / প্রথম বিভাগ / দ্য চ্যাম্পিয়নশিপ (২য় স্তর):

  • চ্যাম্পিয়ন (৪): ১৮৯২–৯৩, ১৯২০–২১, ১৯৪৭–৪৮, ১৯৫৪–৫৫
  • রানার-আপ (৭): ১৮৯৩–৯৪, ১৯০০–০১, ১৯০২–০৩, ১৯৭১–৭২, ১৯৮৪–৮৫, ২০০৬–০৭, ২০০৮–০৯
  • প্লে-অফ চ্যাম্পিয়ন (১): ২০০১–০২

তৃতীয় বিভাগ / দ্বিতীয় বিভাগ (৩য় স্তর):

  • চ্যাম্পিয়ন (১): ১৯৯৪–৯৫
  • রানার-আপ (১): ১৯৯১–৯২

এফএ কাপ:

  • রানার-আপ (২): ১৯৩০–৩১, ১৯৫৫–৫৬

ফুটবল লিগ কাপ:

  • চ্যাম্পিয়ন (২): ১৯৬২–৬৩, ২০১০–১১
  • রানার-আপ (১): ২০০০–০১

আন্তঃ-শহর ফেয়ার্স কাপ:

  • রানার-আপ (২): ১৯৫৮–৬০, ১৯৬০–৬১

সহযোগী সদস্য কাপ / ফুটবল লিগ ট্রফি:

  • চ্যাম্পিয়ন (২): ১৯৯০–৯১, ১৯৯৪–৯৫

বার্মিংহ্যাম সিনিয়র কাপ:

  • চ্যাম্পিয়ন (১): ১৯০৫

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ