কারাকোরাম

পাকিস্তান ও চীনের মধ্যে সীমানা বিস্তৃত প্রধান পর্বতশ্রেণী

কারাকোরাম (ইংরেজি: Karakoram) পর্বতমালা হচ্ছে পাকিস্তান, ভারত, এবং চীনের সীমানা জুড়ে বিস্তৃত একটি বিস্তীর্ণ পার্বত্যাঞ্চল। এই পর্বতমালার অন্যান্য নামগুলি হল কৃষ্ণগিরি ও এশিয়ার মেরুদণ্ড। মূলত পাকিস্তানের গিলগিত-বালতিস্তান, ভারতের লাদাখ, এবং চীনের জিনজিয়ান প্রশাসনিক অঞ্চল জুড়ে এর অবস্থান। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম পার্বত্যাঞ্চলসমূহের একটি। কারাকোরাম পার্বত্যাঞ্চল বৃহত্তর হিমালয় পর্বতমালার অন্তর্গত এবং মূল হিমালয় পর্বতমালার সবচেয়ে উত্তর-পশ্চিম প্রান্তে এর অবস্থান।

কারাকোরাম
পর্বতমালা
মধ্য কারাকোরামে অবস্থিত বালতরো হিমবাহ। আট-হাজারী পর্বতশৃঙ্গের অন্যতম গাশারব্রুম ১ ও ২ এখানেই অবস্থিত।
মধ্য কারাকোরামে অবস্থিত বালতরো হিমবাহ। আট-হাজারী পর্বতশৃঙ্গের অন্যতম গাশারব্রুম ১ এখানেই অবস্থিত।
মধ্য কারাকোরামে অবস্থিত বালতরো হিমবাহ। আট-হাজারী পর্বতশৃঙ্গের অন্যতম গাশারব্রুম ১ এখানেই অবস্থিত।
দেশসমূহপাকিস্তান, ভারত, চীন
অঞ্চলসমূহগিলগিত-বালতিস্তান, লাদাখ, জিনজিয়াং
সীমান্ত রয়েছেলাদাখ রেঞ্জ, পামির, হিন্দু রাজ (হিন্দু কুশ)
সর্বোচ্চ বিন্দুকে২
 - উচ্চতা৮,৬১১ মিটার (২৮,২৫১ ফিট)
 - স্থানাঙ্ক৩৫°৫২′৫৭″ উত্তর ৭৬°৩০′৪৮″ পূর্ব / ৩৫.৮৮২৫০° উত্তর ৭৬.৫১৩৩৩° পূর্ব / 35.88250; 76.51333
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখা কারাকোরাম অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গসমূহ
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখা কারাকোরাম অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গসমূহ
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখা কারাকোরাম অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গসমূহ

কারাকোরাম পর্বতমালা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক আট-হাজারী (পাঁচ মাইল) পর্বতশৃঙ্গের আবাসস্থল।[১] এর মধ্যে রয়েছে ৮,৬১১ মি (২৮,২৫১ ফু)* উচ্চতাবিশিষ্ট কে২ যা মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। ৮,৮৪৮ মি (২৯,০২৯ ফু) উচ্চতাবিশিস্ট মাউন্ট এভারেস্টের তুলনায় কে২ মাত্র ২৩৭ মি (৭৭৮ ফু) ছোট।

পার্বত্যাঞ্চলটি দৈর্ঘ্যে প্রায় ৫০০ কিমি (৩১১ মা)। দুই মেরুঅঞ্চলের পর কারাকোরামই পৃথিবীর সবচেয়ে বেশি হিমবাহপূর্ণ এলাকা। এখানে অবস্থিত ৭০ কিমি (৪৩ মা) দীর্ঘ সিয়াচেন ও ৬৩ কিমি (৩৯ মা) দীর্ঘ বিয়াফো হিমবাহ যথাক্রমে মেরু অঞ্চলের বাইরে অবস্থিত বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম হিমবাহ।[২]

কারাকোরামের উত্তরপূর্বাঞ্চল তিব্বতীয় সমভূমি, এবং উত্তরাঞ্চল পামির পর্বতমালা দ্বারা বেষ্টিত। অঞ্চলটির দক্ষিণ সীমানা নির্ধারিত হয়েছে গিলগিত, সিন্ধু, ও শিওক নদীর মাধ্যমে। যা অঞ্চলটিকে হিমালয় পর্বতমালার উত্তর-পশ্চিম অংশ থেকে পৃথক করেছে। এবং নদীগুলো কারাকোরাম থেকে দক্ষিণপশ্চিমে পাকিস্তানের সমভূমির দিকে প্রবাহিত হয়েছে।

পাদটীকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ