মাসায়োশি সোন

মাসায়োশি সোন জাপানি: 孫 正義 জন্ম ১১ই আগস্ট ১৯৫৭) একজন জাপানি শতকোটিপতি ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পরহিতবাদী। তিনি একজন তৃতীয় প্রজন্মের কোরীয় বংশোদ্ভূত জাপানি নাগরিক।[২] তিনি জাপানি হোল্ডিং কোম্পানি সফটব্যাংক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি যুক্তরাজ্য ভিত্তিক আর্ম হোল্ডিং লিমিটেড কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা।[৩]

মাসায়োশি সোন
২০০৮ সালে মাসায়োশি সোন
জন্ম (1957-08-11) ১১ আগস্ট ১৯৫৭ (বয়স ৬৬)
তোসু, সাগা, জাপান
শিক্ষাUniversity of California, Berkeley
পেশাউদ্যোক্তা, বিনিয়োগকারী, পরহিতকারী
পরিচিতির কারণসফটব্যাংকের প্রধান প্রতিষ্ঠাতা
উপাধিসফটব্যাংকের প্রতিষ্ঠান-প্রধান, সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা
দাম্পত্য সঙ্গীমাসামি ওহনো
সন্তান

মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ প্রকাশিত ব্লুমবার্গ শতকোটিপতি সূচকে সোনের প্রাক্কলিত নীট সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার ৫ শত ৮০ কোটি মার্কিন ডলার। ফলে তিনি জাপানের দ্বিতীয় সর্বোচ্চ বিত্তবান ব্যক্তি।[১] তবে তিনি এর চেয়েও অনেক বেশি পরিমাণে সম্পদ হারিয়েছেন; ২০০০ সালের ডট কম ধ্বসে তিনি প্রায় ৭ হাজার কোটি মার্কিন ডলার হারান, যা ইতিহাসের সর্বোচ্চ লোকসানের ঘটনা।[৪]

মার্কিন ফোর্বস সাময়িকী ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের যে তালিকাটি প্রকাশ করে, তাতে মাসায়োশি সোন ৪৫তম স্থান অধিকার করেন।[৫] ২০২০ সালের হিসাব অনুযায়ী তিনি বিশ্বের ৩২তম সবচেয়ে বিত্তবান ব্যক্তি।[৬]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ