রংপুরী ভাষা

প্রাচীন কামতাপুর অঞ্চলের কোচ-রাজবংশী জনগোষ্ঠীর ভাষা
(রাজবংশী ভাষা থেকে পুনর্নির্দেশিত)

রংপুরী (ভারতনেপালে কামতাপুরী বা রাজবংশী ) একটি ইন্দো-আর্য পরিবারভুক্ত বাংলার ভাষা। এ ভাষায় বাংলাদেশের রাজবংশী সম্প্রদায়, রংপুর বিভাগ, ভারত এবং নেপাল এর রাজবংশী, তাজপুরিয়া, নস্যশেখ, নাথ-যোগী, খেন সম্প্রদায়ের লোকেরা কথা বলে। বাংলা ভাষার প্রমিত রীতির ভিত্তি নদীয়া তথা পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক বাংলা হওয়ায়, বাংলা ভাষার প্রমিত রীতির সাথে এর কিছু পার্থক্য দেখা যায়। তবে এই ভাষাভাষী জনগণ কার্যত দ্বিভাষী। ভারত এবং বাংলাদেশে তারা রাজবংশীর পাশাপাশি প্রমিত বাংলা অথবা অসমীয়া ভাষায় কথা বলে।

কামতাপুরী/রাজবংশী
কামতাপুরী/রাজবংশী /গোয়ালপাড়ীয়া (ভারত)
রংপুরী (বাংলাদেশ)
রাজবংশী (নেপাল)
দেশোদ্ভববাংলাদেশ
ভারত
নেপাল
মাতৃভাষী
১৫ মিলিয়ন (২০১৫)[২]
ইন্দো-ইউরোপীয়
পূর্ব নাগরী লিপি (বাংলাদেশ, অসম এবং পশ্চিমবঙ্গ-এ অফিসিয়াল) দেবনাগরী (ব্যবহার বিরল)
সরকারি অবস্থা
সরকারি ভাষা
 ভারত (পশ্চিমবঙ্গ)[৪]
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
rkt – কামতা/রংপুরী
rjs – রাজবংশী
kyv – Kayort[১]
গ্লোটোলগrang1265  (রংপুরী)[৫]
rajb1243  (রাজবংশী)[৬]

নাম

কামতাপুরী/রংপুরী/রাজবংশী ভাষা বিভিন্ন নামে পরিচিত। ঐতিহাসিকভাবে সারাবিশ্বে ভাষাটি রংপুরী (অম্পুরীয়া), কামতাপুরী, রাজবংশী নামে পরিচিত। ভারতে কামতাপুরী, রাজবংশী, গোয়ালপারীয়া বা কোচ-রাজবংশী, নেপালে তাজপুরি নামে পরিচিত।

উপভাষা

রংপুরি ভাষার একাধিক কথ্য রূপ প্রচলিত। একে পূর্ব, মধ্য, পশ্চিম এবং পাহাড়ী (কোচ) এই চার ভাগে ভাগ করা যায়। এই ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্য রাজবংশী ভাষায় অধিকাংশ লোকে কথা বলে। ভাষা মোটামুটি একই রকম এবং এই ভাষায় কিছু প্রকাশনা আছে। পশ্চিমা কথ্যরূপে এলাকাভেদে পরিবর্তিত হয়। তিন কথ্যরূপের মধ্যে ৭৭-৮৯% মিল পাওয়া যায়। রাজবংশী ভাষা ৪৮-৫৫ ভাগ প্রমিত বাংলা, ৪৩-৪৯ ভাগ মৈথিলি এবং নেপালি শব্দ দ্বারা গঠিত।

অসমীয়া, চাটগাঁইয়া, সিলেটি এবং বাংলার সাথে তুলনা

রাজবংশী অসমীয়াপ্রমিত বাংলাসিলেটিচাটগাঁইয়া
Muĩ kôrûMôi kôrûAmi kôriAmi/Mui xôriãi gôri
Muĩ kôrûsûMôi kôri asûAmi kôrchiAmi/Mui xôriar/xôrramãi gôrir
Muĩ kôrsinûMôi kôrisilûAmi kôrêchiAmi/Mui xôrsilamãi gôrgi
Muĩ kôrûsinûMôi kôri asilûAmi kôrchilamAmi/Mui xôrat aslamãi gôrgilam
Muĩ kôrimMôi kôrimAmi kôrboAmi/Mui xôrmuãi gôirgôm
Muĩ kôrtê thakimMôi kôri/kôrat thakimAmi kôrtê thakboAmi/Mui xôrat tha'xmuãi gorat tàikkôm

পরিসীমা

আসামের ধুবড়ী, কোকরাঝার, চিরাং, বঙাইগাঁও এবং গোয়ালপাড়া জেলায় এই ভাষাভাষী মানুষের সংখ্যা সৰ্বাধিক; দরং জেলাতে এই ভাষাভাষী কিছু সংখ্যক লোক আছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের তরাই অঞ্চল, বিহারের কাটিহার, পূৰ্ণিয়া জেলার কিছু অঞ্চল, নেপালের মোরং ও ঝাপা জেলা এবং বাংলাদেশের রংপুর বিভাগের কিছু অঞ্চলে এই ভাষার মানুষ আছে। মেঘালয় এবং ত্ৰিপুরায় এই ভাষার কিছু লোক আছে। অঞ্চলভেদে রাজবংশী, গোয়ালপারীয়া, দেশি ভাষা, রংপুরী ভাষা ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ