এ জে স্টাইলস

আমেরিকান কুস্তিগীর

এলেন নিল জোন্স[৯] (জন্ম: জুন ২, ১৯৭৭),[১০] একজন মার্কিন পেশাদার কুস্তিগির যিনি তার রিং নাম এজে স্টাইলস নামে অধিক পরিচিত। (এ.জে. স্টাইলসও লেখা হয়) তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তিনি ডাব্লিউডাব্লিউই র ব্র্যান্ডে রেসলিং করেন।[৬]

এ জে স্টাইলস
এপ্রিল ২০১৮ সালে এ জে স্টাইলস
জন্ম নামএলেন নিল জোন্স
জন্ম (1977-06-02) জুন ২, ১৯৭৭ (বয়স ৪৬)
মেরিন কর্পস বেস ক্যাম্প লেজুনি, জ্যাকসনভিল, উত্তর ক্যারোলিনা, মার্কিন যুক্তরাষ্ট্র[১]
বাসস্থানগেইন্সভিল, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র[১]
শিক্ষা প্রতিষ্ঠানএন্ডারসন বিশ্ববিদ্যালয়[২]
দাম্পত্য সঙ্গীওয়েন্ডি জোন্স (বি. ২০০০)[৩]
সন্তান[৪]
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামএয়ার স্টাইলস[৫]
এ.জে. স্টাইলস[৫]
এজে স্টাইলস[৫][৬]
মি. অলিম্পিয়া[৭]
কথিত উচ্চতা৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)[৬]
কথিত ওজন২১৮ পা (৯৯ কেজি)[৬]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
গেইন্সভিল, জর্জিয়া[৮]
প্রশিক্ষকরিক মাইকেলস[৯]
অভিষেক১৯৯৮[৯]

স্টাইলস বেশ অনেকদিন ধরেই পেশাদার রেসলিং জগতের অন্যতম সেরা কুস্তিগির হিসেবে গণ্য হয়ে আসছেন।[১১] ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত টোটাল ননস্টপ অ্যাকশন রেসলিংয় সার্কিটে (TNA) রেসলিং করে তিনি অধিক পরিচিতি লাভ করেন। টিএনএর সবচেয়ে জনপ্রিয় কুস্তিগির হওয়ায় তিনি সেই সার্কিটে মি. টিএনএ নামে অধিক পরিচিত ছিলেন।[৮] যখন তিনি টিএনএতে ছিলেন, স্টাইলস ৩ বার এনডাব্লিউএ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং ২ বার ইমপ্যাক্ট রেসলিং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন। এছাড়াও তিনি ইমপ্যাক্ট রেসলিং এক্স ডিভিশন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী টাইটেলটি করায়ত্ত করেন, তিনি এই চ্যাম্পিয়নশিপটি মোট ৬ বার জয়লাভ করেন। স্টাইলস হচ্ছেন প্রথম পেশাদার কুস্তিগির যিনি টিএনএ ট্রিপল মুকুট (৫ বার) এবং টিএনএ গ্র্যান্ড স্লাম (২ বার) জয়লাভ করেছেন। ২০১০ সালে, টিএনএর সাথে সংযুক্ত প্রথম কুস্তিগির হিসেবে তিনি প্রো রেসলিং ইলাস্ট্রেটরের (PWI) পিডাব্লিউই৫০০ তালিকায় প্রথম স্থান অধিকার করেন। তিনি একই সাথে ২০০২-২০০৬ সালে রিং অফ অনার সার্কিটেও (ROH) কুস্তি করেছেন। উক্ত সময়ে তিনি আরওএইচ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেন (অ্যামাজিং রেডের সাথে) এবং আরওএইচ পিওর চ্যাম্পিয়নশিপ জেতা প্রথম কুস্তিগির হন। ২০১৪ সালে, তিনি নিউ জাপান প্রো-রেসলিংয়ের (NJPW) সাথে সংযুক্ত হন। সেখানে তিনি তার প্রথম ম্যাচেই সার্কিটটির সর্বোচ্চ টাইটেল আইডাব্লিউজিপি হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন। পরবর্তীতে তিনি রেসলিং ইতিহাসের অন্যতম প্রভাবশালী স্টেবল বুলেট ক্লাবের দলনেতার আসন দখল করেন।[১২][১৩] এছাড়াও তিনি নানা স্বাধীন সার্কিটের বিভিন্ন প্রমোশনে কুস্তি করেছেন। সেখানে তিনি বেশ কয়েকটি টাইটেল জিতেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল: পিডাব্লিউজি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আরপিডাব্লিউ ব্রিটিশ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ।

স্টাইলস সর্বপ্রথম ডাব্লিউডাব্লিউএফে (তখন ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন নামে পরিচিত ছিল) যোগদান করেন ২০০২ সালে, কিন্তু পরবর্তীতে তিনি ডাব্লিউডাব্লিউই ত্যাগ করেন কারণ তখন তাকে ডাব্লিউডাব্লিউইর উন্নয়নমূলক সংস্থায় রেসলিং করা্র প্রস্তাব দেওয়া হয়েছিল। দীর্ঘ ১৪ বছর পর ২০১৬ সালে, তিনি ডাব্লিউডাব্লিউইর সাথে আবারও চুক্তিতে আবদ্ধ হন এবং ২০১৬ সালের জানুয়ারি মাসে রয়্যাল রাম্বলে তিনি পুনরায় অভিষেক করেন। তিনি উক্ত রাম্বল ম্যাচে ৩ নম্বর প্রতিযোগী হিসেবে প্রবেশ করেন। প্রথম উপস্থিতিতেই তিনি দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন লাভ করেন। সেই বছরেরি এপ্রিল মাসে তিনি তার প্রথম রেসলম্যানিয়া ম্যাচ খেলেন। তিনি সেপ্টেম্বরে ব্যাকলেশ পিপিভিতে (Pay-per-view) তার প্রথম ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জয়ের পূর্বে বেশ কয়েকটি পিপিভিতে মেইন ইভেন্ট করেছেন। তিনি উক্ত টাইটেলটিকে ২০১৭ সালের রয়্যাল রাম্বল পর্যন্ত ধরে রাখেন, উক্ত পিপিভিতে জন সিনার কাছে পরাজিত হয়ে টাইটেলটি হারান। ২০১৬ সালে, তিনি প্রো রেসলিং ইলাস্ট্রেটর এবং রেসলিং অবজার্ভার নিউজলেটার নামের দুটো পত্রিকার পাঠকদের ভোটে "বছরের সেরা 'কুস্তিগির' নির্বাচিত হন।তিনি ডাব্লিউডাব্লিউইতে এপর্যন্ত একবার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন এবং দুইবারে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়েছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ