সাদি মহম্মদ

বাংলাদেশী সংগীতশিল্পী

সাদি মহম্মদ (বাংলা উচ্চারণ: [sad̪i mɔɦɔmːɔd̪]; ৪ঠা অক্টোবর ১৯৫৭ – ১৩ই মার্চ ২০২৪) ছিলেন একজন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পীসুরকার[৩] তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক ছিলেন।[৪] ২০১৫ সালে তিনি বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।[৫]

সাদি মহম্মদ
সাদি মহম্মদ
উচ্চারণ[sad̪i mɔɦɔmːɔd̪]
জন্ম
সাদি মহম্মদ তকিউল্লাহ

(১৯৫৭-১০-০৪)৪ অক্টোবর ১৯৫৭
মৃত্যু১৩ মার্চ ২০২৪(2024-03-13) (বয়স ৬৬)
মৃত্যুর কারণফাঁস লাগিয়ে আত্মহত্যা
সমাধিমোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
মাতৃশিক্ষায়তন [১]
পেশা
প্রতিষ্ঠানরবিরাগ
কর্ম
ডিস্কোগ্রাফি
দাম্পত্য সঙ্গীঅবিবাহিত
পিতা-মাতাশহীদ সলিমউল্লাহ্
বেগম জেবুন্নেসা সলিমউল্লাহ্
আত্মীয়শিবলী মহম্মদ (ভাই)
পুরস্কারচ্যানেল আই সমালোচক পুরস্কার (২০০৯)
চ্যানেল আই আজীবন সম্মাননা পুরস্কার (২০১২)
বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার (২০১৫)[২]
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্র
কার্যকাল১৯৮২–২০২৪
লেবেলকান্ট্রি মিউজিক

শিক্ষা ও কর্মজীবন

মুক্তিযুদ্ধের পর ১৯৭৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন সাদি মহম্মদ। [৬] তবে সেখানে পড়াশুনা চালিয়ে যান নি। পরে তিনি বৃত্তি পেয়ে ১৯৭৫ সালে সংগীত বিষয়ে শান্তিনিকেতনে পড়ার সুযোগ পান। এরপর বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। সেখানে শান্তিদেব ঘোষ ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শেখেন তিনি। [৭]

২০০৭ সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।[৫] ২০০৯ সালে তার শ্রাবণ আকাশে ও ২০১২ সালে তার সার্থক জনম আমার অ্যালবাম প্রকাশিত হয়।[৫]

এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।[৪]

পুরস্কার

২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই[৮] ২০১৫ সালে বাংলা একাডেমী তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে।[৫]

ব্যক্তিগত জীবন

১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমউল্লাহকে।[৯] তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়। সাদি মহম্মদের ছোট ভাই শিবলী মোহাম্মদ বাংলাদেশের একজন নৃত্যশিল্পী।[১০]

সাদি মহম্মদ অবিবাহিত ছিলেন।

মৃত্যু

সাদি মহম্মদ ২০২৪ সালের ১৩ই মার্চ আত্মহত্যা করেন। এদিন সন্ধ্যায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।[১১][১২] তার ছোট ভাই শিবলীর ভাষ্য, সাদি তার ঘরে তার তানপুরা যন্ত্রে সঙ্গীত অনুশীলন করছিলেন এবং পরে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।[৫] শিবলী আরও বলেন, ২০২৩ সালের জুলাই মাসে তাদের মা জেবুন্নেসা সলিমুল্লাহ মারা যাওয়ার পর থেকে সাদি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।[১৩]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ