কম্বোডিয়ার জাতীয় পতাকা

জাতীয় পতাকা

নির্বাচনের মাধ্যমে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৩ সালে ক্যাম্বোডিয়ার জাতীয় পতাকা পুনর্বহাল হয়। ১৮৫০ সাল হতে ক্যাম্বোডীয় পতাকার মাঝে অ্যাংকর ভাটের চিত্র দৃশ্যমান। বর্তমান পতাকার মাঝে লাল এবং দুইদিকে নীল (আনুভূমিক ডোরার অনুপাত ১:২:১), যা ১৯৪৮ সালে ক্যাম্বোডিয়ার স্বাধীনতার সময় নির্বাচিত হয়েছিল। ১৯৭০ সালের ৯ই অক্টোবর পর্যন্ত এই পতাকা ব্যবহৃত হয়, যখন লন নলের খ্‌মের সাম্রাজ্যের জন্য নতুন পতাকা নির্বাচন করা হয়। পরবর্তী ১৯৭৫ থেকে ১৯৭৯ সময়কালীন প্রজাতান্ত্রিক কমপুচা লাল জমিনে হলুদ রঙের অ্যাংকর ভাট চিত্রিত পতাকা নির্বাচিত করে। ১৯৭৯ সালে গণপ্রজাতন্ত্রী কমপুচা প্রতিষ্ঠার পর পতাকার কিছু পরিবর্তন সাধিত হয়। পরবর্তীতে ১৯৮৯-১৯৯১ এবং ১৯৯২-১৯৯৩ দুই দফায় ভিন্ন পতাকা ব্যবহৃত হয়।

১৯৯৩ সাল থেকে চালু ক্যাম্বোডিয়ার পতাকা, পতাকার অনুপাত: ৩:৫

ঐতিহাসিক পতাকা

পতাকাসময়কালব্যবহার
১৮৬৩-১৯৪৮ফরাসি অধীনস্থ কম্বোডিয়ার পতাকা
১৯৪২-১৯৪৫জাপান অধিকৃত কম্বোডিয়ার পতাকা[১][২]
১৯৪৮-১৯৭০, ১৯৯৩-বর্তমানFlag of the Kingdom of Cambodia
১৯৭০-১৯৭৫Flag of the Khmer Republic
১৯৭৫-১৯৭৯Flag of Democratic Kampuchea
১৯৭৯-১৯৮৯Flag of the People's Republic of Kampuchea
১৯৮৯-১৯৯১Flag of the State of Cambodia
১৯৯২-১৯৯৩Flag of Cambodia under the United Nations Transitional Authority in Cambodia (UNTAC)
১৯৯৩-বর্তমানFlag of Kingdom of Cambodia

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ