ব্যাশ (ইউনিক্স শেল)

ব্যাশ (ইংরেজি: Bash) ব্রায়ান ফক্স কর্তৃক গ্নু প্রকল্পের জন্যে বৌর্ন শেলের ফ্রি সফটওয়্যার বিকল্প হিসাবে লিখিত একটি ইউনিক্স শেল ও কমান্ড ল্যাঙ্গুয়েজ।[৪][৫] ১৯৮৯ সালে মুক্তি পাওয়ার পর থেকে,[৬] অধিকাংশ গ্নু/লিনাক্স ডিস্ট্রিবিউশনম্যাকওএসের ডিফল্ট লগইন শেল হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে। মাইক্রোসফট উইন্ডোজ ১০-এর জন্যেও একটি সংস্করণ রয়েছে।[৭] সোলারিস ১১-এর ডিফল্ট ইউজার শেলও ব্যাশ। [৮]

ব্যাশ
ব্যাশ সেশনের স্ক্রিনশট
ব্যাশ সেশনের স্ক্রিনশট
মূল উদ্ভাবকব্রায়ান ফক্স
প্রাথমিক সংস্করণ৮ জুন ১৯৮৯; ৩৪ বছর আগে (1989-06-08)
স্থিতিশীল সংস্করণ
৪.৪.২৩ / ১ জুন ২০১৮; ৫ বছর আগে (2018-06-01)[১]
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতসি
অপারেটিং সিস্টেম
প্ল্যাটফর্মগ্নু
উপলব্ধবহুভাষিক (গেটটেক্সট)
ধরনইউনিক্স শেল, কমান্ড ল্যাঙ্গুয়েজ
লাইসেন্সগ্নু জেনারেল পাবলিক লাইসেন্স+[৩]
ওয়েবসাইটwww.gnu.org/software/bash/

ব্যাশ একটি কমান্ড প্রসেসর যেটি একটি টেক্সট উইন্ডোতে রান হয়, যেখানে ব্যবহারকারী কার্য নির্বাহের জন্যে কমান্ড টাইপ করে থাকে। ব্যাশ শেল স্ক্রিপ্ট নামের একটি ফাইল থেকে কমান্ড রিড ও এক্সিকিউট করতে পারর। অন্যসব ইউনিক্স শেলের মত, এটি কন্ডিশন-টেস্টিং ও ইটিরেশনের জন্যে ফাইলনেম গ্লোবিং (ওয়াইল্ড কার্ড ম্যাচিং), পাইপিং, হেয়ার ডকুমেন্ট, কমান্ড সাবস্টিটিউশন, চলক ও কন্ট্রোল ফ্লো স্ট্রাকচার সমর্থন করে।

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ