চুচিয়াং নদী (চীন)

দক্ষিণ-পূর্ব চীনে অবস্থিত দেশটির তৃতীয় দীর্ঘতম নদী

চুচিয়াং নদী[টীকা ১][টীকা ২] (চীনা ভাষাতে 珠江) ছাং চিয়াং নদীহুয়াংহো নদীর পরে চীনের তৃতীয় দীর্ঘতম নদী, এবং জলবহনের ক্ষমতা অনুযায়ী চীনের দ্বিতীয় বৃহত্তম নদী (ছাং চিয়াং নদীর পরে)। নদীটির মোট দৈর্ঘ্য ২৪০০ কিলোমিটার (১৫০০ মাইল)। ইংরেজিতে এটি ক্যান্টন নদী নামেও পরিচিত ছিল। নদীটি দক্ষিণ চীনের একটি বিস্তৃত নদী ব্যবস্থা। চুচিয়াং নদীর সঙ্গে কুয়াংতুং প্রদেশের শি নদী ("পশ্চিম নদী"), পেই নদী ("উত্তর নদী") এবং তুং নদী ("পূর্ব নদী") মিলিত হয়েছে। এই নদীগুলিকে চুচিয়াং নদীর উপনদী হিসাবে গণ্য করা হয়। এই নদীব্যবস্থাটি একটি সাধারণ বদ্বীপ অববাহিকা গঠন করেছে, যার নাম চুচিয়াং নদীর ব-দ্বীপ অববাহিকা। ৪০৯,৪৮০ বর্গকিলোমিটার আয়তনের চুচিয়াং নদীর অববাহিকা (珠江 流域) লিয়াংকুয়াং অঞ্চলের (বর্তমান কুয়াংতুং এবং কুয়াংশি প্রদেশগুলির সমষ্টি) জল নিষ্কাশন করে। নদীটি চীনের ইউন্নান প্রদেশ থেকে উৎপন্ন হয়ে কুয়েই চৌ, হুনান, চিয়াংশি, কুয়াংতুং, কুয়াংশি, হংকং, ও ম্যাকাও এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ চীন সাগরে পতিত হয়েছে। নদীটির তীরে চীনের তৃতীয় বৃহত্তম নগরী কুয়াংচৌ অবস্থিত।

চুচিয়াং নদী (珠江)
কুয়াংচৌ নগরীর পাশে চুচিয়াং নদী
কুয়াংচৌ নগরীর পাশে চুচিয়াং নদী
কুয়াংচৌ নগরীর পাশে চুচিয়াং নদী
ডাকনাম: Pl
দেশসমূহচীন, ভিয়েতনাম
রাজ্যসমূহইয়ুন্নান, কুইচৌ, কুয়াংশি, কুয়াংতুং, হংকং, ম্যাকাও, কাউ বাঁন প্রদেশ, লাং সন প্রদেশ
উৎসবিভিন্ন স্থান হতে উৎপত্তি
মোহনাদক্ষিণ চীন সাগর
দৈর্ঘ্য২,৪০০ কিলোমিটার (১,৪৯১ মাইল) [১]
অববাহিকা৪,৫৩,৭০০ বর্গকিলোমিটার (১,৭৫,১৭৫ বর্গমাইল) [২]
প্রবাহ
 - গড়৯,৫০০ m³/s (৩,৩৫,৪৮৯ ft³/s) [৩]
চীন ও ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত চুচিয়াং নদীর চিত্র
চীন ও ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত চুচিয়াং নদীর চিত্র
চীন ও ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত চুচিয়াং নদীর চিত্র
চুচিয়াং নদী
চীনা 珠江
ইউয়ে নদী / কুয়াংতুং নদী
ঐতিহ্যবাহী চীনা 粵江
সরলীকৃত চীনা 粤江

টীকা

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ