এম নাইট শ্যামালান

মনোজ নালিত্য শ্যামালান[১] (মালয়ালম: മനോജ് നെല്ലിയാട്ട് ശ്യാമളന്‍, তামিল: மனோஜ் நெல்லியட்டு ஷியாமளன்; জন্ম: ৬ আগস্ট, ১৯৭০) ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।[২] চলচ্চিত্র অঙ্গণে তিনি এম নাইট শ্যামালান নামে পরিচিত। সমসাময়িক সমাজ সংস্কৃতিতে অতিপ্রাকৃত উপাদান নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি সুপরিচিত। তার ছবিগুলো একটি জটিল এবং প্যাঁচালো কাহিনীর মাধ্যমে শেষ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহর এবং এর আশেপাশের অঞ্চলকে চলচ্চিত্র ফুটিয়ে তুলেছেন বিভিন্নভাবে। তার অধিকাংশ চলচ্চিত্রেই তাকে একটি গৌণ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। একে মূল ধারার অভিনয় না বলে ক্যামিও অ্যাপিয়ারেন্স বলাই অধিক যুক্তিসঙ্গত। তিনি মেজর ফিল্ম স্টুডিওতে কাজ করেন।

এম নাইট শ্যামালান
২০১৬ সালে শ্যামালান
জন্ম
মনোজ নালিত্য শ্যামালান

(1970-08-06) ৬ আগস্ট ১৯৭০ (বয়স ৫৩)
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার
দাম্পত্য সঙ্গীভাবনা ভাশ্বানী (১৯৯৩-)
সন্তান

শ্যামালানের সবচেয়ে প্রশংসিত চলচ্চিত্রগুলো হল অতিপ্রাকৃত ভীতিপ্রদ থ্রিলার দ্য সিক্স্‌থ সেন্স (১৯৯৯), সুপারহিরো থ্রিলার আনব্রেকেবল (২০০০), বিজ্ঞান কল্পকাহিনীমূলক ভীতিপ্রদ সাইন্‌স (২০০২) এবং ঐতিহাসিক নাট্যধর্মী ভীতিপ্রদ চলচ্চিত্র দ্য ভিলেজ (২০০৪)। শ্যামালানের পরবর্তীতে কল্পনাধর্মী চলচ্চিত্র লেডি ইন দ্য ওয়াটার (২০০৬), ভীতিপ্রদ থ্রিলার দ্য হ্যাপেনিং (২০০৮), দ্য লাস্ট এয়ারবেন্ডার (২০১০) এবং বিজ্ঞান কল্পকাহিনীমূলক আফটার আর্থ (২০১৩)। এই চলচ্চিত্রগুলো জন্য শ্যামালান নেতিবাচক সমালোচনা লাভ করেন, কিন্তু কয়েকটি চলচ্চিত্র বাণিজ্যিকভাবে সফল হয়। আফটার আর্থ ছবির বাণিজ্যিক ব্যর্থতার পর শ্যামালান ভীতিপ্রদ দ্য ভিজিট (২০১৫) এবং মনস্তাত্ত্বিক ভীতিপ্রদ স্প্লিট (২০১৬) দিয়ে সফল হন। ২০১০ সালে তিনি ডেভিল চলচ্চিত্র প্রযোজনা করেন।

২০০৮ সালে শ্যামালান ভারত সরকার কর্তৃক প্রদত্ত পদ্মশ্রী পদকে ভূষিত হন।[৩]

ফ্রান্সে শ্যামালান (ডানে)

চলচ্চিত্র তালিকা

বছরশিরোনামপরিচালকপ্রযোজকচিত্রনাট্যকারঅভিনেতাভূমিকাটীকা
১৯৯২প্রেয়িং উইথ অ্যাঙ্গারহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁদেব রমন
১৯৯৮ওয়াইড অ্যাওয়েকহ্যাঁনাহ্যাঁনা
১৯৯৯দ্য সিক্স্‌থ সেন্সহ্যাঁনাহ্যাঁহ্যাঁডঃ হিল
স্টুয়ার্ট লিটলনানাহ্যাঁনা
২০০০আনব্রেকেবলহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁস্টেডিয়ামে ড্রাগ বিক্রেতা
২০০২সাইন্‌সহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁরে রেড্ডি
২০০৪দ্য ভিলেজহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁজেনির্বাহী সঙ্গীত প্রযোজক
২০০৬লেডি ইন দ্য ওয়াটারহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁভিক র‍্যান
২০০৮দ্য হ্যাপেনিংহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁজোয়ি (কণ্ঠ)
২০১০দ্য লাস্ট এয়ারবেন্ডারহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁফায়ারবেন্ডারঅনুল্লেখ্য
ডেভিলনাহ্যাঁহ্যাঁনা
২০১৩আফটার আর্থহ্যাঁহ্যাঁহ্যাঁনা
২০১৫দ্য ভিজিটহ্যাঁহ্যাঁহ্যাঁনা
২০১৬স্প্লিটহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁজয়
২০১৯গ্লাসহ্যাঁহ্যাঁহ্যাঁ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ