শাহাদত

ইসলামের প্রথম স্তম্ভ
(Shahadah থেকে পুনর্নির্দেশিত)

শাহাদত বা শহাদত (আরবি: شهادة ) একটি মুসলিম বিশ্বাস। আরবীতে এর অর্থ "সাক্ষ্য দেয়া"। ইসলামে শাহাদত‌ (বা শহাদত) বলতে আল্লাহ্‌র একত্ব ও মুহম্মদ যে তার শেষ নবী তার শপথ নেয়াকে বোঝায়। শহাদত‌ আবৃত্তি করাকে সুন্নী মুসলমানেরা ইসলামের পাঁচ স্তম্ভের একটি মনে করেন।

লাহোরের উজির খান মসজিদের একটি ক্যালিগ্রাফিতে লিখিত শাহাদাহ্।

মূলবাক্য

আরবি:

أشهد أن لا إله إلاَّ لله ، وأشهد أن محمد رسول الله

বাংলা অনুবাদ: "আমি সাক্ষ্যি দিচ্ছি যে, আল্লাহ বিনে খোদা নাই নেই আর সাক্ষ্যি যে, মুহম্মদ আল্লাহর পয়গম্বর।"

সাক্ষ্যসমূহ

ঘোষণাগুলি নিম্নরূপ:[১][২][৩][৪]

لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ
lā ʾilāha ʾillā -llāhu
আইপিএ: [laː ʔi.laː.ha ʔil.la‿ɫ.ɫaː.hu]
আল্লাহ ছাড়া কোনো খোদা নাই।
مُحَمَّدٌ رَّسُولُ ٱللَّٰهِ
muḥammadur rasūlu -llāhi
আইপিএ: [mu.ħam.ma.dur ra.suː.lu‿ɫ.ɫaː.hi]
মুহম্মদ আল্লাহর রসূল

উপরের বিবৃতি দুটি সাধারণ আশহাদু আন (“আমি সাক্ষ্য দিচ্ছি যে”) বাক্যাংশ দ্বারা শুরু হয়, ফলে পূর্ণরূপ দাঁড়ায়:

أَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ ٱللَّٰهِ
ašhadu ʾan lā ʾilāha ʾilla -llāhu, wa-ʾašhadu ʾanna muḥammadan rasūlu -llāhi
আইপিএ: [ʔaʃ.ha.du ʔan laː ʔi.laː.ha ʔil.la‿ɫ.ɫaː.hu wa.ʔaʃ.ha.du ʔan.na mu.ħam.ma.dan ra.suː.lu‿ɫ.ɫaː.hi]
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ বিনে কোনো খোদা নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহম্মদ আল্লাহর পয়গম্বর

শিয়া ইসলামে এর সাথে তৃতীয় সাক্ষ্য (শাহাদত আস-সলাসা) যোগ করা হতে পারে:

عَلِيٌّ وَلِيُّ ٱللَّٰهِ
ʿalīyun walīyu -llāhi
আইপিএ: [ʕa.liː.jun wa.liː.ju‿ɫ.ɫaː.h]
আলী আল্লাহর ওলী

ফলস্বরূপ:

أَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ ٱللَّٰهِ وَأَشْهَدُ أَنَّ عَلِيًّا وَلِيُّ ٱللَّٰهِ
ašhadu ʾan lā ʾilāha ʾilla -llāhu, wa-ʾašhadu ʾanna muḥammadan rasūlu -llāhi wa-ʾašhadu ʾanna ʿalīyan walīyu -llāhi
আইপিএ: [ʔaʃ.ha.du ʔan laː ʔi.laː.ha ʔil.la‿ɫ.ɫaː.hu wa.ʔaʃ.ha.du ʔan.na mu.ħam.ma.dan ra.suː.lu‿ɫ.ɫaː.hi wa.ʔaʃ.ha.du ʔan.na ʕa.liː.jan wa.liː.ju‿ɫ.ɫaː.hi]
আমি সাক্ষ্যি দিচ্ছি যে, আল্লাহ বিনে খোদা নাই। আমি আরও সাক্ষ্যি দিচ্ছি যে, মুহম্মদ আল্লাহর রসূল। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, আলী আল্লাহর ওলী।

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ