মুলাঁ রুজ!

মুলাঁ রুজ! (বাংলা: লাল মিল) ব্যাজ লুরমান পরিচালিত ও প্রযোজিত ২০০১ সালের মার্কিন সঙ্গীতধর্মী চলচ্চিত্র। ব্যাজ লুরমান ও ক্রেইগ পিয়ার্স যৌথভাবে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন। এতে অভিনয় করেছেন নিকোল কিডম্যান, ইউয়ান মাকগ্রেগার, জন লেগুইজামু, জিম ব্রডবেন্ট প্রমুখ।

মুলাঁ রুজ!
Moulin Rouge!
পরিচালকব্যাজ লুরমান
প্রযোজকব্যাজ লুরমান
চিত্রনাট্যকারব্যাজ লুরমান
ক্রেইগ পিয়ার্স
শ্রেষ্ঠাংশে
সুরকারক্রেইগ আর্মস্ট্রং
চিত্রগ্রাহকডোনাল্ড এম. ম্যাক্‌আলপিন
সম্পাদকজিল বিলকক
প্রযোজনা
কোম্পানি
বাজমার্ক প্রডাকশন্স
অ্যাঞ্জেল স্টুডিওজ
পরিবেশকটুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স
মুক্তি
  • ১১ মে ২০০১ (2001-05-11) (কান চলচ্চিত্র উৎসব)
  • ২৪ মে ২০০১ (2001-05-24) (অস্ট্রেলিয়া)
  • ১ জুন ২০০১ (2001-06-01) (যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১২৮ মিনিট[১]
দেশঅস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৫২ মিলিয়ন
আয়$১৭৯.২ মিলিয়ন[২]

২০০১ সালের ১১ মে কান চলচ্চিত্র উৎসব-এ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় এবং পরে ২৪ মে অস্ট্রেলিয়া ও ১ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ৭৪তম একাডেমি পুরস্কার আয়োজনে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা ও শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা বিভাগে পুরস্কার লাভ করে।[৩] ডিজনির বিউটি অ্যান্ড দ্য বিস্ট (১৯৯১) চলচ্চিত্রের দশ বছর পর এটি প্রথম সঙ্গীতধর্মী চলচ্চিত্র, যা একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন লাভ করে। এছাড়া চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোব পুরস্কারে ছয়টি বিভাগে মনোনয়ন লাভ করে এবং সেরা সঙ্গীতধর্মী বা কমেডি চলচ্চিত্র, সেরা সঙ্গীতধর্মী বা কমেডি চলচ্চিত্রের অভিনেত্রীসেরা মৌলিক সুর বিভাগে পুরস্কার লাভ করে এবং বাফটা পুরস্কার-এ ১২টি বিভাগে মনোনয়ন লাভ করে ও ৩টি বিভাগে পুরস্কার লাভ করে।

কুশীলব

  • নিকোল কিডম্যান - সেটিন
  • ইউয়ান মাকগ্রেগার - ক্রিস্টিন
  • জিম ব্রডবেন্ট - হ্যারল্ড জিল্ডার
  • রিচার্ড রক্সব্রা - মনরথের ডিউক
  • জন লেগুইজামু - হেনরি দে তলুস
  • ডেভিড ওয়েনহাম - অড্রি
  • ক্যারোলিন ও'কনর - নিনি
  • গ্যারি ম্যাকডোনাল্ড - ডাক্তার
  • লারা মুলচাহি - মমি ফ্রোমে
  • ম্যাথু হুইটেট - স্যাটি
  • কেইথ রবিনসন - লা পেতোমেন
  • নাটালি মেন্ডজা - চীনা ডল
  • দেওবিয়া ওপারিয়া - লা চকলেট

নির্মাণ

অভিনয়শিল্পী নির্বাচন

লিওনার্দো ডিক্যাপ্রিও ক্রিস্টিন চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। তিনি ইতিপূর্বে ব্যাজ লুরমান পরিচালিত রোমিও + জুলিয়েট চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[৪] কিন্তু ল্যুরমন এই চরিত্রের জন্য আরও অল্পবয়সী অভিনেতা চান এবং ইউয়ান মাকগ্রেগরকে নির্বাচন করার পূর্বে হিথ লেজারজেক ইলেনহলদের এই চরিত্রে নেওয়ার ব্যাপারে চিন্তা করেন।[৫]

সঙ্গীত

মূল্যায়ন

বক্স অফিস

চলচ্চিত্রটি সীমিত মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহে $১৬৭,৫৪০ আয় করে এবং সারাদেশে মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহে $১৩,৭১৮,৩০৬ আয় করে। যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ছবিটি $৫৭,৩৮৬,৬০৭ ও এর বাইরে $১২১,৮২৬,৮২৭ আয় করে এবং বিশ্বব্যাপী $১৭৯.২ মিলিয়ন আয় করে।[২]

সমালোচকদের প্রতিক্রিয়া

মুলাঁ রুজ! চলচ্চিত্রটি ইতিবাচক সমালোচনা লাভ করে। পর্যালোচনাভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিক-এ ৩৫টি পর্যালচনার ভিত্তিতে ছবিটির রেটিং স্কোর ৬৬%, যা মূলত ছবিটির অনুকূল পর্যালোচনা নির্দেশ করে।[৬] রটেন টম্যাটোস-এ ১৯৩টি পর্যালোচনার ভিত্তিতে ৭.১/১০ গড়ে ছবিটির রেটিং ৭৬% এবং এতে বলা হয়েছে পছন্দ হোক বা অপছন্দ, মুলাঁ রুজ! ছবিটিতে স্টাইল রয়েছে।[৭] ২০০১ সালে দর্শক জরিপে সেরা চলচ্চিত্রের তালিকায় ছবিটি প্রথম স্থান অধিকার করে।[৮]

পুরস্কার

পুরস্কারবিভাগমনোনীতফলাফল
একাডেমি পুরস্কারশ্রেষ্ঠ চলচ্চিত্রফ্রেড ব্যারন, মার্টিন ব্রাউন, ব্যাজ লুরমানমনোনীত
শ্রেষ্ঠ অভিনেত্রীনিকোল কিডম্যানমনোনীত
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনাজিল বিলককমনোনীত
শ্রেষ্ঠ চিত্রগ্রহণডোনাল্ড এম. ম্যাকআলপিনমনোনীত
শ্রেষ্ঠ শব্দগ্রহণঅ্যান্ডি নেলসন, আনা বেলমার, রজার স্যাভেজমনোনীত
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনাক্যাথরিন মার্টিন, ব্রিজিট ব্রচবিজয়ী
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনাক্যাথরিন মার্টিন, আঙ্গাস স্ট্রেথিবিজয়ী
শ্রেষ্ঠ রূপসজ্জা ও চুলবিন্যাসমরিজিও সিলভি, আলদো সিনোরেত্তিমনোনীত
গোল্ডেন গ্লোব পুরস্কারসেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রফ্রেড ব্যারন, মার্টিন ব্রাউন, ব্যাজ লুরমানবিজয়ী
সেরা পরিচালকব্যাজ লুরমানমনোনীত
সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রের অভিনেতাইউয়ান মাকগ্রেগারমনোনীত
সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রের অভিনেত্রীনিকোল কিডম্যানবিজয়ী
সেরা মৌলিক গানডেভিড বেয়ারওয়াল্ড, কেভিন গিলবার্টমনোনীত
সেরা মৌলিক সুরক্রেইগ আর্মস্ট্রংবিজয়ী

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:ব্যাজ লুরমান

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ