.বিডি

বাংলাদেশের জন্য ইন্টারনেট কান্ট্রি-কোড টপ লেভেল ডোমেইন

.বিডি (.bd) বাংলাদেশের জন্য ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত এবং ডোমেইন সাফিক্স। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বোর্ড (বাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড) ".bd"-র নিবন্ধন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। বিটিসিএল সরাসরি ".bd"-র অধীন কোন ডোমেইন নিবন্ধন করে না, ডোমেইন নামকে অবশ্যই কোন একটি সাবডোমইন হতে হবে।তবে দেশের জনগণের সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার mygov.bd নামে একটি ওয়েবসাইট চালু করেছে।

.বিডি
প্রস্তাবিত হয়েছে১৯৯৯
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিবাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড
প্রস্তাবের উত্থাপকডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
উদ্দেশ্যে ব্যবহারবাংলাদেশ বাংলাদেশের সাথে যুক্ত সত্বা
বর্তমান ব্যবহারবাংলাদেশে ব্যবহৃত
নিবন্ধনের সীমাবদ্ধতাকিছু সাবডোমেইন (.gov.bd এবং .mil.bd) সীমিত; অন্যান্য খোলা, কিন্তু কিছু জেনেরিক নাম নিবন্ধন করা থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়
কাঠামো[নাম].[জেনেরিক ডোমেইন].bd
নথিপত্রচুক্তিপত্র
বিতর্ক নীতিমালাএকটি বিতর্ক নীতির অস্তিত্ব চুক্তিতে উল্লেখ করা, কিন্তু কোন বিবরণ পাওয়া যায়নি
ওয়েবসাইটবিটিসিএলনিবন্ধন

অধীনস্থ উপ ডোমেইন

এই মুহূর্তে বিটিসিএল যে সমস্ত উপ ডোমেইনের নিবন্ধন অনুমোদন করে তা হল:

ধরননিবন্ধন যোগ্যতার
.com.bdব্যবসায়িকসংস্থার বা ব্যক্তিদের
.edu.bdশিক্ষাপ্রতিষ্ঠানশিক্ষাপ্রতিষ্ঠানসমূহ
.info.bdতথ্যব্যক্তিগতভাবে নিবন্ধন করা যায়।
.ac.bdবিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়সমূহ
.net.bdনেটওয়ার্কঅন্তর্জাল সংযোগ সংস্থা
.gov.bdসরকারকেবলমাত্র প্রশাসন, আইন, বিচার ও অন্যান্য সরকারি সম্পর্কিত বিষয়ে সীমাবদ্ধ
.org.bdসংস্থাসংস্থাসমূহ
.mil.bdসামরিক বাহিনীকেবলমাত্র সামরিক বাহিনী ও সামরিক বাহিনীর প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়ে সীমাবদ্ধ
.বাংলাযে কোনোব্যক্তিগত বা সংস্থা

".bd"-র অধীন কোন ডোমেইন নিবন্ধন করতে হলে ডোমেইন নিবন্ধন পোর্টালে একাউন্ট খুলে আবেদন করতে হয়। আবেদন ফরমের সাথে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। আবেদন ফরম, ফির অঙ্ক ও অন্যান্য তথ্য বিটিসিএল এর ওয়েব সাইটে পাওয়া যায়। এই মুহূর্তে বিটিসিএল অন্য কোন পক্ষের মাধ্যমে ডোমইন নিবন্ধন করতে দেয় না। .info.bd ছাড়া অন্যান্য গণ ডোমেইন এর মধ্যে নিবন্ধন করতে চাইলে ডেমেইন নামটি জাতীয় পরিচয়পত্র কিংবা ট্রেড লাইসেন্স এর নামের সাথে মিল থাকতে হবে।

নিবন্ধনকৃত ডোমেইনের তথ্য নিয়ে বিটিসিএল একটি হুইজ ডেটাবেস পরিচালনা করে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ