কার্ল মালডেন

মার্কিন অভিনেতা

কার্ল মালডেন (ইংরেজি: Karl Malden; জন্ম: ম্লাদেন গেয়র্গ সেকুলোভিচ; সার্বীয় সিরিলিক: Младен Ђорђе Секуловић; ২২ মার্চ ১৯১২ - ১ জুলাই ২০০৯) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি চরিত্র অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং ৬০ বছরের অধিক সময় মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে তার চরিত্রে বুদ্ধিদীপ্ত গভীরতা ও শুদ্ধতা নিয়ে আসেন।[১] তন্মধ্যে উল্লেখযোগ্য হল আ স্ট্রিটকার নেমড ডিজায়ার (১৯৫১), যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার লাভ করেন, এবং অন দ্য ওয়াটারফ্রন্ট (১৯৫৪), পলিয়ানা (১৯৬০) ও ওয়ান আইড জ্যাকস (১৯৬১)। মালডেন পরবর্তীতে হলিউডের বেবি ডল, হাউ দ্য ওয়েস্ট ওয়াজ ওন, ও প্যাটন চলচ্চিত্রে অভিনয় করেন। টেলিভিশনে তিনি ১৯৭০-এর অপরাধ নাট্যধর্মী দ্য স্ট্রিটস অব সান ফ্রান্সিস্কো ধারাবাহিক লেফটেন্যান্ট মাইক স্টোন ও আমেরিকান এক্সপ্রেস ধারাবাহিকে স্পোকসম্যান চরিত্রে অভিনয় করেন।[২]

কার্ল মালডেন
Karl Malden
১৯৫০-এর দশকে প্রচারণামূলক ছবিতে মালডেন
জন্ম
ম্লাদেন গেয়র্গ সেকুলোভিচ

(1912-03-22) ২২ মার্চ ১৯১২ (বয়স ১১২)
মৃত্যু১ জুলাই ২০০৯(2009-07-01) (বয়স ৯৭)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সার্বিয়ার বেলগ্রেডে কার্ল মালডেনের স্মৃতিস্তম্ভ

চলচ্চিত্র ও সংস্কৃতি সমালোচক চার্লস চ্যাম্পলিন মালডেনকে আমজনতার একজন বলে অভিহিত করেন, "কিন্তু তার ব্যপ্তি সমাজের উঁচু থেকে নিচু পর্যন্ত চলাচল করে এবং তার বুদ্ধির মাত্রা নায়কোচিত থেকে শুরু করে সাধারণ ভদ্র মানুষ পর্যন্ত ব্যপ্ত।"[৩] তার মৃত্যুর সময় তাকে "তার সময়ের সেরা চরিত্র অভিনেতাদের একজন" বলে উল্লেখ করা হয়। মালডেন ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি ছিলেন।[২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ