চেন্নাই সুপার কিংস

আইপিএল ফ্র‍্যাঞ্চাইজি
(Chennai Super Kings থেকে পুনর্নির্দেশিত)

চেন্নাই সুপার কিংস (তামিল: சென்னை சூப்பர் கிங்க்ஸ்) (CSK নামেও পরিচিত) হল একটি ক্রিকেট দল যা প্রধানত খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে এবং এই দলটি প্রধানত চেন্নাই, তামিলনাড়ুর দল। এই দলটি প্রথম তৈরি হয়েছিল ২০০৮ সালে, যে দলের অধিনায়ক হল মহেন্দ্র সিং ধোনি এবং কোচ হল স্টিফেন ফ্লেমিং, যিনি একজন প্রাক্তন নিউজিল্যান্ডের খেলোয়াড়। এই দলের ঘরের মাঠ হল এম. এ. চিদম্বরম স্টেডিয়াম যা চেন্নাইয়ের চিপকে অবস্থিত।

চেন্নাই সুপার কিংস
சென்னை சூப்பர் கிங்க்ஸ்
চেন্নাই সুপার কিংস
কর্মীবৃন্দ
অধিনায়কভারত ঋতুরাজ গায়কোয়াড়
কোচনিউজিল্যান্ড স্টিফেন ফ্লেমিং
মালিকএন. শ্রীনিবাসন[১]
দলের তথ্য
শহরচেন্নাই, তামিলনাড়ু, ভারত
রংCSK
প্রতিষ্ঠা২০০৮
স্বাগতিক মাঠএম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
ধারণক্ষমতা৫০,০০০
ইতিহাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয় (২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩)
চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি২০ জয় (২০১০, ২০১৪)
দাপ্তরিক ওয়েবসাইটchennaisuperkings.com

টি২০আই কিট

২০২৪-এ চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল যারা তিনবার আই পি এল খেতাব জিতেছে এবং প্রত্যেক বছর এই দলটি প্লে-অফে পৌঁছায়।[২] ২০১৫ সালের আই পি এল ৮ এ তাদের কাছে তাদের জয়ের ধারা বজায় রাখবার সুযোগ ছিল কিন্তু ২০১৫ সালের আই পি এলে তারা রানার্স হয়। তারাই হল প্রথম কোন ভারতীয় দল যারা চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-২০ জিতেছিল। এই দলের হয়ে সর্বাধিক রান করেছেন তিন জন খেলোয়াড় এবং তারা হলেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না এবং মাইকেল হাসি, এবং সর্বাধিক উইকেট নিয়েছেন আলবি মরকেল, রবিচন্দ্রন অশ্বিন, ডোয়েন ব্র্যাভো[৩][৪] ২০১২ সালে চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড মূল্য ছিল মার্কিন ডলার ৭৫.১৩ মিলিয়ন, যা তাদেরকে আই পি এলের সবচেয়ে মুল্যবান দল করে তোলে।[৫]

দলের ইতিহাস

২০০৮

২০০৮ এর নিলামে ধোনিকে কেনে চেন্নাই। এবং সেটাই দলের সাফল্যের এখনো অব্দি বৃহৎ চাবিকাঠি। রাজস্থানের সাথে ২টি গ্রুপ ও ফাইনাল ম্যাচ হারলেও রায়না - ধোনির ব্যাটিংয়ে ও ২৭ বর্ষীয় আলবি মরকেল - মানপ্রীত গনির বোলিংয়ে টুর্নামেন্টে রানার্স আপ হয়।

২০০৯

ব্যাঙ্গালোরের সাথে ২টি গ্রুপ হারলেও ৩৮ বর্ষীয় ম্যাথু হেইডেন - রায়নার ব্যাটিংয়ে ও ৩৭ বর্ষীয় মুত্তিয়া মুরালিধরন - জাকাতি - বালাজি - আলবি মরকেল-এর বোলিংয়ে টুর্নামেন্টে সেমিফাইনালিস্ট হয়।

২০১০

ডেকানের সাথে ২টি গ্রুপ হারলেও রায়না - মুরলি বিজয়-এর ব্যাটিংয়ে ও ৩৮ বর্ষীয় মুত্তিয়া মুরালিধরন - জাকাতি - অশ্বিন -এর বোলিংয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।

২০১১

৩৬ বর্ষীয় মাইকেল হাসি - রায়না-র ব্যাটিংয়ে ও রবিচন্দ্রন অশ্বিন - ডগ বলিঙ্গার-এর বোলিংয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।

২০১২

কলকাতা , মুম্বাই ও পাঞ্জাবের সাথে ২টি গ্রুপ হারলেও রায়না - ফাফ দু প্লেসিস-র ব্যাটিংয়ে ও ডোয়েন ব্র্যাভো - রবিচন্দ্রন অশ্বিন - বেন হিলফেনহস-এর বোলিংয়ে টুর্নামেন্টে রানার্সআপ হয়।

২০১৩

মুম্বাইয়ের সাথে ২টি গ্রুপ ও ফাইনাল ম্যাচ হারলেও ৩৮ বর্ষীয় মাইকেল হাসি - রায়না-র ব্যাটিংয়ে ও ডোয়েন ব্র্যাভো - মোহিত শর্মা-এর বোলিংয়ে টুর্নামেন্টে রানার্সআপ হয়।

২০১৪

মুম্বাইয়ের সাথে ২টি গ্রুপ ও কোয়ালিফায়ার ম্যাচ হারলেও ডোয়াইন স্মিথ - রায়না-র ব্যাটিংয়ে ও মোহিত শর্মা - রবীন্দ্র জাদেজা-এর বোলিংয়ে টুর্নামেন্টে ৩য় হয়।

২০১৫

মুম্বাইয়ের সাথে ১টি গ্রুপ , কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হারলেও ব্রেন্ডন ম্যাককুলাম - ডোয়াইন স্মিথ-র ব্যাটিংয়ে ও ডোয়েন ব্র্যাভো - ৩৬ বর্ষীয় আশীষ নেহরা-এর বোলিংয়ে টুর্নামেন্টে রানার্সআপ হয়।

২০১৮

আম্বতি রায়ডু - ৩৬ বর্ষীয় শেন ওয়াটসন-র ব্যাটিংয়ে ও শার্দুল ঠাকুর - ডোয়েন ব্র্যাভো-এর বোলিংয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স হয়।

২০১৯

মারাত্মক খেলায় মাত্র ১ রানের জন্য পরাজিত হয় মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস । গোটা টুর্নামেন্ট এ ভালো খেলেই ফাইনাল এ উঠে এ দল। ফাইনাল এ মুম্বই ইন্ডিয়ান্স জয়ী হয়।

২০২০

আইপিএল এর ইতিহাস এ প্রথম বার চেন্নাই কোয়ালিফাই করতে পারে নি। এবং ৩ ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বাতিল হয়ে যায়। মহেন্দ্র সিং ধোনির অফ ফর্ম এবং আইপিএল এর ম্যাচ গুলো করোনাভাইরাস এর কারনে সংযুক্ত আরব আমিরাত এ হওয়া এর মূল কারন হিসাবে মনে করেন ক্রিকেটীয় বিশেষজ্ঞরা।

২০২১

৪র্থ বার চ্যাম্পিয়ন হয়।

ধোনি-জাদেজা-ব্রাভো

বছরধোনি (রান)জাদেজা (রান/উইকেট)ব্রাভো (রান/উইকেট)দলের সাফল্য
২০০৮৪১৪রাজস্থান দলে ছিলেনমুম্বাই দলে ছিলেনরানার্সআপ
২০০৯৩৩২রাজস্থান দলে ছিলেনমুম্বাই দলে ছিলেন
২০১০২৮৭নিষিদ্ধ ছিলেনমুম্বাই দলে ছিলেনবিজয়ী
২০১১৩৯২কোচি দলে ছিলেন-বিজয়ী
২০১২৩৫৮১৯১৩৭১রানার্সআপ
২০১৩৪৬১২০১১২১রানার্সআপ
২০১৪৩৭১১৪৬
২০১৫৩৭২১৩২১৯৫রানার্সআপ
২০১৬পুনে দলে ছিলেনগুজরাট দলে ছিলেনগুজরাট দলে ছিলেন
২০১৭পুনে দলে ছিলেনগুজরাট দলে ছিলেনগুজরাট দলে ছিলেন
২০১৮৪৫৫৮৯১৪১বিজয়ী
২০১৯৪১৬১০৬৮০রানার্সআপ (১ রানে হার)

বর্তমান স্কোয়াড

খেলোয়াড় ২০২৩

ব্যাট্সমেন

উইকেট রক্ষক

অলরাউন্ডার

বোলার

সম্ভাব্য প্রথম একাদশ

ক্রমনামভূমিকাঅনুপস্থিতিতে
রুতুরাজ গায়কোয়াড়ওপেনিং বাটসম্যান
অজিঙ্কা রাহানেওপেনিং বাটসম্যানডেভন কনওয়ে ↗ / রচিন রবীন্দ্র
শিবম দুবেবাটসম্যান
ড্যারিল মিচেলঅলরাউন্ডার
ম‌ঈন আলীঅলরাউন্ডারআংশিক সুলভ / মিচেল স্যান্টনার ↗ / রচিন রবীন্দ্র
রবীন্দ্র জাদেজাঅলরাউন্ডার
মহেন্দ্র সিং ধোনিউইকেটকিপার বাটসম্যান
দীপক চাহারপেসারমুকেশ চৌধুরী
তুষার দেশপাণ্ডেপেসারমুকেশ চৌধুরী
১০মহেশ তীক্ষণস্পিনারমিচেল স্যান্টনার ↗ / রচিন রবীন্দ্র
১১মাথিশা পাথিরানাপেসারমুস্তাফিজুর রহমান

২০২১

পয়েন্ট তালিকা

অবদলখেলাহাফহপয়েন্টএনআরআরযোগ্যতা অর্জন
দিল্লি ক্যাপিটালস (৩য়)১৪১০২০+০.৪৮১বাছাই ১-এ অগ্রসর।
চেন্নাই সুপার কিংস (চ্যা)১৪১৮+০.৪৫৫
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৪র্থ)১৪১৮−০.১৪০এলিমিনেটর-পর্বে অগ্রসর।
কলকাতা নাইট রাইডার্স (রা)১৪১৪+০.৫৮৭
মুম্বই ইন্ডিয়ান্স১৪১৪+০.১১৬বাতিল
পাঞ্জাব কিংস১৪১২−০.০০১
রাজস্থান রয়্যালস১৪১০−০.৯৯৩
সানরাইজার্স হায়দ্রাবাদ১৪১১−০.৫৪৫


২০২২

পয়েন্ট তালিকা

অবগ্রুপদলখেলাহাফহপয়েন্টএনআরআরযোগ্যতা অর্জন
বিগুজরাত টাইটান্স (চ্যা)১৪১০২০+০.৩১৬বাছাই ১-এ অগ্রসর।
রাজস্থান রয়্যালস (রা)১৪১৮+০.২৯৮
লখনউ সুপার জায়ান্টস (৪র্থ)১৪১৮+০.২৫১এলিমিনেটর-পর্বে অগ্রসর।
বিরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩য়)১৪১৬−০.২৫৩
দিল্লি ক্যাপিটালস১৪১৪+০.২০৪
বিপাঞ্জাব কিংস১৪১৪+০.১২৬
কলকাতা নাইট রাইডার্স১৪১২+০.১৪৬
বিসানরাইজার্স হায়দ্রাবাদ১৪১২−০.৩৭৯
বিচেন্নাই সুপার কিংস১৪১০−০.২০৩
১০মুম্বই ইন্ডিয়ান্স১৪১০−০.৫০৬

পরিসংখ্যান

মরসুমসর্বোচ্চ রানদ্বিতীয় সর্বোচ্চ রানসর্বোচ্চ উইকেটদ্বিতীয় সর্বোচ্চ উইকেট
২০১৮*আম্বতি রায়ডুশেন ওয়াটসনশার্দুল ঠাকুরডোয়েন ব্র্যাভো
২০১৯মহেন্দ্র সিং ধোনি **শেন ওয়াটসনইমরান তাহিরদীপক চাহার
২০২০ফাফ দু প্লেসিসআম্বতি রায়ডুস্যাম কারেনদীপক চাহার
২০২১রুতুরাজ গায়কোয়াড়ফাফ দু প্লেসিসশার্দুল ঠাকুরডোয়েন ব্র্যাভো - দীপক চাহার
২০২২*রুতুরাজ গায়কোয়াড় **শিবম দুবেডোয়েন ব্র্যাভো - মুকেশ চৌধুরীমহেশ তীক্ষণ
২০২৩ডেভন কনওয়েরুতুরাজ গায়কোয়াড়তুষার দেশপাণ্ডেরবীন্দ্র জাদেজা **

* - মহা নিলাম হয়েছে

** - মহা নিলামে দলে ধরে রাখা হয়

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন