চীনা বিজ্ঞান অ্যাকাডেমি

চীনা বিজ্ঞান অ্যাকাডেমি (ইংরেজি Chinese Academy of Sciences বা CAS; চীনা: 中国科学院) গণপ্রজাতন্ত্রী চীনের প্রাকৃতিক বিজ্ঞান বিষয়রে জাতীয় অ্যাকাডেমি (উচ্চশিক্ষায়তনিক গবেষণা প্রশাসন সংস্থা)। প্রজাতন্ত্রী চীন (১৯১২-১৯৪৯) পর্বে এটি ইংরেজিতে আকাদেমিয়া সিনিকা নামে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৮০-র দশক পর্যন্ত এই নামেই পরিচিত ছিল।[৩] এটি চীনা প্রকৌশল অ্যাকাডেমি-র সাথে একত্রে সমষ্টিগতভাবে "দুই অ্যাকাডেমি" (两院)" নামে পরিচিত। এ দুইটি সংস্থা চীনের জাতীয় বৈজ্ঞানিক চিন্তাকেন্দ্র ও উচ্চশিক্ষায়তনিক প্রশাসনিক সংগঠন হিসেবে কাজ করে এবং জাতীয় অর্থনীতি, সামাজিক উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতি বিষয়ক সমস্যাগুলির ব্যাপারে পরামর্শদাতা ও মূল্যায়নকারীর ভূমিকা পালন করে। এটির প্রধান কার্যালয় চীনের রাজধানী বেইজিংয়ের শিছেন জেলাতে অবস্থিত।[৪] সমগ্র চীনের এর শাখাগুলি ছড়িয়ে আছে। এছাড়াও সংস্থাটি শতশত বাণিজ্যিক উদ্যোগ সৃষ্টি করেছে, যাদের মধ্যে লেনোভো সবচেয়ে বিখ্যাত।

চীনা বিজ্ঞান অ্যাকাডেমি
চীনা বিজ্ঞান অ্যাকাডেমির প্রধান কার্যালয়, বেইজিং
মূল প্রতিষ্ঠানচীনের রাষ্ট্র পরিষদ
প্রতিষ্ঠাতা(গণ)Government Administration Council of the Central People's Government (emerged to the State Council in 1954)
প্রতিষ্ঠিত১ নভেম্বর ১৯৪৯; ৭৪ বছর আগে (1949-11-01)
কেন্দ্রবিন্দুপ্রাকৃতিক বিজ্ঞানসমূহ
সভাপতিহোউ চিয়েনকুও
কর্মচারী৬০,০০০ (২০১৮)[১]
বাজেটCN¥১৬২.১ billion (2022)[২]
অবস্থান
দেশব্যাপী
,
ঠিকানা52 Sanlihe Rd, Xicheng District, Beijing (Headquarters)
ওয়েবসাইটenglish.cas.cn
cas.cn

চীনা বিজ্ঞান অ্যাকাডেমি বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক গবেষণা সংস্থা। ২০১৮ সালে এখানে ৬০ হাজার গবেষক কাজ করতেন।[১] ২০১৬ সালে এটির অধীনে ১১৪টি ইনস্টিটিউট (গবেষণা প্রতিষ্ঠান) ছিল।[৫] এটি নিয়মিত সারা বিশ্বের সবচেয়ে সেরা গবেষণা প্রতিষ্ঠানগুলির একটি হিসেবে মর্যাদাক্রম লাভ করে আসছে।[৬][৭][৫] চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চীনা বিজ্ঞান অ্যাকাডেমির বিশ্ববিদ্যালয় - এই দুইটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এটির সাথে হয় সংশ্লিষ্ট বা এটির অধীনে অবস্থিত।[৮]

২০১৬ সালে প্রথম প্রকাশিত হবার পর থেকে নেচার সূচক অনুযায়ী ধারাবাহিকভাবে প্রতি বছর চীনা বিজ্ঞান অ্যাকাডেমি বিশ্বের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে।[৯][১০][১১][১২][১৩][১৪] বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনস্টিটিউটগুলির মধ্যে ১৯৮১ থেকে ২০১৮ সাল পর্যন্ত এটি ওয়েব অভ সায়েন্স-এর সূচিভুক্ত নিবন্ধের সংখ্যা অনুযায়ী টেকসই উন্নয়নের উপরে সবচেয়ে বেশিসংখ্যক নিবন্ধ প্রকাশ করেছে।[১৫]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ