হার্মিটেজ জাদুঘর

রাষ্ট্রীয় হার্মিটেজ জাদুঘর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের শিল্প ও সংস্কৃতি জাদুঘর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর্ট জাদুঘরটি[৪][৫] ১৭৬৪ সালে প্রতিষ্ঠিত হয়, যখন মহান সম্রাজ্ঞী ক্যাথেরিন বার্লিন বণিক জোহান আর্নস্ট গটজকভস্কির কাছ থেকে চিত্রের একটি চিত্তাকর্ষক সংগ্রহ অর্জন করেন। জাদুঘরটি প্রতি বছর ডিসেম্বর মাসে সেন্ট ক্যাথেরিন দিবসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।[৬] এটি ১৮৫২ সাল থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এটি কোভিড-১৯ মহামারীজনিত কারণে ২০২০ সালে ৯,৬৮,৬০৪ জন দর্শককে আকৃষ্ট করে, যা ২০১৯ সালের থেকে আশি শতাংশ কম। এটি বিশ্বের সর্বাধিক পরিদর্শনীয় শিল্পকর্ম জাদুঘরের ২০২০ সালের তালিকার একাদশতম স্থানে রয়েছে।[৭]

রাষ্ট্রীয় হার্মিটেজ জাদুঘর
উইন্টার প্যালেস ভবন থেকে দৃশ্যমান হার্মিটেজ জাদুঘর
মানচিত্র
স্থাপিত১৭৬৪
অবস্থান৩৪ প্যালেস এম্ব্যাঙ্কমেন্ট, ডিভোর্টসভ্য মিউনিসিপাল ওকলগ, সেন্ট্রাল জেলা, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া[২]
স্থানাঙ্ক৫৯°৫৬′২৮″ উত্তর ৩০°১৮′৪৬″ পূর্ব / ৫৯.৯৪১° উত্তর ৩০.৩১২৯° পূর্ব / 59.941; 30.3129
সংগ্রহের আকার৩ মিলিয়ন [১]
পরিদর্শক৯,৬৮,৬০৪ (২০২০)[৩]
পরিচালকমিখাইল পিয়োত্রভস্কি
নিকটতম গণপরিবহন সুবিধাঅ্যাডমিরালতেসকায়া স্টেশন
ওয়েবসাইটhermitagemuseum.org

জাদুঘরের সংগ্রহে বিশ্বের বৃহত্তম চিত্রকলার সংগ্রহ সহ ত্রিশ মিলিয়নেরও বেশি উপকরণ (এদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশের জন্য সংখ্যাসূচক সংগ্রহ রয়েছে) রয়েছে,[৮] যার মধ্যে কেবলমাত্র একটি সামান্য অংশ স্থায়ী প্রদর্শনের জন্য রয়েছে। সংগ্রহটি রাশিয়ান সম্রাটের পূর্ববর্তী আবাসস্থল উইন্টার প্যালেস সহ প্যালেস এম্ব্যাঙ্কমেন্টের পাশাপাশি ছয়টি ঐতিহাসিক ভবনসমূহের বিশাল কমপ্লেক্স দখল করে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ