পচনশীল ক্ষত

রক্তনালী ব্লকের কারনে পা কেটে ফেলা

পচনশীল ক্ষত বা গ্যাংরিন একটি গুরুতর ও সম্ভাব্য প্রাণঘাতী অসুস্থতা যা রক্ত সরবরাহের অভাবে দেহের কোনও অঙ্গের কলামৃত্যু হলে সংঘটিত হয়।[৪] কোন আঘাত বা সংক্রমণের ফলে অথবা রক্ত সঞ্চালনের কোনো দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগার ফলে এটি হতে পারে।[৬] পচনশীল ক্ষতের প্রাথমিক কারণ দেহকলাতে রক্ত সঞ্চালন কমে যাওয়া, যার ফলে কোষের মৃত্যু ঘটে।[৭] মধুমেহ রোগ (ডায়াবেটিস) ও দীর্ঘমেয়াদী ধূমপান পচনশীল ক্ষতের ঝুঁকি বৃদ্ধি করে।[৬][৭]

পচনশীল ক্ষত (গ্যাংরিন)
প্রতিশব্দগ্যাংরিনাস নেক্রোসিস
প্রান্তিক ধমনী রোগের ফলে শুষ্ক পচনশীল ক্ষত পায়ের আঙ্গুলকে প্রভাবিত করছে।
বিশেষত্বসংক্রামক রোগ, সার্জারি
লক্ষণলাল বা কালোতে ত্বকের রঙ পরিবর্তন, অস্থিরতা, ব্যথা, ত্বক ভাঙ্গন, শীতলতা[১]
জটিলতারক্তে জীবাণুদূষণ, অঙ্গকর্তন[১][২]
প্রকারভেদশুষ্ক, আর্দ্র, গ্যাসীয়, অভ্যন্তরীণ, পচনকারক আস্তবিপ্রদাহ ][৩]
ঝুঁকির কারণমধুমেহ রোগ, প্রান্তিক ধমনী রোগ, ধূমপান, প্রধান ট্রমা, অ্যালকোহল আসক্তি, মহামারী, এইচআইভি/এইডস, হিমক্ষত, রেনোর সংলক্ষণ[৩][৪]
রোগনির্ণয়ের পদ্ধতিলক্ষণের উপর ভিত্তি করে, অন্তর্নিহিত কারণ শনাক্ত করতে মেডিকেল ইমেজিং ব্যবহৃত হয়
চিকিৎসাঅন্তর্নিহিত কারণের উপর ভিত্তি করে[৫]
আরোগ্যসম্ভাবনানির্ভর করে
সংঘটনের হারঅজানা[২]

বিভিন্ন ধরনের পচনশীল ক্ষত বিদ্যমান যেমন শুষ্ক পচনশীল ক্ষত, আর্দ্র পচনশীল ক্ষত, গ্যাসীয় পচনশীল ক্ষত, অভ্যন্তরীণ পচনশীল ক্ষত এবং পচনকারক আস্তবিপ্রদাহ (নেক্রোটাইজিং ফেসসিটিস)।[৬][৮] আক্রান্ত শরীরের চিকিৎসা গুলো হল অ্যান্টিবায়োটিক, রক্তনালী সার্জারি, ম্যাগগট থেরাপি বা হাইপারবারিক অক্সিজেন থেরাপি।[৯]

চিত্র

টেমপ্লেট:Cleanup-gallery

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ