২০০৬–০৭ বুন্দেসলিগা

২০০৬–০৭ বুন্দেসলিগা জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৪৪তম মৌসুম ছিল। এই মৌসুমটি ২০০৬ সালের ১১ই আগস্ট তারিখে শুরু হয়ে ২০০৭ সালের ১৯শে মে তারিখে সম্পন্ন হয়েছিল।[১] বায়ার্ন মিউনিখের ওলন্দাজ আক্রমণভাগের খেলোয়াড় রয় মাকায় এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[২]

বুন্দেসলিগা
মৌসুম২০০৬–০৭
তারিখ১১ আগস্ট ২০০৬ – ১৯ মে ২০০৭
চ্যাম্পিয়নস্টুটগার্ট
৩য় বুন্দেসলিগা শিরোপা
৫ম জার্মান শিরোপা
অবনমনমাইনৎস
আলেমানিয়া আখেন
বরুসিয়া মনশেনগ্লাডবাখ
চ্যাম্পিয়নস লীগস্টুটগার্ট
শালকে
ভেয়ার্ডার ব্রেমেন
উয়েফা কাপবায়ার্ন মিউনিখ
বায়ার লেভারকুজেন
নুর্নবার্গ
ইন্টারটোটো কাপহামবুর্গার
মোট খেলা৩০৬
মোট গোলসংখ্যা৮৩৭ (ম্যাচ প্রতি ২.৭৪টি)
শীর্ষ গোলদাতাগ্রিস থেওফানিস গেকাস (২০টি গোল)
সবচেয়ে বড় হোম জয়হানোফার ৫–০ হের্টা
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়বোখুম ০–৬ ভেয়ার্ডার ব্রেমেন
সর্বোচ্চ স্কোরিংফ্রাঙ্কফুর্ট ২–৬ ভেয়ার্ডার ব্রেমেন

বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০০৫–০৬ মৌসুমে ৭৫ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ১৯তম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

এই মৌসুমে ৭০ পয়েন্ট অর্জন করে স্টুটগার্ট ৩য় বারের মতো বুন্দেসলিগা এবং ৫ম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। বোখুমের গ্রিক আক্রমণভাগের খেলোয়াড় থেওফানিস গেকাস ২০ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।

প্রতিযোগিতার ধরন

প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী তিনটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল।

দল

২০০৫–০৬ মৌসুম শেষে কাইজারস্লাউটার্ন, কলন এবং ডুসবুর্গ মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে বোখুম, আলেমানিয়া আখেন এবং এনার্গি কটবুস বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

২০০৬–০৭ বুন্দেসলিগায় অংশগ্রহণকারী ক্লাবের অবস্থান
ক্লাবঅবস্থানমাঠধারণক্ষমতা
আলেমানিয়া আখেনআখেনপুরান টিভোলি২১,৩০০
আরমিনিয়া বিলেফেল্ডবিলেফেল্ডশুকো আরেনা২৮,০০৮
বায়ার লেভারকুজেনলেভারকুজেনবেএরিনা২২,৫০০
বায়ার্ন মিউনিখমিউনিখআলিয়ানৎস আরেনা৬৯,৯০১
বোখুমবোখুমরুর স্টেডিয়াম৩১,৩২৮
বরুসিয়া ডর্টমুন্ডডর্টমুন্ডসিগনাল ইডুনা পার্ক৮০,৭০৮
বরুসিয়া মনশেনগ্লাডবাখমনশেনগ্লাডবাখবরুসিয়া পার্ক৫৪,০৬৭
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টফ্রাঙ্কফুর্টকোমারৎসব্যাংক আরেনা৫২,৩০০
এনার্গি কটবুসকটবুসফ্রয়ন্ডশাফট কটবুস স্টেডিয়াম২২,৪৫০
হামবুর্গারহামবুর্গফক্সপার্কস্টাডিওন৫৭,২৭৪
হানোফারহানোফারএডব্লিউডি আরেনা৪৯,০০০
হের্টাবার্লিনবার্লিন অলিম্পিক স্টেডিয়াম৭৪,২২৮
মাইনৎসমাইনৎসব্রুখভেগ স্টেডিয়াম২০,৩০০
নুর্নবার্গনুরেমবার্গফ্রাঙ্কেন স্টেডিয়াম৪৭,৫৫৯
শালকেগেলজেনকির্খেনআরেনা আউফশালকে৬১,৬৭৩
স্টুটগার্টস্টুটগার্টগটলিয়েব ডাইমলার স্টেডিয়াম৫৮,০০০
ভেয়ার্ডার ব্রেমেনব্রেমেনভেজার স্টেডিয়াম৪২,৩৫৮
ভলফসবুর্গভলফসবুর্গফক্সভাগেন আরেনা৩০,১২২

পয়েন্ট তালিকা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
স্টুটগার্ট (C)৩৪২১৬১৩৭+২৪৭০চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে উত্তীর্ণ
শালকে৩৪২১৫৩৩২+২১৬৮
ভেয়ার্ডার ব্রেমেন৩৪২০৭৬৪০+৩৬৬৬চ্যাম্পিয়নস লীগের তৃতীয় বাছাইপর্বে উত্তীর্ণ
বায়ার্ন মিউনিখ৩৪১৮১০৫৫৪০+১৫৬০উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ[ক]
বায়ার লেভারকুজেন৩৪১৫১৩৫৪৪৯+৫৫১
নুর্নবার্গ৩৪১১১৫৪৩৩২+১১৪৮
হামবুর্গার৩৪১০১৫৪৩৩৭+৬৪৫ইন্টারটোটো কাপের তৃতীয় বাছাইপর্বে উত্তীর্ণ[ক]
বোখুম৩৪১৩১৫৪৯৫০−১৪৫
বরুসিয়া ডর্টমুন্ড৩৪১২১৪৪১৪৩−২৪৪
১০হের্টা৩৪১২১৪৫০৫৫−৫৪৪
১১হানোফার৩৪১২১৪৪১৫০−৯৪৪
১২আরমিনিয়া বিলেফেল্ড৩৪১১১৪৪৭৪৯−২৪২
১৩এনার্গি কটবুস৩৪১১১৫৩৮৪৯−১১৪১
১৪আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৩৪১৩১২৪৬৫৮−১২৪০
১৫ভলফসবুর্গ৩৪১৩১৩৩৭৪৫−৮৩৭
১৬মাইনৎস (R)৩৪১০১৬৩৪৫৭−২৩৩৪২. বুন্দেসলিগায় অবনমিত
১৭আলেমানিয়া আখেন (R)৩৪১৮৪৬৭০−২৪৩৪
১৮বরুসিয়া মনশেনগ্লাডবাখ (R)৩৪২০২৩৪৪−২১২৬

ফলাফল

স্বাগতিক \ সফরকারীAACBSCDSCBOCSVWFCEBVBSGEHSVH96B04M05BMGFCBFCNS04VFBWOB
আলেমানিয়া আখেন০–৪২–০২–১২–২১–২১–৪২–৩৩–৩১–৪২–৩২–১৪–২১–০১–১০–১২–৪২–২
হের্টা২–১১–১৩–৩১–৪০–১০–১১–০২–১৪–০২–৩১–২২–১২–৩২–১২–০২–২২–১
আরমিনিয়া বিলেফেল্ড৫–১২–২১–৩৩–২৩–১১–০২–৪১–১৩–১০–০১–০০–২২–১৩–২০–১২–৩০–০
বোখুম২–২১–৩২–১০–৬০–১২–০৪–৩২–১২–০১–৩০–১২–০১–২০–২২–১২–৩০–১
ভেয়ার্ডার ব্রেমেন৩–১৩–১৩–০৩–০১–১১–৩১–২০–২৩–০২–১২–০৩–০৩–১১–০০–২২–৩২–১
এনার্গি কটবুস০–২২–০২–১০–০০–০২–৩০–১২–২০–১২–১২–০৩–১০–৩১–১২–৪০–০৩–২
বরুসিয়া ডর্টমুন্ড০–০১–২১–১১–১০–২২–৩২–০১–০২–২১–২১–১১–০৩–২০–০২–০০–১১–০
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৪–০১–২০–৩০–৩২–৬১–৩১–১২–২২–০৩–১০–০১–০১–০২–২১–৩০–৪০–০
হামবুর্গার৪–০১–১১–১০–৩১–১১–১৩–০৩–১০–০০–০২–২১–১১–২০–০১–২২–৪১–০
হানোফার০–৩৫–০১–১০–২২–৪২–০৪–২১–১০–০১–১১–০১–০১–২০–৩১–১১–২২–২
বায়ার লেভারকুজেন৩–০২–১১–২১–৪০–২৩–১২–১২–২১–২০–১১–১১–০২–৩২–০৩–১৩–১১–১
মাইনৎস১–৩১–১১–০২–১১–৬৪–১১–০১–১০–০১–২১–৩৩–০০–৪২–১০–৩০–০১–২
বরুসিয়া মনশেনগ্লাডবাখ০–০৩–১১–০০–২২–২২–০১–০১–১০–১০–১০–২১–১১–১০–০০–২০–১৩–১
বায়ার্ন মিউনিখ২–১৪–২১–০০–০১–১২–১২–০২–০১–২০–১২–১৫–২১–১০–০২–০২–১২–১
নুর্নবার্গ১–০২–১১–১১–১১–২১–০১–১২–২০–২৩–১৩–২১–১১–০৩–০০–০৪–১১–১
শালকে২–১২–০২–১২–১২–০২–০৩–১১–১০–২২–১০–১৪–০২–০২–২১–০১–০২–০
স্টুটগার্ট৩–১০–০৩–২১–০৪–১২–১১–৩১–১২–০২–১৩–০২–০১–০২–০০–৩৩–০০–০
ভলফসবুর্গ১–২০–০২–৩৩–১০–২০–০০–২২–২১–০১–২৩–২৩–২১–০১–০১–১২–২১–১

শীর্ষ গোলদাতা

অবস্থানখেলোয়াড়ক্লাবগোল
থেওফানিস গেকাসবোখুম২০
আলেক্সান্ডার ফ্রাইবরুসিয়া ডর্টমুন্ড১৬
রয় মাকায়বায়ার্ন মিউনিখ
কেভিন কুরানিশালকে১৫
মারিও গোমেজস্টুটগার্ট১৪
মার্কো পান্তেলিচহের্টা
সের্গিউ রাদুএনার্গি কটবুস
মুহাম্মদ জিদানমাইনৎস
কাকাউস্টুটগার্ট১৩
১০ দিয়েগোভেয়ার্ডার ব্রেমেন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন