অগুস্ত স্ত্রিন্দবারি

ইয়োহান অগুস্ত স্ত্রিন্দবারি (সুয়েডিয়: [ˈoːɡɵst ˇstrɪnːdbærj] (); ২২ জানুয়ারি ১৮৪৯ - ১৪ মে ১৯১২) ছিলেন একজন সুয়েডীয় নাট্যকার, ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক ও চিত্রশিল্পী।[১][২][৩] ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ বিষয় নিয়ে লিখে প্রসিদ্ধি অর্জন করা স্ত্রিন্দবারির সাহিত্যজীবনের ব্যপ্তি চার দশক। এই সময়ে তিনি ষাটের অধিক নাটক এবং ত্রিশের অধিক কল্পকাহিনী, জীবনী, ইতিহাস আশ্রিত লেখনী, সাংস্কৃতিক বিশ্লেষণ ও রাজনীতি নিয়ে লিখেছেন।[৩] নিরীক্ষাধর্মী এই লেখক বিভিন্ন ধরনের নাটকীয় পদ্ধতি, তথা স্বভাবজাত বিয়োগান্ত, নাটিকা, ও ঐতিহাসিক নাটক এবং অধিবাস্তব নাটকীয় পদ্ধতির প্রয়োগ দেখিয়েছেন।[৪][৫] তার শুরুর লেখনীগুলো থেকেই তিনি নাটকীয়তা, ভাষা ও দৃশ্যমানতার অভিনব রূপের বিকাশ ঘটিয়েছেন।[৬] তাকে আধুনিক সুয়েডীয় সাহিত্যের জনক বলে অভিহিত করা হয় এবং তার দ্য রেড রুম (১৯৭৯) উপন্যাসটিকে প্রথম আধুনিক সুয়েডীয় উপন্যাস বলে বর্ণনা করা হয়।[৭][৮]

ইয়োহান অগুস্ত স্ত্রিন্দবারি
August Strindberg
August Strindberg
জন্মইয়োহান অগুস্ত স্ত্রিন্দবারি
(১৮৪৯-০১-২২)২২ জানুয়ারি ১৮৪৯
স্টকহোম, সুইডেন
মৃত্যু১৪ মে ১৯১২(1912-05-14) (বয়স ৬৩)
স্টকহোম, সুইডেন
সমাধিস্থলনোরা বেগ্রাফনিংস্প্লাৎসেন
পেশা
  • নাট্যকার
  • ঔপন্যাসিক
  • প্রাবন্ধিক
  • কবি
  • চিত্রশিল্পী
জাতীয়তাসুয়েডীয়
সময়কালআধুনিকতা
সাহিত্য আন্দোলন
  • স্বভাববাদ
  • বহির্মুদ্রাবাদ
দাম্পত্যসঙ্গী
  • সিরি ফন এসেন (বি. ১৮৭৭–১৮৯১)
  • ফ্রিদা উল (বি. ১৮৯৩–১৮৯৫)
  • হারিয়েত বস (বি. ১৯০১–১৯০৪)

স্বাক্ষর

জীবনী

শৈশব

২৫ বছর বয়সী অগুস্ত স্ত্রিন্দবারি, ১৮৭৪ সাল

স্ত্রিন্দবারি ১৮৪৯ সালের ২২শে জানুয়ারি সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। তার পিতা কার্ল অস্কার স্ত্রিন্দবারি ছিলেন একজন শিপিং এজেন্ট এবং মাতার এলিনরা উলরিকা নরলিং ছিলেন একজন একজন গৃহপরিচারিকা।[৯] অগুস্ত তার পিতামাতার পরিণত বয়স পর্যন্ত বেঁচে যাওয়া তৃতীয় সন্তান। তার যখন সাত বছর বয়স তাদের পরিবার উত্তরে নরতুলসগাতানে চলে যায়।[১০] এক বছর পর তারা সাবাৎসবারিতে স্থানান্তরিত হয় এবং সেখানে তিন বছর থাকার পর পুনরায় নরতুলসগাতানে ফিরে আসে।[১১][১২] তিনি ক্লারায় একটি স্কুলে চার বছর পড়াশোনা করেন। ১৮৬০ সালে তিনি ইয়াকবে একটি স্কুলে ভর্তি হন এবং সেখানে মাত্র এক বছর পড়াশোনা করেন।[১৩] ১৮৬১ সালের শরতে তিনি স্টকহোল লাইসিয়ামে ভর্তি হন এবং সেখানে ছয় বছর পড়াশোনা করেন।[১৪] শৈশবে তিনি প্রাকৃতিক বিজ্ঞান, আলোকচিত্রবিদ্যা, ধর্ম বিষয়ে আগ্রহী ছিলেন। তার যখন ১৩ বছর বয়স তখন তার মাতা মারা যান। তার পিতা তাদের আয়া এমিলিয়া শার্লট্টা পিটারসনকে বিয়ে করেন।[১৫] ১৮৬৭ সালে তিনি স্নাতক পাস করেন এবং উপসালা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৩ই সেপ্টেম্বর থেকে তার বিশ্ববিদ্যালয়ের পাঠ গ্রহণ শুরু হয়।[১৬]

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ

পাবলিক ডোমেইনে ইংরেজি অনুবাদ

অন্যান্য

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ