২০১৭ শীতকালীন এশিয়ান গেমস

২০১৭ শীতকালীন এশিয়ান গেমস হল এশিয়া অলিম্পিক কাউন্সিল কর্তৃক আয়োজিত এশিয়ার শীতকালীন বহু-ক্রীড়া প্রতিযোগিতা শীতকালীন এশিয়ান গেমসের ৮ম আসর যা ২০১৭ সালের ১৯ - ২৬ ফেব্রুয়ারি জাপানের সাপ্পোরোতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি মুলত ২০১৫ সালে হওয়ার কথা ছিল কিন্তু ৩ জুলাই ২০০৯ সালে সিঙ্গাপুরে এশিয়া অলিম্পিক কাউন্সিলের সাধারণ সভায় শীতকালীন অলিম্পিকের এক বছর আগে আয়োজনের সিদ্ধান্ত হলে তা পিছিয়ে ২০১৭ সালের জন্য নির্ধারিত হয়। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার শুরু হয় (যদিও কার্লিং ও হকি প্রতিযোগিতা আগের দিন শুরু হয়েছিল) এবং ২৬ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হয়।

৮ম শীতকালীন এশিয়ান গেমস
স্বাগতিক শহরসাপ্পোরো, জাপান
নীতিবাক্যBeyond Your Ambitions (世界につながる、冬にする, Sekai ni tsunagaru, fuyu ni suru)
অংশগ্রহণকারী জাতিসমূহ৩২
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ১,১৪৭
বিষয়সমূহ১১টি ক্রীড়ায় ৬৪টি ইভেন্ট
উদ্বোধনী অনুষ্ঠান১৯ ফেব্রুয়ারি
সমাপ্তি অনুষ্ঠান২৬ ফেব্রুয়ারি
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেনপ্রিন্স নারুহিতো
জাপানের রাজপুত্র
আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেনতিমোথি ফক
Vice President of the Olympic Council of Asia
ক্রীড়াবিদের শপথমেরি মোতহাশি
Go Tanaka
টর্চ লাইটারMasahiko Harada
প্রধান মিলনস্থনSapporo Dome
আস্তানা - আলমাতি ২০১১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

২০১১ সালের ৩১ জানুয়ারি সাপ্পোরো ও ওবিহিরো শহরকে স্বাগতিক ঘোষণা করা হয়। জাপানি অলিম্পিক কমিটির সভাপতি তসুনেকাজু তাকেদা স্বাগতিকের চুক্তিপত্রে সই করেন। এটি সাপ্পোরেতে অনুষ্ঠিত শীতকালীন এশিয়ান গেমসের তৃতীয় আসর এবং জাপানে অনুষ্ঠিত চতুর্থ আসর। সাপ্পোরোতে ১৯৮৬ ও ১৯৯০ সালের শীতকালীন এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। পূর্বে এ শহরে প্রথম শীতকালীন এশিয়ান গেমস ও ১৯৭২ শীতকালীন অলিম্পিক এবং ১৯৯১ শীতকালীন ইউনিভার্সাড আয়োজন করেছিল।

নিলাম

৩১ জানুয়ারি ২০১১ সালে সাপ্পোরোকে স্বাগতিক হিসাবে ঘোষণা দেওয়া হয়। ২০১১ শীতকালীন এশিয়ান গেমস চলাকালে কাজাখিস্তানের আস্তানায় এশিয়া অলিম্পিক কাউন্সিলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১ সালের ১৫ জানুয়ারি মেয়র ফুমিও উদা কর্তৃক দরপত্র আহ্বান করা হলে, সাপ্পোরো ছাড়া আর কোন দরপত্র জমা পরেনি।[১] এর সর্বমোট ব্যয় ৩.৫ বিলিয়ন জাপানি ইয়েন নির্ধারণ করা হয়েছে।[২]

উন্নয়ন ও প্রস্তুতি

খেলা

উদ্বোধনী অনু্ষ্ঠান

১৯ ফেব্রুয়ারি সাপ্পোরো ডমে ২০১৭ শীতকালী এশিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনু্ষ্ঠানে জাপানি পপ ব্যান্ড দল ড্রিম কাম ট্রু পারফর্ম করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর ঐতিহ্যবাহী প্যারেড ও কুলড্রন আলোকসজ্জা অন্তর্ভুক্ত ছিল।

সমাপনী অনুষ্ঠান

২৬ ফেব্রুয়ারি মাকোমানাই আইস অ্যারিনাতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন পুরুষদের মুক্ত ফিগার স্কেটিংয়ের সমপানী খেলা ছিল। সমপানী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিছু ফিগার স্কেটার প্রদর্শনী প্রদর্শন করে।

ক্রীড়া

১১টি শীতকালীন ক্রীড়ার ৬৪টি বিভাগে ২০১৭ শীতকালীন এশিয়ান গেমসের আয়োজন করা হয়। স্কেটিং ক্রীড়ার তিনটি বিভাগ ছিল- ফিগার স্কেটিং, স্পীড স্কেটিং ও শট ট্রাক স্পীড স্কেটিং। স্কিইংয়ের পাচঁটি বিভাগ ছিল- আলপাইন, ক্রস-কান্ট্রি, ফ্রি স্টাইল, স্কী জাম্পীং ও স্নোবোর্ডিং। অন্য তিনটি ক্রীড়া হল- বায়াথলন, কার্লিং ও আইস হকি। ববস্লেইসের দুটি বিভাগ স্কেলেটন, লিউজ ও নরডিক কম্বাইন্ড (সকল অলিম্পিক বিভাগ) শীতকালীন এশিয়াডে আয়োজনের জন্য নির্ধারিত হয়নি, শুধুমাত্র ব্যান্ডি ছাড়া, যা ২০১১ গেমসে ছিল।

বন্ধনীর সংখ্যা প্রত্যেক ক্রীড়া প্রতিযোগিতার পদক সংখ্যা নির্দেশ করে।

  • আলপাইন স্কিইং (৪) (বিস্তারিত)
  • বায়াথলন (৭) (বিস্তারিত)
  • ক্রস-কান্ট্রি স্কিইং (১০) (বিস্তারিত)
  • কার্লিং (২) (বিস্তারিত)
  • ফিগার স্কেটিং (৪) (বিস্তারিত)
  • ফ্রিস্টাইল স্কিইং (৪) (বিস্তারিত)
  • আইস হকি (২) (বিস্তারিত)
  • শর্ট ট্রাক স্পীড স্কেটিং (৮) (বিস্তারিত)
  • স্কী জাম্পিং (৩) (বিস্তারিত)
  • স্নোবোর্ডিং (৬) (বিস্তারিত)
  • স্পীড স্কেটিং (১৪) (বিস্তারিত)

অংশগ্রহনকারী জাতীয় অলিম্পিক কমিটিসমূহ

A map of the 30 participating NOCs from Asia. Australia and New Zealand are not shown

ওসেনীয়ার আমন্ত্রিত দুটি জাতীয় অলিম্পিক কমিটি (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) সহ মোট ৩২টি জাতীয় অলিম্পিক কমিটি ২০১৭ গেমসে অংশগ্রহণ করে। এবারে ইন্দোনেশীয়া, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর, তুর্কমেনিস্তান ও ভিয়েতনামের অভিষেক হয়। তিনটি অতিরিক্ত দেশ অংশগ্রহণ করে; আফগানিস্তান (নির্দিষ্ট্র সময়ের মধ্যে এন্ট্রি জমা দিতে পারেনি), কম্বোডিয়া, ইরাক (তারা আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়নের সদস্য নয়, এবং তাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল)।

আফগানিস্তান, বাহরাইন ও ফিলিস্তিন সর্বশেষ ২০১১ আস্তানা-আলমাতি গেমসে অংশগ্রহণ করলেও এবারে অংশগ্রহ করেনি। অপরদিকে পাকিস্তান ও ম্যাকাও গত গেমসে অংশগ্রহণ করেনি কিন্তু এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। বাহরাইন একমাত্র আইস হকি দল প্রেরণ করতে চেয়েছিল কিন্তু বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় সরকার ব্যায় বহন করতে অনীহা প্রকাশ করলে, তারা প্রস্তাব ফিরিয়ে নেয়।

সেপ্টেম্বর ২০১৬ সালে, ওসেনীয়ার ক্রীড়াবিদদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর ঘোষণা দেওয়া হয়। যদিও এদেশগুলোর প্রতিযোগীরা অফিসিয়ালিভাবে তালিভুক্ত নয়, তবুও তারা আলাদাভাবে অংশগ্রহণ করে, তারা আমন্ত্রিত অতিথি ক্রীড়াবিদ হিসাবে বিবেচিত হয় (অতএব তারা পদকে জন্য যোগ্য হবে না)।

২০১৫ সালের অক্টোবরে, কুয়েত অলিম্পিক কমিটিকে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বরখাস্ত করা হয়েছিল। সুতরাং তারা অলিম্পিক পতাকা নিয়ে স্বাধীন অলিম্পিক ক্রীড়াবিদ হিসাবে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জাতীয় অলিম্পিক কমিটিসমূহ হল;

অংশগ্রহণকারী জাতীয় অলিম্পিক কমিটি
এশিয়া অলিম্পিক কাউন্সিলের সদস্য
  •  চীন (১৫৬)
  •  হংকং (৫০)
  •  ভারত (২৭)
  •  ইন্দোনেশিয়া (৩৪)
  •  ইরান (১০)
  •  জাপান (১৪৬) (স্বাগতিক)
  •  জর্ডান (২)
  •  কাজাখস্তান (১১৬)
  •  উত্তর কোরিয়া (৭)
  •  দক্ষিণ কোরিয়া (১৪১)
  •  স্বাধীন অলিম্পিক ক্রীড়াবিদ (২৩)
  •  কিরগিজস্তান (৩৩)
  •  লেবানন (৮)
  •  মাকাও (২৩)
  •  মালয়েশিয়া (৩৬)
  •  মঙ্গোলিয়া (৪৬)
  •  নেপাল (৩)
  •  পাকিস্তান (১২)
  •  ফিলিপাইন (২৯)
  •  কাতার (৩২)
  •  সিঙ্গাপুর (২২)
  •  শ্রীলঙ্কা (৫)
  •  চীনা তাইপেই (৪১)
  •  তাজিকিস্তান (৪)
  •  থাইল্যান্ড (৫১)
  •  পূর্ব তিমুর (১)
  •  তুর্কমেনিস্তান (২৫)
  •  সংযুক্ত আরব আমিরাত (২৪)
  •  উজবেকিস্তান (১)
  •  ভিয়েতনাম (৬)
ওসেনীয় জাতীয় অলিম্পিক কমিটির সদস্য
  •  অস্ট্রেলিয়া (৩০)
  •  নিউজিল্যান্ড (৩)

দিনপঞ্জী

প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন ১৮ ফেব্রুয়ারি আইস হকি দিয়ে শুরু হয়েছিল এবং প্রতিযোগিতা শেষ হয় পুরুষদের ফিগার স্কেটিং এর মাধ্যমে সমপানী অনুষ্ঠানের দিন। প্রতিযোগিতার পুর্ণাঙ্গ দিনপঞ্জী নিচে;[৩]

OCউদ্বোধনী অনুষ্ঠানপ্রতিযোগিতার ঘটনাপঞ্জী1প্রতিযোগিতার ‍চূড়ান্ত খেলাCCসমাপনী অনুষ্ঠান
ফেব্রুয়ারি18th
Sat
19th
Sun
20th
Mon
21st
Tue
22nd
Wed
23rd
Thu
24th
Fri
25th
Sat
26th
Sun
Events
CeremoniesOCCC
Alpine skiing1124
Biathlon22127
Cross-country skiing2222210
Curling22
Figure skating1214
Freestyle skiing224
Ice hockey112
Short track speed skating2248
Ski jumping1113
Snowboarding2226
Speed skating443314
Total events210988109864
Cumulative total212212937475664
February18th
Sat
19th
Sun
20th
Mon
21st
Tue
22nd
Wed
23rd
Thu
24th
Fri
25th
Sat
26th
Sun
Events

পদক তালিকা

      স্বাগতিক দেশ[৪]

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
 জাপান (JPN)*২৭২১২৬৭৪
 দক্ষিণ কোরিয়া (KOR)১৬১৮১৬৫০
 চীন (CHN)১২১৪৩৫
 কাজাখস্তান (KAZ)১১১২৩২
 উত্তর কোরিয়া (PRK)
মোট (৫টি জাতি)৬৪৬৪৬৪১৯২

বিপণন

উদ্বেগ এবং বিতর্ক

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ