নোরা জোন্স

নোরা জোন্স (Norah Jones) (মার্চ ৩০, ১৯৭৯) মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাজ্‌ (jazz) সঙ্গীত শিল্পী। তিনি পণ্ডিত রবি শংকরের কন্যা। তার মা স্যু জোন্স একজন নৃত্যশিল্পী (পরে নার্স) ছিলেন। [১][২] নোরা জোন্স এর জন্ম নিউ ইয়র্ক শহর এ। তবে তিনি বেড়ে ওঠেন টেক্সাসের ডালাসে।২০০০ সালে বিলবোৰ্ড তাকে ২০০০ দশকের শীৰ্ষ জাজ শিল্পীর স্থান দেয়।[৩]

নোরা জোন্স
প্রাথমিক তথ্য
জন্মনামগীতালি নোরা জোনস শঙ্কর
জন্ম (1979-03-30) ৩০ মার্চ ১৯৭৯ (বয়স ৪৫)
উদ্ভবমার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
ধরনফোক
Soul
জ্যাজ
কান্ট্রি
পপ
পেশাগায়ক, গীতিকার, সঙ্গীতজ্ঞ, অভিনেতা
বাদ্যযন্ত্রকন্ঠ
পিয়ানো/কিবোর্ড
গিটার
কার্যকাল২০০১–বর্তমান
লেবেলব্লু নোট (২০০২–বর্তমান)
ওয়েবসাইটnorahjones.com

২০০২ সালে তার প্রকাশিত প্রথম পপ সঙ্গীত অ্যালবাম কাম আওয়ে উইথ মি এর মাধ্যমে তিনি ব্যাপক সাফল্য লাভ করেন। সারা বিশ্বে এর ২ কোটি কপি বিক্রি হয়। এই অ্যালবামের জন্য তিনি ৮টি গ্র্যামি এওয়ার্ড পান।[৪] এই এলবামে জাজ, কাউন্ট্ৰি ও পপ সংগীতের ফিউশন ছিল।[৫][৬]

প্ৰাক জীবনকাল

১৯৭৯ সালে তিনি নিউয়ৰ্কের বেডফোৰ্ড স্টাভেসেন্টের ব্ৰুকলিনে জন্ম নেন। জন্মের সময় তার নাম ছিল গীতালি শংকর। ১৯৮৬ সালে পিতামাতার বিচ্ছেদের পর তিনি মার সাথে থাকতে লাগলেন। তিনি কলিভাইল মিডল স্কুল, গ্ৰেপভাইন হাইস্কুল ও ডালাসের বুকার টি ওয়াশিংটন হাইস্কুল ফর দ্য পারফৰ্মিং এণ্ড ভিজুয়াল আৰ্টস থেকে লেখাপড়া করেন। ষোল বছর বয়সে তিনি তার নাম নোরা জোন্স করেন।[১][৭]

ব্যক্তিগত জীবন

জোন্স ২০১০

২০০০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত লি আলেকজাণ্ডারের সাথে তার দীৰ্ঘদিন সম্পৰ্ক ছিল।[৮] তার পিতা রবিশঙ্করের কাছ থেকে একটি নির্দিষ্ট সময় বিচ্ছিন্ন থাকার পর তিনি তার সাথে সময় কাটানোর জন্য নয়াদিল্লী ভ্রমণ করেছিলেন।সেখানে কিছু লিখেছিলেন যা পরে দ্য ফল অ্যালবামের জন্য রেকর্ড করেন। তার স্বামী কীবোর্ডবিদ পিট রেম। ২০১৪ সালের ফেব্ৰুয়ারিতে একটি পুত্ৰ সন্তান হয়।[৯][১০] তার দুটি পুত্র সন্তান আছে।

তথ্য সংগ্ৰহ

বহিঃ সংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ