আলবের্তো জিলার্দিনো

ইতালীয় ফুটবলার

আলবের্তো জিলার্দিনো ওএমআরআই অফিসার [১][২][৩] (ইতালীয় উচ্চারণ: [alˈbɛrto dʒilarˈdiːno]; জন্ম: জুলাই ৫, ১৯৮২) একজন ইটালীয় ফুটবলার। তিনি এ সি মিলান ও ইটালি জাতীয় দলের একজন স্ট্রাইকার। তিনি ২০০৬ ফিফা বিশ্বকাপে ইটালীয় দলের সদস্য ছিলেন।

আলবের্তো জিলার্দিনো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআলবের্তো জিলার্দিনো
উচ্চতা৬ ফুট ১/২ ইঞ্চি (১৮৪ সে মি)
মাঠে অবস্থানস্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান দল
এ সি মিলান
যুব পর্যায়
১৯৯৯Piacenza
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ (গোল)
১৯৯৯-২০০১
২০০১-২০০২
২০০২-২০০২
২০০৫-
Piacenza
Hellas Verona
Parma
AC Milan
১৭ (৩)
৩৯ (৫)
৯৬ (৫০)
৩২ (১৭)
জাতীয় দল
২০০৪-ইটালী২০ (৮)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ই জুন ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।

একজন দুর্দান্ত গোলদাতা, জিলার্দিনোকে প্রথম দিকের ক্যারিয়ারে তাকে ফিলিপ্পো ইনজাঘি সাথে তুলনা করা হয়, কারন তার অবস্থানগত বোধ এবং গোলের প্রতি দৃষ্টির কারণে। [৪] গিলার্ডিনো বর্তমানে দশম-কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে সেরি এ-তে ১০০ গোল করার রেকর্ড গড়েছেন, যা তিনি ২৬ বছর এবং ১০৫ দিন বয়সে করেছিলেন। [৫][৬][৭][৮][৯][১০] ১৮৮ সেরি এ গোলের সাথে, গিলার্ডিনো বর্তমানে সেরি এ ইতিহাসে সর্বকালের সেরা ১০ গোলদাতার মধ্যে রয়েছেন। [১১] তার ট্রেডমার্ক গোল উদযাপনে তাকে হাঁটু গেড়ে একটি কাল্পনিক বেহালা বাজাতে দেখা যায়। [১২]

তথ্যসূত্র



🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ