জ্যুড ল

ইংরেজ অভিনেতা

ডেভিড জ্যুড হেওয়ার্থ ল (জন্ম ২৯ ডিসেম্বর ১৯৭২), পেশাগত ভাবে জ্যুড ল নামে পরিচিত। তিনি একজন ইংরেজ অভিনেতা, প্রযোজক এবং পরিচালক।[১][২] তিনি দুটি একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার মনোনয়ন লাভ করেন এবং চারটি গোল্ডেন গ্লোব পুরস্কার মনোনয়ন লাভ করেন।

জ্যুড ল
Jude Law
২০১৬ সালে ল
জন্ম
ডেভিড জ্যুড হেওয়ার্থ ল

(১৯৭২-১২-২৯)২৯ ডিসেম্বর ১৯৭২
মাতৃশিক্ষায়তনন্যাশনাল ইয়ুথ মিউজিক থিয়েটার
পেশাঅভিনেতা, পরিচালক
কর্মজীবন১৯৮৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীস্যাডি ফ্রস্ট
(বি. ১৯৯৭; বিচ্ছেদ. ২০০৩)
সন্তান৫, আইরিস ল-সহ
আত্মীয়নাতাশা ল (বোন)

প্রাথমিক জীবন

ল দক্ষিণ লন্ডনের ল্যুইসেমে জন্ম গ্রহণ করেন। তিনি তার বাব-মায়ের দ্বিতীয় সন্তান। তার বাবা পিটার রবার্ট ল লন্ডনের যুবকতম প্রধান শিক্ষক ছিলেন বলে জুড ল বলে থাকেন।[১][৩] তার এক বোন আছে নাম নাতাশা।[৩]

কর্মজীবন

জ্যুড ল, ২০১৩

১৯৮৭ সালে জ্যুড ল অভিনয় শুরু করেন ন্যাশনাল ইয়ুথ মিউজিক থিয়েটারে।[৪]

১৯৯৯ সালে দ্য ট্যালেন্টেড মিস্টার রিপলি ছবির জন্য তিনি স্যাক্সোফোন বাজানো শিখেন। এই ছবিত রেনাটো কারোসোন ও নিকোলা সালের্নোর "তু ভুও ফা লামেরিকানো" গানের জন্য তিনি ম্যাট ডেমন ও ফিওরেল্লোর সাথে যৌথভাবে এমটিভি মুভি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন[৫] এবং গোল্ডেন গ্লোব পুরস্কারএকাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ