৯ নং ক্রোমোজোম (মানবদেহ)

মানব ক্রোমোজোম

৯ নং ক্রোমোজোম হল মানবদেহে বিদ্যমান ২৩ জোড়া ক্রোমোসমের একটি। মানুষের সাধারণত ক্রোমোসমে দুই সেট থাকে। ৮ নং ক্রোমোসমে ১৩৮ মিলিয়ন ভিত্তি জোড়া (যা ডিএনএ তৈরীর মূল উপাদান) থাকে, যা কোষে অবস্থিত মোট ডিএনএ-এর ৪ থেকে ৪.৫%

৯ নং ক্রোমোজোম (মানবদেহ)
৯ নং মানব ক্রোমোজোমের জোড়া (জি ব্র্যান্ডিং-এর পরে)।একটি মাতা হতে, আরেকটি পিতা হতে।
মানব পুরুষ ক্যারিওগ্রাম-এ ৯ নং ক্রোমোজোমের জোড়া।
বৈশিষ্ট্য
দৈর্ঘ্য (bp)১৩৮,৩৯৪,৭১৭ bp
জিনের সংখ্যা১,৭৪২
ধরনঅটোজোম
সেন্ট্রোমিয়ারের অবস্থানসাবমেটাসেন্ট্রিক[১]
শনাক্তকারী
রেফসেকNC_000009 (ইংরেজি)
জেন ব্যাংকCM000671 (ইংরেজি)
৯ নং মানব ক্রোমোজোমের ইডিওগ্রাম। Mbp অর্থ মেগা ভিত্তি জোড়া।

গবেষকগণ প্রত্যেক ক্রোমোজমে অবস্থিত জীনের সংখ্যা নির্ধারণে বিভিন্ন পন্থা অনুসরণ করে। আনুমাণিক এই জীনের সংখ্যার কিছুটা কম বেশি হতে পারে। ক্রোমোসম ৯ সম্ভবত ৮০০ থেকে ১২০০ টা জীন ধারণ করে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ