পাকিস্তানে রাজতন্ত্র

পাকিস্তানে রাজতন্ত্র দ্বারা ১৯৪৭ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত সময়ের পাকিস্তান অধিরাজ্যের সময়কে বোঝানো হয়। পাকিস্তান কমনওয়েলথের ভেতরে সার্বভৌমত্ব ভোগ করত। সম্রাটের প্রতিনিধি হিসেবে পাকিস্তানের গভর্নর জেনারেল সাংবিধানিক দায়িত্ব পালন করতেন। ১৭০১ সালের অ্যাক্ট অব সেটলমেন্ট ১৭০১ দ্বারা রাজকীয় উত্তরাধিকার নিয়ন্ত্রিত হত।

পাকিস্তান অধিরাজ্যের সম্রাট/সম্রাজ্ঞী
প্রাক্তন রাজতন্ত্র
পাকিস্তানের জাতীয় প্রতীক
পাকিস্তান অধিরাজ্যের সম্রাজ্ঞী দ্বিতীয় এলিজাবেথ
প্রথম সম্রাটষষ্ঠ জর্জ
শেষ সম্রাটদ্বিতীয় এলিজাবেথ
সম্বোধনহিজ মেজেস্টি
১৯৪৭-১৯৫২
হার মেজেস্টি
১৯৫২–১৯৫৬
সরকারি আবাসযুক্তরাজ্য যুক্তরাজ্য
বাকিংহাম প্রাসাদ
পাকিস্তান অধিরাজ্য পাকিস্তান অধিরাজ্য
গভর্নমেন্ট হাউস
নিয়োগকর্তাউত্তরাধিকার সূত্রে
রাজতন্ত্রের সূচনা১৫ আগস্ট ১৯৪৭
রাজতন্ত্রের সমাপ্তি২৩ মার্চ ১৯৫৬

১৯৫৬ সালের ২৩ মার্চ রাজতন্ত্র বিলুপ্ত করা হয়। এসময় পাকিস্তানকে কমনওয়েলথের একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ১৯৭২ সালে পাকিস্তান প্রাক্তন পূর্ব পাকিস্তান ইস্যুতে কমনওয়েলথ ত্যাগ করে এবং ১৯৮৯ সালে পুনরায় ফিরে আসে। এছাড়া ১৮ অক্টোবর ১৯৯৯ থেকে ২২ মে ২০০৪ পর্যন্ত এবং ২২ নভেম্বর ২০০৭ থেকে ২২ মে ২০০৮ পর্যন্ত দুইবার পাকিস্তানের কমনওয়েলথ সদস্যপদ স্থগিত ছিল।

ইতিহাস

ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ অনুযায়ী পাকিস্তান অধিরাজ্য গঠিত হয়। এর আগে পাকিস্তান ব্রিটিশ ভারতের অংশ ছিল। ১৯৫৬ সালে নতুন সংবিধান গৃহীত হলে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।

সম্রাটদের তালিকা

হাউজ অব উইন্ডসর
পোর্ট্রে‌টনামজন্মমৃত্যুশাসন শুরুশাসন শেষদাম্পত্য সঙ্গীউত্তরাধিকারী
ষষ্ঠ জর্জ১৪ ডিসেম্বর ১৮৯৫৬ ফেব্রুয়ারি ১৯৫২১৫ আগস্ট ১৯৪৭৬ ফেব্রুয়ারি ১৯৫২এলিজাবেথ দ্য কুইন মাদারদ্বিতীয় এলিজাবেথ
দ্বিতীয় এলিজাবেথ২১ এপ্রিল ১৯২৬৬ ফেব্রুয়ারি ১৯৫২২৩ মার্চ ১৯৫৬প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবার্গচার্লস, প্রিন্স অব ওয়েলস

উপাধি

উপাধি
ষষ্ঠ জর্জ
১৫ আগস্ট ১৯৪৭ – ২২ জুন ১৯৪৮
By the Grace of God, of Great Britain, Ireland and of the British Dominions beyond the Seas King, Defender of the Faith, Emperor of India
২২ জুন ১৯৪৮ – ৬ ফেব্রুয়ারি ১৯৫২
By the Grace of God, of Great Britain, Ireland and of the British Dominions beyond the Seas King, Defender of the Faith
দ্বিতীয় এলিজাবেথ
৬ ফেব্রুয়ারি ১৯৫২ - ২৯ মে ১৯৫৩
By the Grace of God, of Great Britain, Ireland and of the British Dominions beyond the Seas Queen, Defender of the Faith
২৯ মে ১৯৫৩ – ২৩ মার্চ ১৯৫৬
By the Grace of God, Queen of the United Kingdom and of Her other Realms and Territories, Head of the Commonwealth

সফর

রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর ১৯৬১ ও ১৯৯৭ সালে রাণী ও ডিউক অব এডিনবার্গ পাকিস্তান ভ্রমণ করেন।

আরও দেখুন

তথ্যসূত্র

টেমপ্লেট:Commonwealth realms

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ