সিনামন (ডেস্কটপ পরিবেশ)

সিনামন এক্স উইন্ডোস সিস্টেমের জন্য একটি ফ্রিওপেন সোর্স ডেস্কটপ পরিবেশ, যার উৎপত্তিস্থল হলো গ্নোম ৩ কিন্তু পুরোনো ডেস্কটপ ব্যবস্থা অনুসরণ করে। সিনামন লিনাক্স মিন্ট ডিস্ট্রোর প্রধান ডেস্কটপ পরিবেশ। তবে অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশন ও ইউনিক্স-সদৃশ অপারেটিং সিস্টেমের জন্যেও উপযোগী।

সিনামন
লিনাক্স মিন্ট ১৮তে সিনামন
লিনাক্স মিন্ট ১৮তে সিনামন
উন্নয়নকারীলিনাক্স মিন্ট টিম
প্রাথমিক সংস্করণ২০১১; ১৩ বছর আগে (2011)
স্থিতিশীল সংস্করণ
৩.৮.১ / ১ মে ২০১৮; ৫ বছর আগে (2018-05-01)[১][২]
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতসি (জিটিকে+), জাভাস্ক্রিপ্ট, এবং পাইথন
অপারেটিং সিস্টেমইউনিক্স-সদৃশ সাথে এক্স উইন্ডো সিস্টেম
ধরনডেস্কটপ পরিবেশ
লাইসেন্সজিপিএল সংস্করণ ২
ওয়েবসাইটcinnamon-spices.linuxmint.com
github.com/linuxmint/Cinnamon

গ্নোম ৩-এ গ্নোম শেলের সাথে সামঞ্জস্যতার জন্যে গ্নোম ২-এর প্রচলিত ডেস্কটপ মেটাপর ত্যাগ করা হয়েছিলো। এরই প্রতিক্রিয়ায় গ্নোম ৩ মুক্তির পর অর্থাৎ ২০১১ সালের এপ্রিল মাসে সিনামন ডেস্কটপ পরিবেশের উন্নয়ন কাজ শুরু হয়। একটি স্বাধীন ডেস্কটপ পরিবেশ বানানোর উদ্দেশ্যে, লিনাক্স মিন্ট টিম গ্নোম ৩-এর অনেকগুলো ফোর্ক সংস্করণ বের করেছে। পরিশেষে, অক্টোবর ২০১৩ সালে, সিবামন সংস্করণ ২.০ থেকে, সিনামন গ্নোম থেকে সরে আসে। সিনামনের এপলেটস আর ডেস্কলেটস এরপর থেকে গ্নোমের সাথে উপযোগীতা হারায়।

লিনাক্স মিন্টের স্বকীয়তা হিসাবে সিনামন সংবাদমাধ্যমের উল্লেখযোগ্য কভারেজ পায়, বিশেষত এটার সহজে-ব্যবহারযোগ্যতার জন্যে। রক্ষণশীল ডিজাইন মডেলের প্রতি সম্মান রেখে বলা যায়, সিনামনের এক্সএফসিই এবং গ্নোম ২-এর(মেট ও গ্নোম ক্লাসিক) সাথে সাদৃশ্য রয়েছে।

বৈশিষ্ট্য

সিনামনের উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো:

  • ডেস্কটপ এফেক্ট—এনিমেশন, পরিবর্তনের এফেক্ট ও কম্পোজিশন ব্যবহার করে ট্রান্সপারেন্সি;
  • একটি মেইন মেনু, লঞ্চার, উইন্ডো লিস্ট সিস্টেম ট্রেসহ প্যানেল;
  • বিভিন্ন এক্সটেনশন;
  • প্যানেলে থাকা এপলেট;
  • ফাংশন ও সার্বিক অবস্থা গ্নোম শেলের মত; এবং
  • সহজ কাস্টমাইজেশনের জন্যে সেটিং এডিটর। এটি নির্ধারণ করতে পারে:
    • প্যানেল
    • ক্যালেন্ডার
    • থিম
    • ডেস্কটপ এফেক্ট
    • এপলেট
    • এক্সটেনশন

২৪ জানুয়ারি ২০১২ (2012-01-24)-এর হিসাব অনুযায়ী সিনামনের নিজস্ব কোন দাপ্তরিক ডকুমেন্টেশন ছিলো না,[৩] যদিও গ্নোম শেলের অধিকাংশ ডকুমেন্টেশন সিনামনের সাথে যায়। লিনাক্স মিন্টের সিনামন সংস্করনের জন্যে অবশ্য একটি ডকুমেন্টেশন রয়েছে, যেটি সিনামন ডেস্কটপ অধ্যায়ে পাওয়া যায়। [৪]

ছবি

ওভারভিউ মুড

সিনামন ১.৪ এ নতুন ওভার ভিউ মুড যোগ করা হয়েছে। এই দুটো মুড হলো "এক্সপো" ও "স্কেল", যেগুলো সিনামন সেটিংস থেকে কনফিগার করা যায়।

গ্রহণযোগ্যতা

লিনাক্স ১২ রিপোজিটরিতে সিনামন পাওয়া যায়,[৫] এবং লিনাক্স মিন্ট সংস্করণ ১৩ ও উপরেরগুলোতে অন্তর্ভুক্ত থাকে।[৬] লিনাক্স মিন্ট ডেবিয়ান হালনাগাদ প্যাক ৪ রেসপিন সংস্করণেও ঐচ্ছিক ব্যবহারকারী ইন্টারফেস হিসাবে সিনামন রয়েছে। [৭]

লিনাক্স মিন্টের বাইরেও, পিপিএ (পার্সোনাল প্যাকেজ আর্কাইভ) ব্যবহার সিনামন উবুন্টু,[৮][৯] ফেডোরা (স্পিন হিসাবে),[১০] ওপেনসুয্যে,[১১] আর্চ লিনাক্স,[১২] জেন্টু লিনাক্স, মাজিয়া,[১৩] ডেবিয়ান, পারডুস, মানজারো লিনাক্স, এন্টারগোস, সাবায়োন ৮[১৪] এবং ফ্রিবিসএসডিতে ইন্সটল করা যায়।[১৫] সিনামন সুবুন্টু ও সিআর ওএস লিনাক্সের ডিফল্ট ডেস্কটপ পরিবেশ। [১৬]

বহিঃসূত্র

আরও দেখুন

  • এলএক্সডিই, হালকা ও সহজে ব্যবহারযোগ্য ডেস্কটপ পরিবেশ
  • গ্নোম, জনপ্রিয় একটি ডেস্কটপ পরিবেশ
  • লিনাক্স মিন্ট, সিনামনকে প্রধান ডেস্কটপ পরিবেশ হিসাবে ব্যবহার করা একটি অপারেটিং সিস্টেম
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ