গিজার মহা পিরামিড

গিজার মহা পিরামিড বা খুফুর পিরামিড (ইংরেজি: Great Pyramid of Giza) গিজার গোরস্তানের তিনটি পিরামিডের মধ্যে সবচাইতে পুরাতন এবং বড়। এটি বর্তমান মিসরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত। ১৪০ মিটার (৪৬০ ফুট) উঁচু পিরামিডে তিনটি প্রধান প্রকোষ্ঠ রয়েছে। এর গ্র্যান্ড গ্যালারির দৈর্ঘ্য ৪৭ মিটার, উচ্চতায় ৮ মিটার। বিজ্ঞানীরা পিরামিডটির ভেতরে একটি ‘বড় শূন্যস্থানের’ সন্ধান পেয়েছেন।[১]

খুফু'র পিরামিড
স্থানাঙ্ক২৯°৫৮′৪৫″ উত্তর ৩১°০৮′০৪″ পূর্ব / ২৯.৯৭৯১৭° উত্তর ৩১.১৩৪৪৪° পূর্ব / 29.97917; 31.13444
প্রাচীন নামখুফু এর হরিজন
নির্মিতআনু. ২৫৮০-২৫৬০ বিসি (মিশরের চতুর্থ রাজবংশ)
ধরণসত্য পিরামিড
উপাদানচুনাপাথর, গ্রানাইট
উচ্চতা১৪৬.৭ মিটার (৪৮১ ফু) অথবা ২৮০ মিশরীয় রয়েল কিউবিটস
১৩৮.৮ মিটার (৪৫৫ ফু) (সমসাময়িক)
ভিত্তিএর দৈর্ঘ্য ২৩০.৩৪ মিটার (৭৫৬ ফু) অথবা ৪৪০ মিশরীয় রয়েল কিউবিটস
আয়তন২৫,৮৩,২৮৩ ঘনমিটার (৯,১২,২৭,৭৭৮ ঘনফুট)
ঢাল৫১°৫২'±২'
ভবনের বিস্তারিত
মানচিত্র
উচ্চতার রেকর্ড
বিশ্বব্যাপি অঞ্চলের সর্বোচ্চ স্থাপনা (২৫৬০ বিসি থেকে ১৩১১ এডি পর্যন্ত)[I]
পূর্ববর্তীনিবন্ধিত নেই
পরবর্তীলিঙ্কোন গির্জা

ইতিহাস

মিশোরের সবচেয়ে বড়, পুরোনো এবং আকর্ষনীয় পিরামিড হচ্ছে গিজা'র পিরামিড যা খুফু'র পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর আগে। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১ লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খন্ড দিয়ে। পাথর খন্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন, আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মত। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দুরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হত। চার হাজারের বছরের পুরানো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে; অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিচ্ছে। আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল ঢালছে বালির উপরে। এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এভাবে নিয়ে যাওয়া হয়েছিল আড়াই টন ওজনের এক একটা ব্লক।[২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

রেকর্ড
পূর্বসূরী
স্নেফেরুর লাল পিরামিড
বিশ্বের উচ্চতর কাঠামো
সি. ২৫৭০ খ্রীষ্টপূর্বাব্দ—১৩০০ খ্রীষ্টাব্দ
১৪৬.৬ মিটার
উত্তরসূরী
লিঙ্কন ক্যাথিড্রাল

টেমপ্লেট:মেমফিস কবরস্থান

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ