বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষা

কোনও প্রস্তাবিত প্রকল্প বা ব্যবস্থার ব্যবহারিক উপযোগিতার বস্তুনিষ্ঠ ও যৌক্তিক মূল্যায়ন

বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষা বা বাস্তবায়নযোগ্যতা যাচাই (ইংরেজি: feasibility study) বলতে কোনও প্রস্তাবিত প্রকল্প বা ব্যবস্থার ব্যবহারোপযোগিতার মূল্যায়নকে বোঝায়। একটি বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষার লক্ষ্য নৈর্ব্যক্তিকভাবে ও যুক্তিসঙ্গতভাবে কোনও বিদ্যমান কারবার কিংবা প্রস্তাবিত ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক উদ্যোগের ভালো ও মন্দ দিক, প্রাকৃতিক পরিবেশে উপস্থিত সুযোগ ও হুমকি, বাস্তবায়নের জন্য আবশ্যকীয় সম্পদ এবং শেষ পর্যন্ত সাফল্য লাভের সম্ভাবনা উদ্ঘাটন করা।[১][২] অতি সরলভাবে বলতে গেলে বাস্তবায়নযোগ্যতা বিচার করার দুইটি মানদণ্ড হল আবশ্যকীয় খরচ এবং অর্জনীয় মূল্য।[৩]

একটি সুপরিকল্পিত বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষাতে আলোচ্য কারবার বা প্রকল্পের ঐতিহাসিক পটভূমি, পণ্য বা সেবা, হিসাবরক্ষণ বিবৃতিসমূহ, কর্মকাণ্ড ও ব্যবস্থাপনার বিস্তারিত খুঁটিনাটি, বিপণন গবেষণা ও নীতিসমূহ, আর্থিক উপাত্ত, আইনি ও কর-সংক্রান্ত বাধ্যবাধকতা, ইত্যাদির বর্ণনা থাকতে হয়।[১] সাধারণত কারিগরি উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের আগে বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষা সম্পাদন করা হয়ে থাকে। একটি বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষা কোনও প্রকল্পের সাফল্যের সম্ভাবনা মূল্যায়ন করে, তাই সম্ভাব্য বিনিয়োগকারী ও ঋণ প্রদানকারী সংস্থাসমূহের কাছে এই নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা সৃষ্টিতে আপাতদৃষ্ট নৈর্ব্যক্তিকতা বা বস্তুনিষ্ঠতা গুরুত্বপূর্ণ একটি নিয়ামক হিসেবে কাজ করে।[৪] এ কারণে বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষাকে বস্তুনিষ্ঠভাবে ও পক্ষপাতদুষ্টতা এড়িয়ে পরিচালনা করতে হয়, যাতে সরবরাহকৃত তথ্যের উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়।

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ