উত্তর দক্ষিণ রেলপথ (ভিয়েতনাম)

উত্তর দক্ষিণ রেলপথ (ভিয়েতনাম) [১] হল ভিয়েতনাম এর প্রধান ও দীর্ঘতম রেলপথ বা রেল ব্যবস্থা। এই রেল ব্যবস্থা ১৮৯৯ সাল থেকে ১৯৩৬ সালের মধ্যে গড়ে ওঠে। এটি একটি মিটার গেজ রেলপথ বা রেল ব্যবস্থা। এই রেলপথের মোট দৈর্ঘ্য ১৭২৬ কিলোমিটার। রেলপথটি দেশের রাজধানী শহর এর সঙ্গে ভিয়েতনাম এর ব-দ্বীপ পওরদেশ এর সাইগন শহরকে যুক্ত করেছে। এই রেলপথ হ্যানয় এর হ্যানয় রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে দেশের মধ্য ভাগ অতিক্রম করে দক্ষিণের সাইগন রেলওয়ে স্টেশন পর্যন্ত গেছে। রেলপথে বহু নদী ব্রিজ বা সেতু রয়েছে। এছাড়াও এটি কিছু অরণ্য এলাকার মধওয দিয়ে গেছে। রেলপথটির সঙ্গে দেশের প্রধান শহর হো চিমিন সিটি যুক্ত রয়েছে। এই রেলপথে বর্তমানে উচচ গতির রেল চালানোর কথা চলছে। এই নতুন রেল ব্যবস্থা উত্তর- দক্ষিণ এক্সপ্রেস রেলওয়ে (ভিয়েতনাম) নামে পরিচিত হয়েছে। দেশের ২৩৫ টি রেল স্টেশনের মধ্যে ১৯১ টি রেল স্টেশন এই রেলপথে অবস্থিত।

উত্তর দক্ষিণ রেলপথ
সংক্ষিপ্ত বিবরণ
স্থিতিসক্রিয়
বিরতিস্থল
  • হ্যানয় রেল স্টেশন
  • সাইগন রেল স্টেশন
পরিষেবা
ধরনরেলপথ
পরিচালকভিয়েতনাম রেল
কারিগরি তথ্য
রেলপথের দৈর্ঘ্য১,৭২৬ কিলোমিটার (১,০৭২ মাইল)

ইতিহাস

এই রেলপথ টি নির্মাণ শুরু সয় ১৮৯৯ সালে। এই সময় ইউনান-হাইফোং রেলপথ এরও নির্মাণ শুরু হয়। এই রেলপথ নির্মাণ করে উপনিবেশিক সময় ফ্রান্স সরকার। এই রেলপথ নির্মাণের প্রধান কারণ ছিল হ্যানয়হো চি মিন সিটি এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য। এই রেলপথ সম্পর্ন রূপে উদ্ভোদন করা হয় ১৯৩৬ সালে। এই রেলপথটি নির্মাণের শুরু থেকেই মিটার গেজ রুপে নির্মাণ করা হয়। দেশ স্বধীনতার পর রেলপথটি আরও উন্নত করা হয়। রেলপথের গতি বাড়ারো হয় ধীরে ধীরে। আধুনিক করা হয় সিগন্যালিং বা সংকেত ব্যবস্থার। বর্তমানে রেলপথটিকে উচ্চ গতির রেলপথে নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে।

যাত্রী পরিবহন

এই রেলপথে দেশের সবচেয়ে দীর্ঘ রেল পরিসেবা চালু রয়েছে। এই রেলপথে হ্যানয় ও হো চি মিন সিটি এর মাঝে যাত্রী বাহি রেল পরিসেবা রয়েছে। এই যাত্রী বাহি রেল হ্যানয় ও হো চি মিন সিটি এর মাঝের বড় শহর গুলিতে থামে। এছাড়া এই রেলপথে ক্ষুদ্র দূরত্বের রেল পরিসেবাও চালু রয়েছে।

পণ্য পরিবহন

উত্তর দক্ষিণ রেলপথ টি দেশের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে পণ্য পরিবহন করে থাকে। এই রেলপথ দেশের বড় বন্দর গুলির সঙ্গে যুক্ত রয়েছে। প্রতিদিন হ্যানয়হো চি মিন সিটি এর মধ্যে পণ্যবাহি রেল চলা চল করে।

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ