ট্রুং তান সাং

ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি

ট্রুং তান সাং (ভিয়েতনামী: Trương Tấn Sang; জন্ম: ২১ জানুয়ারি, ১৯৪৯) ডাক হোয়া এলাকার মাই হান এলাকায় জন্মগ্রহণকারী ভিয়েতনামের বিশিষ্ট রাজনীতিবিদ।[১] বর্তমানে তিনি ভিয়েতনামের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও, প্রধানমন্ত্রী গুয়েন তান দং ও দলের মহাসচিব গুয়েন ফু ট্রংয়ের সাথে দেশের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে তিনিও অন্যতম।[২]

ট্রুং তান সাং
ট্রুং তান সাং
ভিয়েতনামের ৯ম রাষ্ট্রপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৫ জুলাই, ২০১১
প্রধানমন্ত্রীগুয়েন তান দং
উপরাষ্ট্রপতিগুয়েন থি দোন
মহাসচিবগুয়েন ফু ট্রং
পূর্বসূরীগুয়েন মিন ট্রিট
জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৫ জুলাই, ২০১১
ডেপুটিগুয়েন তান দং
পূর্বসূরীগুয়েন মিন ট্রিট
কমিউনিস্ট পার্টির সচিবালয়ের নির্বাহী সচিব
কাজের মেয়াদ
মে, ২০০৬ – ৩ আগস্ট, ২০১১
মহাসচিবনং ডাক মান
গুয়েন ফু ট্রং
পূর্বসূরীফন দিয়েন
উত্তরসূরীলি হং আন
কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক কমিশনের দলীয় প্রধান
কাজের মেয়াদ
জানুয়ারি, ২০০০ – জানুয়ারি, ২০০৩
পূর্বসূরীগুয়েন তান দং
উত্তরসূরীভং দিন হু
হো চি মিন সিটির পার্টি কমিটির সচিব
কাজের মেয়াদ
জুন, ১৯৯৬ – জানুয়ারি, ২০০০
পূর্বসূরীভো ট্রান চি
উত্তরসূরীগুয়েন মিন ট্রিট
হো চি মিন সিটির পিপলস কমিটির সভাপতি
কাজের মেয়াদ
মার্চ, ১৯৯২ – জুলাই, ১৯৯৬
পূর্বসূরীগুয়েন ভিন গিয়েপ
উত্তরসূরীভো ভিয়েত থান
কৃষি বিভাগের পরিচালক
কাজের মেয়াদ
জুন, ১৯৯১ – মার্চ, ১৯৯২
বিন চান জেলার পার্টি কমিটির সচিব
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৮৮
পলিটব্যুরো সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ জুলাই, ১৯৯৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1949-01-21) ২১ জানুয়ারি ১৯৪৯ (বয়স ৭৫)
ডাক হোয়া জেলা, লং আন প্রদেশ, ভিয়েতনাম
রাজনৈতিক দলভিয়েতনামের কমিউনিস্ট পার্টি
দাম্পত্য সঙ্গীমাই থি হান

কর্মজীবন

২০ ডিসেম্বর, ১৯৬৯ তারিখে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।[৩] ১৯৭১ সালে দক্ষিণ ভিয়েতনাম সরকার কর্তৃক কারাদণ্ডপ্রাপ্ত হন ও ফু কোক এলাকায় নিক্ষিপ্ত হন। কিন্তু, ১৯৭৩ সালের প্যারিস শান্তি চুক্তির শর্ত মোতাবেক তিনি মুক্তি পান। ১৯৯০ সালে ন্যাশনাল একাডেমি অব পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন।[১] ১৯৮৩-৮৬ মেয়াদে হো চি মিন সিটি’র বন বিভাগের প্রধান ছিলেন পাশাপাশি নিউ ইকোনোমিক জোন ডেভেলপম্যান্ট ডিপার্টমেন্টেরও প্রধান কর্মকর্তার দায়িত্ব লাভ করেন।

রাজনৈতিক জীবন

জুলাই, ২০১১ সালে জাতীয় পরিষদের মাধ্যমে তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন। এ পদটি আনুষ্ঠিকতাপূর্ণ হলেও দলের নীতি-নির্ধারণের সাথে সরাসরি যুক্ত কেন্দ্রীয় দফতরের মহাসচিব গুয়েন ফু ট্রংয়ের পরেই তার অবস্থান। ১৯৯৬ সাল থেকে কমিউনিস্ট পার্টির নির্বাহী কমিটির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য তিনি। ১৯৯৬ থেকে ২০০০ পর্যন্ত হো চি মিন শহরের দলীয় সচিবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।[১][৪] অক্টোবর, ২০০৯ সালে জাতীয় দলের দ্বিতীয় সদস্যরূপে উত্তোরণ ঘটে তার।[৫]

১৯৯১ সালে জাতীয় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন।[৬] ১৯৯৬ সালে চতুর্দশ সারির সদস্যরূপে পলিটব্যুরোতে যোগ দেন।[৭] ১৯৯২ সালে স্থানীয় সরকার হিসেবে পরিচিত এইচসিএমসি’র সভাপতিসহ দ্বিতীয় স্থানের অধিকারী হন।

রাষ্ট্রপতি

জানুয়ারি, ২০১১ সালে হ্যানয়ে একাদশ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়।[৮] পলিটব্যুরোর সদস্যদের তালিকায় তাকে এক নম্বরে রাখা হয়। ২৫ জুলাই, ২০১১ তারিখে জাতীয় আইনসভায় তাকে দেশের রা্ষ্ট্রপতিরূপে পাঁচ বছরের জন্য নির্বাচিত করা হয়। এতে তিনি ৯৭.৪ শতাংশ ভোট পান। এরপর আইনসভায় তিনি আইনসভাকে অবহিত করেন যে, তিনি ভিয়েতনামের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সচেষ্ট থাকবেন ও চীনের সাথে শান্তিপূর্ণ উপায়ে স্পার্তলি দ্বীপপুঞ্জ নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে অংশ নিবেন।[৯] ২০২০ সালের মধ্যে ভিয়েতনামকে শিল্পায়ত ও আধুনিক দেশে উত্তোরণের লক্ষ্যে কাজ করবেন বলে ব্যক্ত করেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী রাষ্ট্রপতির অবস্থান সচিবালয়ের পর, তাই এটি স্মারকসূচক অবস্থান।[১০]

মাদাম মাই থি হানের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। বর্তমানে তিনি আনুষ্ঠিকতাপূর্ণ অনুষ্ঠানগুলোয় ভিয়েতনামের ফার্স্ট লেডিরূপে অংশগ্রহণ করে থাকেন।[১১]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

পার্টির রাজনৈতিক কার্যালয়
পূর্বসূরী
ফান দিয়েন
কমিউনিস্ট পার্টির নির্বাহী সচিব
২০০৬-২০১১
উত্তরসূরী
লি হং আন
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
গুয়েন মিন ট্রিয়েট
ভিয়েতনামের রাষ্ট্রপতি
২০১১-বর্তমান
নির্ধারিত হয়নি
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ