উনিওনে কালচো সাম্পদোরিয়া

উনিওনে কালচো সাম্পদোরিয়া (সাধারণত ইউসি সাম্পদোরিয়া অথবা শুধুমাত্র সাম্পদোরিয়া ইতালীয় উচ্চারণ: [sampˈdɔːrja] নামে পরিচিত) হচ্ছে সাম্পদোরিয়া ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯৪৬ সালের ১২ই আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ইউসি সাম্পদোরিয়া তাদের সকল হোম ম্যাচ সাম্পদোরিয়ার স্তাদিও লুইগি ফেররারিসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৬,৫৩৬।[১] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ক্লাউদিও রানিয়েরি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মাসসিমো ফেররেরো। ইতালীয় আক্রমণভাগের খেলোয়াড় ফাবিও কোয়াইয়ারেল্লা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

সাম্পদোরিয়া
পূর্ণ নামউনিওনে স্পোর্তিভা সাম্পদোরিয়া এস.পি.এ.
ডাকনামই ব্লুকেরচিয়াতি (নীল বৃত্ত)
লা সাম্প
ইল দোরিয়া
প্রতিষ্ঠিত১২ আগস্ট ১৯৪৬; ৭৭ বছর আগে (1946-08-12)
মাঠস্তাদিও লুইগি ফেররারিস
ধারণক্ষমতা৩৬,৫৩৬
সভাপতিইতালি মাসসিমো ফেররেরো
প্রধান কোচইতালি ক্লাউদিও রানিয়েরি
লিগসেরিয়ে আ
২০১৯–২০১৫তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ইউসি সাম্পদোরিয়া এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেরিয়ে আ, ৪টি কোপা ইতালিয়া, ১টি সুপারকোপ্পা ইতালিয়ানা এবং ২টি সেরিয়ে বি শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ১৯৯০ উয়েফা কাপ উইনার্স কাপ।

অর্জন

ঘরোয়া

সেরিয়ে আ

  • চ্যাম্পিয়ন (১): ১৯৯০–৯১

কোপ্পা ইতালিয়া

  • চ্যাম্পিয়ন (৪): ১৯৮৪–৮৫, ১৯৮৭–৮৮, ১৯৮৮–৮৯, ১৯৯৩–৯৪

সুপারকোপ্পা ইতালিয়ানা

  • চ্যাম্পিয়ন (১): ১৯৯১

সেরিয়ে বি

  • চ্যাম্পিয়ন (২): ১৯৩৩–৩৪, ১৯৬৬–৬৭

ইউরোপীয়

ইউরোপীয় কাপ

  • রানার-আপ (১): ১৯৯১–৯২

উয়েফা কাপ উইনার্স কাপ

  • চ্যাম্পিয়ন (১): ১৯৮৯–৯০
  • রানার-আপ (১): ১৯৮৮–৮৯

উয়েফা সুপার কাপ

  • রানার-আপ (১): ১৯৯০

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ