ইয়োক্টো-

ইয়োক্টো (প্রতীক y) হলো মেট্রিক ব্যবস্থায় ব্যবহৃত একটি এককের উপসর্গ। ইয়োক্টো দ্বারা ১০−২৪ বা ০.০০ ০০ ০০ ০০ ০০ ০০ ০০ ০০ ০০ ০০ ০০ ০১ মানকে প্রকাশ করা হয়।

১৯৯১ সালে ওজন ও পরিমাপ বিষয়ক সাধারণ সম্মেলনে এককের উপসর্গ হিসেবে ইয়োক্টো গৃহীত হয়।[১] শব্দটি ল্যাটিন octo বা গ্রিক οκτώ থেকে আগত, যার অর্থ "আট"; কেননা এই উপসর্গযুক্ত এককের মান ১০০০−৮ এককের সমান। ইয়োক্টো হলো এখন পর্যন্ত স্বীকৃত এককের ক্ষুদ্রতম এসআই উপসর্গ।

অতিপারমাণবিক কণাসমূহের ভর নির্দেশের জন্য ইয়োক্টো উপসর্গ ব্যবহৃত হতে পারে। যেমন:

ইলেকট্রনের স্থিতি ভর:০.০০০৯১১ ইওকg (ইয়োক্টোগ্রাম)
প্রোটনের স্থিতি ভর:১.৬৭২৬ ইওকg (ইয়োক্টোগ্রাম)
নিউট্রনের স্থিতি ভর:১.৬৭৪৯ ইওকg (ইয়োক্টোগ্রাম)
পারমাণবিক ভর একক:১.৬৬০৫ ইওকg (ইয়োক্টোগ্রাম)

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ