নকিয়া

একটি মোবাইল ফোন প্রতিষ্ঠান

নকিয়া কর্পোরেশন ফিনল্যান্ড ভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সম্পর্কিত কোম্পানি। এটি পৃথিবীর বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান। নোকিয়া বহনযোগ্য ইলেক্ট্রনিক ডিভাইস প্রস্তুত করে থাকে, প্রধানত মোবাইল ফোন। ১২০ টি দেশে নকিয়াতে ১,৩২,০০০ এরও বেশি লোক কর্মরত। [৩] নকিয়া জিএসএম, সিডিএমএ, ডব্লিউসিডিএমএ সব ধরনের ফোনই প্রস্তুত করে থাকে। এছাড়া সিমেন্সের সাথে যৌথ উদ্যোগে নেটওয়ার্কিং পণ্য তৈরি করে থাকে। নোকিয়া হেলসিংকি, ফ্রাংকফুর্ট এবং নিউইয়র্ক এর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি।

নোকিয়া কর্পোরেশন
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
শেয়ারবাজার প্রতীক
শিল্পটেলিকমিউনিকেশনস ইকুইপমেন্ট
ইন্টারনেট
কম্পিউটার সফটওয়্যার
পূর্বসূরীQ11894827
Q11894840 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকালটেমপারে, গ্র্যান্ড ডাচে অফ ফিনল্যান্ড (১৮৬৫)
প্রতিষ্ঠাতা
  • ফেড্রিখ আইস্টাইম
  • লইও মেকলিন
সদরদপ্তর
ইসপু
,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
  • রিসতো সিলাসমা (চেয়ারম্যান)
  • রাজিব সুরি(প্রেসিডেন্ট এবং সিইও) ক্রিশ্চিয়ান পুলোলা সিএফও
পণ্যসমূহ
  • মোবাইল ফোন
  • মোবাইল কম্পিউটারস
  • নেটওয়ার্কস
  • (See products listing)
পরিষেবাসমূহMaps and navigation, music, messaging and media
Software solutions
(See services listing)
আয়হ্রাস € ২৩.১৪৭ বিলিয়ন (২০১৭)[২]
সুদ ও করপূর্ব আয়
হ্রাস € ১৬ মিলিয়ন (২০১৭)[২]
নীট আয়
হ্রাস € -১.৪৩৭ বিলিয়ন (২০১৭)[২]
মোট সম্পদহ্রাস € ৪১.০২৪ বিলিয়ন (২০১৭)[২]
মোট ইকুইটিহ্রাস € ১৬.২১৮ বিলিয়ন (২০১৭)[২]
কর্মীসংখ্যা
১০২৭৬১ (২০১৭)[২]
বিভাগসমূহমোবাইল সলিউশন
মোবাইল ফোন
মোবাইল ফোন বাজারজাতকারী
অধীনস্থ প্রতিষ্ঠানসলিউশন এন্ড নেটওয়ার্কস
ন্যাভটেক
ওয়েবসাইটNokia.com

২০১১ সাল পর্যন্ত নোকিয়া বিশ্বের সর্ববৃহৎ মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানি ছিল। তবে বাজারে টাচস্ক্রিন প্রযুক্তির আবির্ভাবের ফলে নোকিয়া ধীরে ধীরে পিছিয়ে যায়। গুগলের তৈরী এনড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার না করার ঘোষণায় নোকিয়ার শেয়ারের দাম ৪০ মার্কিন ডলার থেকে পরে মাত্র ২ মার্কিন ডলারে নেমে আসে।[৪][৫] নোকিয়ার নিজস্ব অপারেটিং সিস্টেম সিম্বিয়ানের বদলে নোকিয়া মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহারের জন্য মাইক্রোসফটের সাথে চুক্তিবদ্ধ হয়। এই সিদ্ধান্তের ফলেও নোকিয়ার বিক্রি আশঙ্কাজনক হারে কমে যায়।[৬]

২০১৩ সালের ২ সেপ্টেম্বর মাইক্রোসফট ৭.১৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিময়ে নোকিয়ার ব্যবসায়িক শাখা কিনে নেওয়ার ইচ্ছা পোষন করে। এই চুক্তি অনুযায়ী নকিয়ার প্রধান নির্বাহী সহ আরও উচ্চ পদস্থ কর্মকর্তারা মাইক্রোসফটে যোগদান করবে।[৭][৮][৯]

  • নোকিয়া ১০৫ (২০২৩) এবং নোকিয়া ১০৬ ৪জি এইচএমডি গ্লোবাল দ্বারা তৈরি এবং ১৮ মে ২০২৩ এ ভারতে মুক্তি পেয়েছে, টাকা লেনদেনের জন্য রয়েছে UPI সাপোর্ট।
  • নোকিয়া সি৩২ এইচএমডি গ্লোবাল দ্বারা তৈরি এবং ২৪ মে ২০২৩ এ ভারতে মুক্তি পেয়েছে, এতে ৪ জিবি ফিজিক্যাল র‍্যামের সাথে ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম পাওয়া যাবে।

ওভি

পরিবেশে প্রভাব

২০০৫ সাল থেকে নকিয়ার প্রস্তুতকৃত সকল হ্যান্ডসেট বিষাক্ত পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) মুক্ত। [১০] ২০১০ সাল থেকে নকিয়ার প্রস্তুতকৃত সকল হ্যান্ডসেট ব্রোমিনের যৌগ এবং অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড থেকে মুক্ত। [১০] নকিয়া ৮৪টি দেশের ৫০০০টি স্থান থেকে পরিত্যক্ত মোবাইল ফোন সংগ্রহ করে। নকিয়ার প্রায় সকল নতুন হ্যান্ডসেট এনার্জি স্টারের প্রয়োজনীয় শর্ত পূরণ করে। [১১]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ