আইফোন এক্স

আইফোন এক্স ("আইফোন এক্স") অ্যাপল ইনকর্পোরেটেডের নকশা, তৈরি ও বাজারজাত করা স্মার্টফোন। ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপল পার্ক ক্যাম্পাসের স্টিভ জবস মিলনায়তনে আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস স্মার্টফোনের সঙ্গে আইফোন এক্স উন্মোচন করেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। ২০১৭ সালের ৩ নভেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে এ স্মার্টফোন বাজারে পাওয়া যাবে। [১][২][৩][৪]

আইফোন এক্স
ব্র্যান্ডঅ্যাপল ইনকর্পোরেটেড
সর্বপ্রথম মুক্তি৩ নভেম্বর ২০১৭; ৬ বছর আগে (2017-11-03)
দেশভিত্তিক প্রাপ্যতানভেম্বর ৩, ২০১৭
ধরনস্মার্টফোন
অপারেটিং সিস্টেমআইওএস ১১
প্রদর্শনসুপার রেটিনা ডিসপ্লে
শব্দস্টেরিও স্পিকার
সংযোগজিএসএম, ইউএমটিএস, এলটিই-অ্যাডভান্সড, ব্লুটুথ ৫.০

অ্যাপলের ধারাবাহিক বিভিন্ন মডেলের পর এক্স মডেলের স্মার্টফোনটি বাজারে সর্বশেষ প্রযুক্তি সুবিধা যুক্ত। আইওএস ১১ অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনে থাকছে না কোন বাহ্যিক বোতাম। ওএলইডি প্রযুক্তির পর্দা আর ডুয়েল ক্যামেরা রয়েছে এতে। যুক্ত হয়েছে ফেস রিকগনিশন সুবিধার ‘ফেস আইডি’ নামের আনলক পদ্ধতি। [৫][৬]

আইফোন এক্স এর ইতিহাস

আইফোনের ইতিহাসের মাঝে সবচেয়ে উন্নত চীপ সেট বানানোর পর সেটির ব্যবহার নিয়ে ভাবতে থাকে উদ্ভবকরা। তারা তাদের বহু পরিচিত আংগুলের ছাপ দিয়ে খোলার পদ্ধতিটি বদলাতে চাচ্ছিলেন এর পর তারা তাদের ভরসাকে বাজি রেখে এটি বাদ দেয় ও নতুন প্রযুক্তির চীপ সেট ব্যবহার করার জন্য ডিজাইন বানান। তারা এবার নতুন ফেস লক প্রজুক্তি ব্যবহার করে। তবে তারা চাইছিলেন ফোনটির ডিসপ্লে ব্যবহারের উপযুক্ত রাখবেন। তবে ফেস লক এর জন্য সেটির পূর্ণ ব্যবহার তারা করতে পারেন নি।

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ