ডেভিড বোয়ি

একজন ইংরেজ গায়ক, গীতিকার ছিলেন

ডেভিড রবার্ট জোনস (৮ জানুয়ারি ১৯৪৭ – ১০ জানুয়ারি ২০১৬), যিনি ডেভিড বোয়ি (/ˈb.i/) নামে পরিচিত,[১] ছিলেন একজন ইংরেজ গায়ক, গীতিকার, সঙ্গীতশিল্পী, সঙ্গীত প্রযোজক, চিত্রশিল্পী এবং অভিনেতা। বোয়ি চার দশকের বেশি সময় ধরে পপ সঙ্গীতের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন এবং ৭০ এর দশকের শেষের দিকে একজন প্রবর্তক হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার বিচিত্র ফ্যাশনের জন্য বিখ্যাত ছিলেন।[২][৩]

ডেভিড বোয়ি
David Bowie
আগস্ট ২০০২ সালে বোয়ি
জন্ম
ডেভিড রবার্ট জোনস

(১৯৪৭-০১-০৮)৮ জানুয়ারি ১৯৪৭
ব্রিঙ্কসটন লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু১০ জানুয়ারি ২০১৬(2016-01-10) (বয়স ৬৯)
মৃত্যুর কারণযকৃতের ক্যান্সার
পেশা
  • গায়ক
  • গীতিকার
  • সঙ্গীতশিল্পী
  • সঙ্গীত প্রযোজক
  • অভিনেতা
  • শিল্পী
কর্মজীবন১৯৬২–২০১৬
দাম্পত্য সঙ্গী
  • অ্যাঞ্জি বোয়ি (বি. ১৯৭০; বিচ্ছেদ. ১৯৮০)
  • ইমান (বি. ১৯৯২; তার মৃত্যু পর্যন্ত ২০১৬)
সন্তান
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্র
লেবেল
  • ISO
  • RCA
  • Virgin
  • EMI
  • Columbia
  • Deram
  • BMG
  • Pye
  • Vocalion
  • Parlophone
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

ডেভিড বোয়ি ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহ প্রকাশ করেন যদিও ৬০ এর দশকে তার একজন সঙ্গীত তারকা হওয়ার বেশিরভাগ প্রচেষ্টা ব্যর্থ হয়। ১৯৬৯ সালে তিনি স্পেস ওডিটির মাধ্যমে প্রথম সফলতা লাভ করেন। এর সাফল্যের পর তিন বছরের গবেষণা শেষে ১৯৭২ সালের গ্ল্যাম রক সময়ে তিনি তার বর্নাঢ্য অপর সত্ত্বা জিগি স্টারডাস্ট নিয়ে আবির্ভুত হন। চরিত্রটি তার অ্যালবাম দ্য রাইজ অ্যান্ড ফল অফ জিগি স্টারডাস্ট অ্যান্ড দ্য স্পাইডারস ফ্রম মার্স থেকে উৎপত্তি হয়েছিল। আপাতদৃষ্টিতে স্বল্পস্থায়ী জিগি ব্যক্তিত্ব পরবর্তী সময়ে বোয়ির ক্যারিয়ারের অন্যতম বৈশিষ্ট্যে পরিণত হয়।

ডেভিড বোয়ি ২০১৬ সালের ১০ জানুয়ারি নিউ ইয়র্কের তার ব্যক্তিগত বাসভবনে মৃত্যুবরণ করেন।[৪][৫][৬][৭] তার দেহে ১৮ মাস পূর্বে ক্যান্সার ধরা পড়ে কিন্তু তিনি তার অসুস্থতা সম্পর্কে কোন সংবাদ প্রকাশ করেননি।[৮]

জীবনীকার ডেভিড বাকলি বক্তব্য অনুযায়ী বোয়ির প্রভাব তৎকালীন সময়ের রক সঙ্গীতের ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করেছিল।[৯] বিবিসির ২০০২ সালের ১০০ গ্রেটেস্ট ব্রিটনস জরিপ অনুযায়ী বোয়ি ২৯ নম্বরে ছিল। তিনি বিশ্বজুড়ে আনুমানিক ১৪ কোটি রেকর্ড বিক্রি করেন। তাকে ১৯৯৬ সালে রক অ্যান্ড রোল হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়।[১০]

তথ্যসূত্র

আরো পড়ুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ