কামিনী

উদ্ভিদের প্রজাতি

কামিনী (বৈজ্ঞানিক নাম: Murraya paniculata) সাধারণত কমলা জুঁই (ইংরেজি: orange jasmine, orange jessamine, china box or mock orange[২]) নামে পরিচিত একধরনের ক্রান্তীয়, চিরহরিৎ উদ্ভিদ যা ছোট, সাদা, সুবাসিত ফুল জন্মদানের মাধ্যমে শোভাময় বৃক্ষ বা প্রতিবন্ধক হিসাবে বর্ধিত হয়। কামিনী ঘনিষ্ঠভাবে লেবুবর্গের সঙ্গে সম্পর্কযুক্ত এবং কামকুআট সাদৃশ লাল-কমলা আকারে ছোট ফল বহন করে তবে কিছু প্রজাতি ফল উৎপাদন করে না।

কামিনী
কামিনী ফুল
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:উদ্ভিদ
শ্রেণীবিহীন:সপুষ্পক উদ্ভিদ
শ্রেণীবিহীন:Eudicots
শ্রেণীবিহীন:Rosids
বর্গ:Sapindales
পরিবার:Rutaceae
গণ:মুরায়্যা
প্রজাতি:মুরায়্যা প্যানিকুলাটা
দ্বিপদী নাম
মুরায়্যা প্যানিকুলাটা
(L.) Jack
প্রতিশব্দ[১]
  • Camunium exoticum (L.) Kuntze
  • Chalcas cammuneng Burm.f.
  • Chalcas exotica (L.) Millsp.
  • Chalcas intermedia M.Roem.
  • Chalcas japanensis Lour.
  • Chalcas paniculata L.
  • Chalcas sumatrana M.Roem.
  • Connarus foetens Blanco
  • Connarus santaloides Blanco
  • Murraya exotica L.
  • Murraya omphalocarpa Hayata

প্রতিনামসমূহ এবং সাধারণ ও স্থানীয় নামসমূহ

শ্রেণীকরণের সূত্র সমূহের জন্য ম. প্যানিকুলাটা হলো:

  • চ্যালসাস ইক্সোটিকা (কার্ল লিনিয়াস) মিল্সপ
  • চ্যালসাস পানিকুলাটা ল. (বাসিয়োনাইম)
  • মুরায়া ইক্সোটিকা (কার্ল লিনিয়াস)

উল্লেখযোগ্য প্রচলিত নাম:

কমলা জুঁই, চাইনিজ বক্স, মক কমলা, মক জামির, সাটিনউড,[৩] অথবা লেকভিউ জেসমিন (প্রধানত ফ্লোরিডায়)

বিবরণ

The flower of Murraya paniculata (কামিনী)is found in Bana Bithan,Kolkata,West Bengal,India.
চীনা বাক্সের ফল

কমলা জুঁই ৭ মিটার লম্বা পর্যন্ত বর্ধনশীল একটি ছোট, ক্রান্তীয়, চিরহরিৎ গাছ বা গুল্ম। এই গুল্ম সারা বছর ধরে ফুল ফোটাতে পারে[৫]। এর তার পাতার ধরন রোমশ এবং চকচকে হয়ে থাকে। ফুল সধারণত প্রান্তিক, অল্প-কুসুমিত, ঘন এবং সুগন্ধি হয়ে থাকে। পাপড়ি সাদা (বা ক্রিম ফেইড) রঙে আবৃত্ত থাকে এবং ১২-১৮ মিলিমিটার দীর্ঘ হয়। কামিনীর ফল কমলা থেকে লাল বর্ণের,[৬] মাংসল এবং এবং দৈর্ঘ্যে ১ ইঞ্চি পর্যন্ত আয়তাকার-ডিম্বাকার হয়ে থাকে।[৭]

পরিসর

কামিনী দক্ষিণদক্ষিণ পূর্ব এশিয়া, চীনঅস্ট্রালেশিয়া দেশগুলোর একটি স্থানীয় ফুল। এটি দক্ষিণ মার্কিন অঞ্চলের দেশীভূত।[৩]

ব্যবহার

প্রথাগতভাবে, কামিনী বেদনানাশক হিসেবে ঐতিহ্যগত ঔষধ এবং কাঠের জন্য ব্যবহার করা হয়।

প্রসারণ

কমলা জুঁই যৌন তার মাধ্যমে এর বীজ দ্বারা উদ্ভিদ প্রসারণ/প্রসারিত হয়। বিভিন্ন ​​পাখি এর ফল খেয়ে থাকে এবং মলত্যাগের সাথে এর বীজ বের করে দেয়। এটি কৃত্রিম কোমল কাষ্ঠ টুকরা দ্বারা এর প্রসারণ ঘটে থাকে।[৭]

ব্যাধি

কামিনী মাটি নেমাটোড, পরিমাপক ভুসা-সংক্রান্ত ছাঁচ এবং সাদা-মাছি প্রবন হয়।[৭]

কামিনী কীট পেস্ট ডায়াফোরিনা সাইট্রি, সাইট্রাস সাইলিডের পছন্দের। এই সাইলিড সাইট্রাস সবুজবর্ণ রোগের বাহক।[৮]

সম্ভাবনাময় ঔষধি ব্যবহারসমূহ

কামিনীর পাতার অশোধিত ইথানলীয় সার, ডায়রিয়া[৯] এবং অন্যান্য জ্বলনশীল ব্যথার নিরাময় হিসেবে কাজ করে।[১০]

পাদটিকা

সূত্র

  • ওয়েলশ,এস. এল. ১৯৮৮. Flora Societensis: A summary revision of the flowering plants of the Society Islands E.P.S. Inc., Orem, Utah.
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ