চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠান

ভারতের কলকাতায় অবস্থিত ক্যান্সার চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান

চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠান বা চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট (সিএনসিআই) হল ভারতের পঁচিশটি আঞ্চলিক ক্যান্সার চিকিৎসা ও গবেষণার অন্যতম প্রতিষ্ঠান।[২][৩][৪] প্রতিষ্ঠানটি দক্ষিণ কলকাতার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছেই আবস্থিত। ১৯৫০ খ্রিস্টাব্দের ২ জানুয়ারি এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ১৯৩৫ খ্রিস্টাব্দে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী রসায়ন বিজ্ঞানী ইরেন জোলিও-ক্যুরিদেশবন্ধু চিত্তরঞ্জন দাশের দানের জমি ও সম্পত্তির উপর প্রতিষ্ঠার কারণে চিত্তরঞ্জন দাশের নামেই নামাঙ্কন করা হয়।

চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠান
মানচিত্র
ভৌগোলিক অবস্থান
অবস্থান১) ৩৭, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা ৭০০ ০২৬
২) ডি জে ব্লক,অ্যাকশন এরিয়া ১, ২৯৯ নম্বর স্ট্রীট, নিউটাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
স্থানাঙ্ক২২°৩১′৩২.৪৭″ উত্তর ৮৮°২০′৪৭.৬৮″ পূর্ব / ২২.৫২৫৬৮৬১° উত্তর ৮৮.৩৪৬৫৭৭৮° পূর্ব / 22.5256861; 88.3465778
সংস্থা
যত্ন ব্যবস্থাপাবলিক
তহবিলসরকার
ধরনহাসপাতাল
অধিভুক্ত বিশ্ববিদ্যালয়
পরিষেবা
মানদণ্ডআঞ্চলিক ক্যান্সার কেন্দ্র
শয্যা৬৬০[১]
ইতিহাস
চালু২ জানুয়ারি ১৯৫০ (1950-01-02)
সংযোগ
ওয়েবসাইটwww.cnci.ac.in উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

দ্বিতীয় ক্যাম্পাস

২০২০ খ্রিস্টাব্দের ১৯ আগস্ট হতে বহির্বিভাগের রোগীর পরিষেবা কলকাতার রাজাহাটস্থিত আধুনিকতম প্রযুক্তি সম্বলিত ৪৬০ শয্যা বিশিষ্ট নতুন ক্যাম্পাসে শুরু হয়।[৫] কলকাতার নিউ টাউনে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসটি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে তৈরি করা হয়েছে। ভবনে নিউক্লিয়ার মেডিসিন (পিইটি), ৩.০ টেসলা এমআরআই, ১২৮ স্লাইস সিটি স্ক্যানার, রেডিওনিউক্লাইড থেরাপি ইউনিট, এন্ডোস্কোপি স্যুট, আধুনিক ব্র্যাকিথেরাপি ইউনিট ও ৬৫০টি শয্যাসহ ক্যান্সার চিকিৎসার অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে।[৬][৭],এছাড়াও রোগীর আত্মীয়দের থাকার জন্য অতিথিনিবাস, চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ১০০০ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালে ৭৫০টি শয্যার পরিকল্পনা আছে। ২০২২ খ্রিস্টাব্দের ৭ জানুয়ারি শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন।[৮]এখনও পর্যন্ত ৫৩০ কোটি টাকার অর্থ ব্যয় হয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় সরকার ৪০০ কোটি এবং বাকিটা ৭৫:২৫ অনুপাতে পশ্চিমবঙ্গ সরকার ব্যয় করছে।[৭][৬] প্রতিষ্ঠানটি এক অত্যাধুনিক ক্যান্সার গবেষণা কেন্দ্র হিসাবেও কাজ করবে।[৬]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ