ঘর্মমেদীয় চর্মপ্রদাহ

ঘর্মমেদীয় চর্মপ্রদাহ (ইংরেজি: Seborrheic dermatitis; "সেবোরেইক ডারমাটাইটিস") এক ধরনের সাধারণ চর্মরোগ, যা সাধারণত মাথার ত্বককে ক্ষতিগ্রস্ত করে। এই রোগের কারণে আক্রান্ত স্থান লাল এবং খসখসে হয়ে যায় ও খুশকি দেখা দেয়। মুখমণ্ডল, বুকের উপরের অংশ এবং পিঠের মতো শরীরের তৈলাক্ত অংশকেও এই রোগ আক্রান্ত করতে পারে।

ঘর্মমেদীয় চর্মপ্রদাহ
প্রতিশব্দSeborrhoea, sebopsoriasis, seborrhoeic eczema, pityriasis capitis[১][২]
নাক এবং মুখের মধ্যে ঘর্মমেদীয় চর্মপ্রদাহের একটি উদাহরণ
বিশেষত্বত্বকবিজ্ঞান
লক্ষণফাটা, আঁশ উঠা, চটচটে, লাল, এবং ত্বকের প্রদাহ[৩][৪]
স্থিতিকালদীর্ঘমেয়াদী[৫]
কারণএকাধিক কারণ[৫]
ঝুঁকির কারণমানসিক চাপ, শীত, দুর্বল অনাক্রম্যতা, পার্কিনসন রোগ[৫]
রোগনির্ণয়ের পদ্ধতিউপসর্গ উপর ভিত্তি করে[৫]
পার্থক্যমূলক রোগনির্ণয়সোরিয়াসিস, atopic dermatitis, tinea capitis, rosacea, systemic lupus erythematosus[৫]
ঔষধছত্রাকনিরোধী মলম, প্রদাহনিরোধক , coal tar, আলোক-চিকিৎসা[৪]
সংঘটনের হার~৫% (প্রাপ্তবয়স্ক),[৫] ~১০% (শিশু)[৬]

ঘর্মমেদীয় চর্মপ্রদাহ সমগ্র শরীরের উপর প্রভাব ফেলে না, কিন্ত এর কারণে রোগী অস্বস্তিবোধ করতে পারে। এটি কোনো সংক্রামক রোগ নয়। অস্বাস্থ্যকর জীবনযাপনের সাথেও এর কোনো সম্পর্ক নেই।

সাধারণত ঘর্মমেদীয় চর্মপ্রদাহ দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এর লক্ষণ দূর করার জন্য রোগীকে বারবার চিকিৎসা নেয়া লাগতে পারে। তবে সেরে যাওযার পরও এগুলি আবার দেখা দিতে পারে। এই রোগের লক্ষণগুলি পর্যবেক্ষণ করে রোগী নিজে থেকেই কিছু ব্যবস্থা নিতে পারেন বা ঔষধ গ্রহণ করতে পারেন।

ঘর্মমেদীয় চর্মপ্রদাহ খুশকি, সেবোরিক একজিমা বা সেরাইওসিস নামেও পরিচিত। শিশুদের ক্ষেত্রে এই রোগকে ক্রেডল ক্যাপও বলা হয়।

লক্ষণ

মাথার ত্বকের ওপর ঘর্মমেদীয় চর্মপ্রদাহ
মাথার ত্বকের ওপর তীব্র প্রকৃতির ঘর্মমেদীয় চর্মপ্রদাহ

এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:

  • ত্বকের ফুসকুড়ি (Skin rash)
  • শুষ্ক, খসখসে, আঁশযুক্ত ত্বক (Skin dryness, peeling, scaliness, or roughness)
  • অস্বাভাবিক ত্বক (Abnormal appearing skin)
  • ত্বকে চুলকানি (Itching of skin)
  • মাথার অস্বাভাবিক ত্বক (Irregular Appearing scalp)
  • শুষ্ক বা খসখসে মাথার ত্বক (Dry or Flaky Scalp)
  • মাথার ত্বকে চুলকানি (Itchy scalp)
  • ব্রণ/পিমপল (Acne or pimples)
  • ত্বকের ক্ষত (Skin lesion)
  • চুল পড়ে যাওয়া (Too little hair)
  • ত্বকের বৃদ্ধি (Skin growth)

কারণ

চিকিৎসকেরা ঘর্মমেদীয় চর্মপ্রদাহের সঠিক কারণ সম্বন্ধে এখনো নিশ্চিত নন। তবে এই রোগটির সাখে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কযুক্ত হতে পারে।

  • ম্যালাসেজিয়া নামক এক ধরনের ইস্ট (ছত্রাক) যা ত্বকের তৈলগ্রন্থিতে থাকে।
  • সোরিয়াসিসের (এক ধরনের চর্ম রোগ) সাথে সম্পর্কযুক্ত প্রদাহজনিত (ইনফ্ল্যামেটরি) প্রতিক্রিয়া।

বসন্ত ও শীতকালের শুরুতে এই রোগ তীব্র আকার ধারণ করে।

যারা ঝুঁকির মধ্যে আছে

লিঙ্গ

পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয় হওয়ার গড়পড়তা সম্ভাবনা বেশি থাকে। নারীদের মধ্যে এই রোগ নির্ণয় হওয়ার সম্ভাবনা ১ গুণ কম।

জাতি

শ্বেতাঙ্গদের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা ১ গুণ কম। কৃষ্ণাঙ্গ, স্পেনীয়-বংশোদ্ভূত ও অন্যান্য জাতির মানুষের মধ্যে এই রোগ নির্ণয় হওয়ার গড়পড়তা সম্ভাবনা থাকে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন