চীনা শিল্প ও বাণিজ্যিক ব্যাংক

চীন সরকারের মালিকাধীন একটি বাণিজ্যিক ব্যাংক।

চীনা শিল্প ও বাণিজ্যিক ব্যাংক (চীনা: 中国工商银行; ফিনিন: Zhōngguó gōngshāng yínháng; সংক্ষেপিত: আইসিবিসি) চীনের একটি বহুজাতিক ব্যাংকিং কোম্পানি। বর্তমানে মোট সম্পদের পরিমাণ অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটির সদর দপ্তর চীনের রাজধানী বেইজিং শহরে অবস্থিত।[৯]

চীনা শিল্প ও বাণিজ্যিক ব্যাংক
স্থানীয় নাম
中国工商银行 zhong guo gong shang yin hang[১]
ধরনপাবলিক কোম্পানি; রাষ্ট্র মালিকানাধীন
আইএসআইএনCNE1000003G1
শিল্পব্যাংকিং
আর্থিক পরিষেবা
বিনিয়োগ সেবা
প্রতিষ্ঠাকালবেইজিং, চীন
(১৯৮৪; ৪০ বছর আগে (1984))
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
চেন সিকিং (陈四清: চেয়ারম্যান)[২][৩]
গু শু (প্রধান নির্বাহী কর্মকর্তা)[৪]
পণ্যসমূহব্যাংকিং ও আর্থিক পরিষেবা
ক্রেডিট কার্ড
বিনিয়োগ
আয়বৃদ্ধি CN¥৭২৫.১২ বিলিয়ন
$১০৫.৪  বিলিয়ন (২০১৮)[৫][৬]
সুদ ও করপূর্ব আয়
বৃদ্ধি CN¥৩৬৯.৩২  বিলিয়ন
$৫৩.৬৮ বিলিয়ন (২০১৮)[৫]
নীট আয়
বৃদ্ধি CN¥২৯৮.৭২ বিলিয়ন
$৪৩.৪২ বিলিয়ন (২০১৮)[৫]
মোট সম্পদবৃদ্ধি CN¥২৭.৭০ ট্রিলিয়ন US$৪,০২৭.৪৪ বিলিয়ন (২০১৮)[৭]
মোট ইকুইটিবৃদ্ধি CN¥২.৩৩ ট্রিলিয়ন
$৩৩৮.৭ বিলিয়ন (২০১৮)[৫]
মালিকচীন সরকার|(৭০.৮২% ভোটাধিকার)
অন্যান্য(২৯.১২}}
কর্মীসংখ্যা
হ্রাস ৪৫৩,০৪৮ (২০১৮)[৮]
চীনা নাম
সরলীকৃত চীনা 中国工商银行股份有限公司
ঐতিহ্যবাহী চীনা 中國工商銀行股份有限公司
আক্ষরিক অর্থশেয়ার দ্বারা সীমাবদ্ধ চীনা শিল্প ও বাণিজ্যিক ব্যাংক
বিকল্প চীনা নাম
সরলীকৃত চীনা 中国工商银行
ঐতিহ্যবাহী চীনা 中國工商銀行
দ্বিতীয় বিকল্প চীনা নাম
চীনা 工行
মূলধন অনুপাতবৃদ্ধি ১২.৮৭% (CET1)[৬]
ওয়েবসাইটicbc.com.cn

ব্যাংকটি ১৯৮৪ সালের ১ জানুয়ারী একটি লিমিটেড কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয়। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির মূলধনের যোগান দেয় চীনের অর্থ মন্ত্রণালয়।[১০] ২০১৩ সালে ব্যাংকটির টায়ার ১ মূলধন ছিল এক হাজার বৈশ্বিক ব্যাংকের মধ্যে সর্বাধিক। [১১] পরবর্তীকালে, ২০১৭ এবং ২০১৮-তে বিশ্বের বৃহত্তম ব্যাংকের তালিকা অনুযায়ী ব্যাংকটি মোট সম্পদের ভিত্তিতে বিশ্বের ১০০০টি বৃহত্তম ব্যাংকের মধ্যে প্রথম হয় [১২] (৩১ ডিসেম্বর ২০২০ $৪.৩২৪ ট্রিলিয়ন)।[৭][১৩] ব্যাংকটিকে আর্থিক স্থিতিশীলতা বোর্ড কর্তৃক পরিচলিত একটি পদ্ধতিগত গুরুত্বপূর্ণ ব্যাংক হিসাবে বিবেচনা করা হয়।

ব্যাংকটির বেশ কয়েকজন প্রাক্তন কর্মচারী চীন সরকারের বিশিষ্ট পদে কাজ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাবেক চেয়ারম্যান হুইমান ইয়ি এবং ডেপুটি গভর্নর গংশেং প্যান।

ইতিহাস

১৯৪৮-১৯৭৯

১৯৪৮ সাল থেকে চীনের মনো-ব্যাংকিং ব্যবস্থার মুলে ছিল পিপলস ব্যাংক অব চায়না, যেটি বাণিজ্যিক খাতে ঋণনীতি প্রণয়ন এবং কার্যক্রম উভয়ই পরিচালনা করতো। ১৯৭৮ থেকে ১৯৭৯ সালের মধ্যে চীন সরকার ব্যাংকিং খাতের সংস্কারের সূচনা করেছিল। তখন একটি কেন্দ্রীয় ব্যাংকের সাথে চারটি কেন্দ্রীয় সরকারী মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এই চারটির মধ্যে একটি হল আইসিবিসি।

১৯৭৯-১৯৮৫

এই সময়ের মধ্যে চীনে দ্বি-স্তরীয় ব্যাংকিং ব্যবস্থা তৈরি করা হয়েছে।

১৯৮৪-২০০৫

১৯৮৩ সালের সেপ্টেম্বরে চীন সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে চীনের রাজ্য পরিষদের অধিকারের দ্বন্দ্বের ফলে সরকারের কিছু কার্যক্রম স্বাধীনভাবে পরিচালিত কোনো প্রতিষ্ঠানের দ্বারা পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।[১৪] পরবর্তীতে, চীনা শিল্প ও বাণিজ্যিক ব্যাংক নামকরণ করে ১৯৮৪ সালের ১ জানুয়ারি ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়। আইসিবিসি ১৯৭৮-১৯৭৯ সালের চারটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে চতুর্থ ছিল। [১৫] তথন এটি পিপলস ব্যাংক অব চায়না থেকে বাণিজ্যিক কার্যক্রমের (শিল্প ঋণ এবং সঞ্চয় ব্যবসা) নিয়ন্ত্রণ গ্রহণ করে। [১৬] বাণিজ্যিক কার্যক্রম আলাদা করার উদ্দেশ্য ছিল পরবর্তীতে পিপলস ব্যাংক অব চায়নাকে কেন্দ্রীয় ব্যাংকে রূপান্তরিত করা।[১৬]

আইসিবিসি ২০১১ সালে লুক্সেমবার্গে একটি শাখা খোলে যা ব্যাংকেটির ইউরোপীয় সদর দফতরে পরিনত হয়।[১৭] আইসিবিসি (ইউরোপ) এস. এ প্রধান ইউরোপীয় শহরগুলিতে, যেমন: প্যারিস, আমস্টারডাম, ব্রাসেল্‌স, মিলান, মাদ্রিদ, বার্সেলোনা, ওয়ারশ এবং লিসবনে শাখার মাধ্যমে ব্যাংকিং পরিচালনা করে। [১৮]

ব্যাংকটির হংকং কার্যক্রম আইসিবিসি এশিয়া নামে তালিকাভুক্ত। এটি ফোর্টিস ব্যাংকের হংকং সাবসিডিয়ারি কিনে নেয় এবং ২০০৫ সালের ১০ অক্টোবর থেকে নিজ নামে ব্যবসায় শুরু করে।

২০০৬-২০০৮

ক্রেতা নির্ভরতা

২০০৬ সালের হিসাব অনুসারে আইসিবিসি-এর কর্পোরেট গ্রাহক ছিল প্রায় ২.৫ মিলিয়ন এবং খুচরা গ্রাহক ১৫০ মিলিয়ন। [১৯]

আইপিও

২০০৬ সালের ২৮ এপ্রিল পরিকল্পিত আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে তিনটি "কৌশলগত বিনিয়োগকারী" ব্যাংকটিতে $৩.৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে:

  • গোল্ডম্যান স্যাক্‌স ব্যাংকটির ৫.৭৫% মালিকানা $২.৬ মিলিয়ন ডলারে কিনে নেয়। ওই সময়ে এটি ছিল গোল্ডম্যান স্যাক্‌সের সবচেয়ে বড় অঙ্কের বিনিয়োগ। [২০]
  • ড্রেসডনার ব্যাংক (কমার্জব্যাংকের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান) $১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। [২১] এবং
  • আমেরিকান এক্সপ্রেস $২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে।[২১]
আইসিবিসির বেইজিং শাখা, বেইজিং, চীন।
সিয়ানে আইসিবিসি ভবন।
টোকিওতে আইসিবিসি ভবন।
করাচিতে আইসিবিসি ভবন।

আইসিবিসি ২০০৬ সালের ২৭ অক্টোবর একই সাথে হংকং স্টক এক্সচেঞ্জ এবং সাংহাই স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত হয়েছিল। সেই সময়ে এটি ছিল বিশ্বের বৃহত্তম আইপিও যার মূল্য $২১.৯ বিলিয়ন মার্কিন ডলার। এর আগের রেকর্ডটি ছিল ১৯৯৮ সালে জাপানী প্রতিষ্ঠান এনটিটি দোকমোর $১৮.৪ বিনিয়ন ডলার মূল্যের আইপিও। [২২] ২০১০ সালে চীনা কৃষি ব্যাংক আইসিবিসি-এর আইপিও রেকর্ড ভেঙ্গে $২২.১ বিলিয়ন ডলারের আইপিও ইস্যু করে।

২০০৭ সালের জুলাই মাসে আইসিবিসি আয়ের দিক থেকে বিশ্বের ৩০তম স্থানে ছিল। [২৩]

বিদেশী কার্যক্রম

১৯৯১ সালের পরে দ্বিতীয় চীনা ব্যাংক হিসেবে ব্যাংকটি ২০০৮ সালের আগস্ট মাসে নিউ ইয়র্কে শাখা খোলার অনুমতি পায়। [২৪] ২০০৮ সালে ট্রাম্প টাওয়ারে অফিস স্থাপনের জন্য আইসিবিসি ও ট্রাম্প সংস্থার মধ্যে একটি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। [২৫]

২০১১-২০১৭

ইউনিভার্সাল বেইজিং রিসোর্টে আইসিবিসি বেইজিং কুনফাং উপ-শাখা।

২০১১ সালের ২৪ জানুয়ারী ব্যাংকটি স্পেনের মাদ্রিদে একটি শাখা অফিস খোলে। [২৬]

২০১১ সালের ২০ মে ব্যাংকটি পাকিস্তানে দুটি শাখা স্থাপন করে, একটি করাচিতে এবং অন্যটি ইসলামাবাদে। ২০১১ সালের ১৮ আগস্ট এটি স্টেট ব্যাংক অব পাকিস্তান থেকে কর্যারাম্ভের অনুমতি পায় এবং ব্যবসায় শুরু করে।

২০১৪ সালের ২ ডিসেম্বরে এটি টায়ার ১ মূলধন এবং মোট সম্পদের হিসাবে বিশ্বের বৃহত্তম ব্যাংকে পরিনত হয়। [২৭]

পরিচালনা পর্ষদ

ব্যাংকটির কর্মী সংখ্যা ৪৪৯,২২৬ জন। এটি ২৪ সদস্যের একটি পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত হয়। বোর্ডের প্রধান একজন চেয়ারম্যান। অন্যান্য সদস্যের মধ্যে রয়েছে একজন তত্ত্বাবধায়ক বোর্ডের চেয়ারম্যান এবং একজন ভাইস-চেয়ারম্যান ও সদস্য। বোর্ডের বর্তমান চেয়ারম্যান চেন সিকিং, যিনি এর আগে ব্যাংক অব চায়নার কৌশলগত উন্নয়ন কমিটির চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান এবং অংশগ্রহণকারী বোর্ড সদস্য ছিলেন। ২০১৯ সালের এপ্রিলে তিনি ব্যাংক অব চায়না থেকে পদত্যাগ করে আইসিবিসির দায়িত্ব গ্রহণ করে।[২৮] [২৯]

১৭ মে ২০২০ পর্যন্ত পরিচালনা পর্ষদের সদস্য ও গঠন নিন্মরুপ: [৩০]

  • চেন সিকিং (陈四清): চেয়ারম্যান;
  • গু শু: সভাপতি;
  • লু ইয়ংজেন: সদস্য;
  • জেং ফুকিং: সদস্য;
  • মেই ইংচুন: সদস্য;
  • ফেং উইডং: সদস্য;
  • কাও লিকুন: সদস্য;
  • অ্যান্টনি ফ্রান্সিস নিওহ: সদস্য;
  • ইয়াং সিউ শুন: সদস্য;
  • শেন সি: সদস্য;
  • নাউট ওয়েলিংক: সদস্য; এবং
  • ফ্রেড জুলিউ হু: সদস্য।

সহযোগী সংগঠন

দেশীয়

  • আইসিবিসি ক্রেডিট সুইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোং., লি.

আন্তর্জাতিক

  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (এশিয়া);
  • আইসিবিসি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি;
  • আইসিবিসি ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ লিমিটেড;
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (কানাডা);
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না ইউএসএ এনএ;
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (মেক্সিকো);
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (ম্যাকাও);
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (থাই);
  • আইসিবিসি তুরস্ক;
  • আইসিবিসি আর্জেন্টিনা;
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (পাকিস্তান); এবং
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (জুরিখ)।

পুরস্কার

  • ফোর্বস গ্লোবাল ২০০০ (২০১৯-২০১৯ র‍্যাঙ্কিংয়ের সংস্করণ)– বিশ্বের বৃহত্তম পাবলিক কোম্পানি [৩১] [৩২]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ