চ্যাডউইক বোজম্যান

মার্কিন অভিনেতা

চ্যাডউইক অ্যারন বোজম্যান[১] (২৯ নভেম্বর ১৯৭৬[২] - ২৮ আগস্ট ২০২০[৩]) একজন মার্কিন অভিনেতা ছিলেন। তিনি ৪২ (২০১৩) চলচ্চিত্রে জ্যাকি রবিনসন, গেট অন আপ (২০১৪) চলচ্চিত্রে জেমস ব্রাউন এবং মার্শাল (২০১৭) চলচ্চিত্রে থারগুড মারশাল চরিত্রের মতো সত্যিকার-জীবনের ঐতিহাসিক ব্যক্তিত্বদের ভূমিকায় অভিনয়ের জন্য প্রসিদ্ধ। এছাড়া তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের চলচ্চিত্র ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬), ব্ল্যাক প্যান্থারঅ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (উভয়ই ২০১৮) এবং অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এ ব্ল্যাক প্যান্থার-এর ভূমিকায় অভিনয়ের জন্যও সুপরিচিত। এছাড়াও তিনি টিভি ধারাবাহিক লিংকন হাইটস (২০০৮) ও পার্সোসন্স আননোয়েন (২০১০) এবং চলচ্চিত্র দ্য এক্সপ্রেস (২০০৮), ড্রাফ্ট ডে (২০১৪) ও ম্যাসেজ ফ্রম দ্য কিং (২০১৬)-তে অভিনয় করেন।

চ্যাডউইক বোজম্যান
২০১৭ সালের স্যান ডিয়েগো কমিক-কনে বসম্যান
জন্ম
শ্যাডউইক অ্যারন বসম্যান

(১৯৭৬-১১-২৯)২৯ নভেম্বর ১৯৭৬
এন্ডারসন, সাউথ ক্যারোলাইনা, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৮ আগস্ট ২০২০(2020-08-28) (বয়স ৪৩)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণমলাশয়ের ক্যান্সার
মাতৃশিক্ষায়তনহাওয়ার্ড ইউনিভার্সিটি (বি.এফ.এ)
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক
কর্মজীবন২০০০–২০২০

প্রারম্ভিক জীবন

বোজম্যান ১৯৭৬ সালের ২৯শে নভেম্বর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যান্ডারসন শহরে জন্মগ্রহণ করেন।[৪][৫][৬] তার পিতা লেরয় বোজম্যান এবং মাতা ক্যারোলিন।[৭] তারা দুজনেই আফ্রিকান মার্কিন ছিলেন।[৮] বোজম্যানের ভাষ্যমতে তার ডিএনএ পরীক্ষণের মাধ্যমে জানা যায় তার পূর্বপুরুষগণ সিয়েরা লিওনের ক্রিও জাতি, নাইজেরিয়ার ইয়োরুবা জাতি ও সিয়েরা লিওনের লিম্বা জাতির ছিলেন।[৯] তার মাতা একজন সেবিকা ছিলেন এবং পিতা টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করতেন।[১০] বোজম্যান ১৯৯৫ সালে টি.এল. হ্যানা হাই স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করেন।[১১] বিদ্যালয়ের থাকাকালীন তিনি তার প্রথম নাটক ক্রসরোড রচনা করেন এবং তার এক সহপাঠির গুলিতে মৃত্যু হওয়ার পর বিদ্যালয়ে তা মঞ্চস্থ করেন।[১০]

বোজম্যান ওয়াশিংটন, ডি.সি. শহরের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ২০০০ সালে পরিচালনায় বিএফএ ডিগ্রি অর্জন করেন।[১১] ফিলিশিয়া রাশাদ তার একজন শিক্ষক ছিলেন, যিনি তার পরামর্শদাতা হন। রাশাদ বোজম্যান ও তার কয়েকজন সহপাঠি যাতে লন্ডনের ব্রিটিশ আমেরিকান ড্রামা একাডেমির অক্সফোর্ড মিড-সামার প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন সে জন্য তহবিল সংগ্রহ করেন। তারা সকলেই এই প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছিলেন।[১০]

পুরস্কার ও মনোনয়ন

বছরপুরস্কারবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র.
২০১৭স্যাটার্ন পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ারমনোনীত[১২]
২০১৮এমটিভি মুভি ও টিভি পুরস্কারশ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতাব্ল্যাক প্যান্থারবিজয়ী[১৩]
শ্রেষ্ঠ বীরবিজয়ী
শ্রেষ্ঠ মারপিট (ব্ল্যাক প্যান্থার বনাম এম'বাকু)মনোনীত
শ্রেষ্ঠ পর্দা যুগল (লুপিটা ইয়ংও, লেটিশিয়া রাইটড্যানাই গুরিরা-এর সাথে)মনোনীত
স্যাটার্ন পুরস্কারশ্রেষ্ঠ অভিনেতামনোনীত[১৪]
২০১৯স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারসেরা চলচ্চিত্র অভিনয়শিল্পীদলবিজয়ী[১৫]
এনএএসিপি ইমেজ অ্যাওয়ার্ডসসেরা চলচ্চিত্র অভিনেতাবিজয়ী[১৬]
বর্ষসেরা বিনোদনদাতামনোনীত
২০২০সেরা চলচ্চিত্র অভিনেতাটোয়েন্টি ওয়ান ব্রিজসমনোনীত[১৭]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ